টুকরো খবর
শুক্রবারই শহরে মোগা
জেমস মোগা শুক্রবারই কলকাতায় আসছেন। সোমবার দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে ফোনে আনন্দবাজারকে মোগা বললেন, “ভিসা পেয়ে গিয়েছি। দু’তিন দিনের মধ্যে কলকাতা যাচ্ছি।” সোমবার জুবাতে দক্ষিণ সুদানের জাতীয় দল এবং অলিম্পিক দলের প্রদর্শনী ম্যাচ ছিল। সেই ম্যাচে নামার আগেই ইস্টবেঙ্গল কর্তা-সমর্থকদের আশার বাণী শোনান মোগা। শহরে এলেও কল্যাণীতে আবাসিক শিবিরে যোগ দেবেন কি না তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখে দিলেন তিনি। বলেন, “কোচের সঙ্গে কথা হয়নি। কর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। আবাসিক শিবির নিয়ে কিছু ভাবিনি।” কল্যাণীতে আবাসিক শিবির চলছে মার্কোস ফালোপার। যা শেষ হবে ৩১ জুলাই। বিমানযাত্রার ক্লান্তি নিয়ে আসা মোগাকে চার দিনের জন্য আবাসিক শিবিরে পাঠানো হবে? লাল-হলুদ ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলছেন, “শুক্রবার মোগা কলকাতায় পা দিলেই ওকে কল্যাণীতে পাঠানো হবে। চার দিন অনেক সময়। এক দিন বাকি থাকলেও ওকে কল্যাণীতে যেতে হবে।” চলতি সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতে কলকাতায় আসবেন চিডি এবং ওপারাও।

এনসিএ-তে বিভেদ
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি-র পরিচালনকে কেন্দ্র করে সংস্থার সদস্যদের বিভেদ প্রকাশ্যে চলে এল সোমবার। এনসিএ-কে ঢেলে সাজানোর কথা বলা হয়ে আদতে যে কিছুই হয়নি, তা সোমবার প্রকাশ্যে বলে দিলেন এনসিএ-র সদস্য তথা সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। “এনসিএ দেশের ক্রিকেটের গর্ব। কিন্তু যে ভাবে বর্তমানে সেটা চালানো হচ্ছে, তা অত্যন্ত হতাশজনক। পুর্নগঠনের নামে কী যে চলছে, কেউ জানে না। জুনে একটা বৈঠক হওয়ার কথা ছিল। এখন জুলাই। অথচ কিছুই হয়নি,” বলে দেন বিশ্বরূপ। সঙ্গে যোগ করেন, “নানাবতীর মতো লোক এনসিএ ছেড়ে দিয়েছেন। ভরত অরুণও ছাড়ছেন। প্রফেসর রত্নাকর শেট্টি বলেছিলেন, তিনি একটা মডেল আনবেন। কোথায় সে সব? এ ভাবেই যদি চলতে থাকে, তা হলে লাভের লাভ কিছুই হবে না।” জার্মানি যাচ্ছে দু’জন: পূর্বাঞ্চল থেকে অগস্টে বায়ার্ন মিউনিখে ট্রেনিং নিতে যাচ্ছে দুই ফুটবলার অনুপম সরকার ও ঈশান বোরো।

পেনরা কাল অনুশীলনে
এত দিন নবিই ছিলেন ভারতের একমাত্র ফুটবলার যিনি গোলকিপার ছাড়া সব পজিশনে খেলেছেন। মহমেডানের নতুন কোচ আবদুল আজিজ কিন্তু কিপারও ছিলেন। “কিপার হিসেবেই শুরু করেছিলাম। যখন শেষ করলাম, তখন স্ট্রাইকার। কোচিং করাতে গিয়ে এই অভিজ্ঞতা কাজে লেগে যাচ্ছে,” হাসতে হাসতেই বলছিলেন আজিজ। তিন প্রধানের মধ্যে মহমেডান কোচই সবার আগে পুরো দল পাচ্ছেন। আজ মঙ্গলবার পেন, জোসিমার, লুসিয়ানো— তিন বিদেশি ফুটবলারই শহরে চলে আসছেন। ক্লাবের কর্তারা জানাচ্ছেন, পেনরা অনুশীলনে নামবেন বুধবার থেকেই। সোমবার কলকাতায় আসার পথে মুম্বই থেকে ‘ফ্লাইট মিস’ করে সমস্যায় পড়েন জোসিমার। ক্লাব সূত্রের খবর, অন্য বিমান ধরে তিনি শহরে আসছেন।

