স্টেইন বনাম ধোনি যুদ্ধের আগেই আরও একটা লড়াই জমে উঠেছে বাইশ গজের বাইরে। যেখানে দু’ পক্ষ দু’ দেশের দুই বোর্ড।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও হওয়ার পর হারুন লর্গ্যাটের এখন প্রথম কাজ, ড্যামেজ কন্ট্রোল। আগামী পয়লা অগস্ট থেকে দায়িত্ব নেবেন লর্গ্যাট। তার আগে ভারতীয় বোর্ডের সঙ্গে যাবতীয় ঝামেলায় ইতি টানতে চান তিনি। প্রয়োজনে ক্ষমা চাইতেও প্রস্তুত লর্গ্যাট।
ভারতীয় বোর্ডের সঙ্গে লর্গ্যাটের সংঘাত তিনি আইসিসি কর্তা থাকার সময় থেকেই। যার জেরে ভারতীয় বোর্ডের তরফে দক্ষিণ আফ্রিকা বোর্ডকে নাকি সতর্ক করে দেওয়া হয়েছিল, যে লর্গ্যাটকে সিইও করলে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরও বানচাল হয়ে যেতে পারে। কিন্তু দিন কয়েক আগে সেই লর্গ্যাটকেই সিইও বেছেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। ভারতীয় বোর্ডের তরফে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লর্গ্যাট এ দিন সাংবাদিকদের বলেছেন, “আমাদের সম্পর্কটা যে ভাবে তুলে ধরা হচ্ছে, তাতে আমার খুব খারাপ লাগছে। আমি যাকে বন্ধু ভাবি তার সঙ্গে সম্পর্কটা খারাপ হোক, চাই না। ওদের সমস্যাটা বোঝার চেষ্টা করব।”
এখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকা বোর্ডের নতুন সিইও এও বলছেন, “আমাকে যদি টেবলে বসে আলোচনা করতে হয়, সেটা করতেও তৈরি। আমি অবশ্যই দক্ষিণ আফ্রিকার স্বার্থটা আগে দেখব। কিন্তু যদি দেখা যায়, কাউকে অসম্মান করেছি, তা হলে ক্ষমা চেয়ে নিতেও আমি প্রস্তুত।”
মাঠের বাইরে দু’ দেশের এই লড়াইয়ে ধোনি বনাম স্টেইন যুদ্ধের ভাগ্য তা হলে কী হবে? দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রেসিডেন্ট ক্রিস নেনজানি জানিয়েছেন, ভারত সফর বাতিল হয়ে যেতে পারে, এ রকম কোনও ইঙ্গিত তিনি পাননি। |