বোপান্না তিনে
টেনিস জীবনের সেরা ডাবলস র্যাঙ্কিংয়ে পৌঁছলেন রোহন বোপান্না। এ দিন এটিপি-র সর্বশেষ র্যাঙ্কিং তালিকায় বোপান্না পাঁচ থেকে আরও দু’ধাপ উঠে তিন নম্বর হলেন। যমজ ব্রায়ান ভাই বব এবং মাইকের পরেই। প্রথম দশে আছেন ভারতের আরও দুই ডাবলস তারকা মহেশ ভূপতি (৭) ও লিয়েন্ডার পেজ (৯)। চব্বিশ ঘণ্টা আগেই এটিপি ট্যুর অভিষেকে ডাবলস চ্যাম্পিয়ন (বোগোটা ওপেন) ভারতের তরুণ জুটি পূরব রাজা (৮৬) ও দ্বিবীজ শরণের (৬৬) যথাক্রমে ২৯ ধাপ ও ১৮ ধাপ উন্নতি ঘটেছে। মেয়েদের ডাবলসে সানিয়া মির্জা দু’ধাপ উঠে চলতি সপ্তাহে ১৭ নম্বর। সিঙ্গলসে সোমদেব দেববর্মন দু’ধাপ উঠে ১২৮ নম্বরে। এশিয়ার সেরা জাপানের নিশিকোরি আরও এক ধাপ উঠে এই মুহূর্তে বিশ্বের ১১ নম্বর!

ইতিহাস দেবেন্দ্রর
প্যারা-অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়ন শিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস গড়লেন রাজস্থানের দেবেন্দ্র ঝাঝারিয়া। ফ্রান্সের লিয়ঁয় জ্যাভেলিনে ৫৭.০৪ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করলেন তিনি। এই ইভেন্টে বিশ্বরেকর্ডের মালিক (৬২.১৫ মিটার) দেবেন্দ্রের প্রথম থ্রো তেমন ভাল না হলেও শেষ থ্রো-এ বাকিদের পিছনে ফেলে দেন তিনি। বত্রিশ বছরের দেবেন্দ্র আন্তর্জাতিক মঞ্চে এর আগেও ২০০৪ আথেন্স অলিম্পিকে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছিলেন।

মিসবাদের জয়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ান ডে ছ’উইকেটে জিতল পাকিস্তান। সিরিজে ২-১ এগিয়ে তারা। এ দিন ৫০ ওভারের ম্যাচ বৃষ্টিতে ৪৯ ওভারে নেমে আসার পর মার্লন স্যামুয়েলসের অপরাজিত ১০৬ রানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ করে ২৬১-৭। পাঁচে নেমে গেইলের অবদান ৩০। জবাবে পাকিস্তান ১৭ ওভারে ৬৮-২ করার পর ফের বৃষ্টি নামলে নতুন টার্গেট দাঁড়ায় ৩১ ওভারে ১৮৯। বাকি ১৪ ওভারে প্রয়োজনীয় ১২১ পাকিস্তান তুলে নেয় অধিনায়ক মিসবা (৫৩ ন.আ.) আর হাফিজের (৫৯) দাপটে।

কিশোরের রেকর্ড
সিংঘা হুয়া হিন ওপেন জিতে পেশাদার ট্যুরে বিশ্বের সব থেকে কমবয়সী পুরুষ চ্যাম্পিয়ন হল পাচারা খঙ্গওয়াতমাই। স্কুল থেকে ছুটি নিয়ে এই আসিয়ান ট্যুর টুর্নামেন্টে নামা তাই গল্ফার পুরস্কারে ৬৫ হাজার ডলার জিতে বলেছে, “পাটিং ভাল হওয়ায় জিতলাম।” ২০০৭-এ মুনসিংওয়ার ওপেন জিতেছিল পনেরো বছরের জাপানি ইয়ো ইশাকাওয়া। পাচারা তার রেকর্ড ভাঙল।

সময় দাও
র‌্যান্টি মার্টিন্সকে অগ্রিম পাঠালেও কোনও ফুটবলারকেই আজ সই করাচ্ছে না আর্থিক সঙ্কটে পড়ে যাওয়া ইউনাইটেড স্পোর্টিং। এখনও স্পনসর পায়নি তারা। আই লিগের ক্লাবগুলির ফুটবলারদের সই করার শেষ দিন আজই। কিন্তু কোনও ফুটবলারকেই এখনও নথিভুক্ত করাননি ইউনাইটেড কর্তারা। ক্লাবের পক্ষ থেকে আজ চিঠি দিয়ে সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “কোনও সমস্যা হবে না। পরে সই করানোর নিয়ম আছে।”

চার্জশিট বিতর্ক
১৩ বছর পর গড়াপেটা কাণ্ডের চার্জশিট থেকে মুক্ত হার্শেল গিবস আর নিকি বোয়ে। দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে এই কাণ্ডে দিল্লি পুলিশ ক্লিনচিট দেওয়ায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। এ দিন ৯৩ পাতার চার্জশিটে ক্রিকেটার বলতে ক্রোনিয়ের নামই রয়েছে। যিনি ২০০২-এ বিমান দুর্ঘটনায় মারা যান। এ ছাড়া টি-সিরিজ-এর মালিক গুলশন গ্রোভারের ভাই কৃষ্ণ কুমার ও চার বুকি সঞ্জীব চাওলা, মনমোহন খাট্টার, রাজেশ কালরা এবং সুনীল দারাও অভিযুক্ত।

ক্রিকেটকে চিরবিদায় ওয়ার্নের
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন শেন ওয়ার্ন। পরিবারের সঙ্গে সময় কাটানো ও ভাষ্যকারের নতুন পেশায় মন দিতে এই সিদ্ধান্ত নিলেন মেলবোর্ন স্টার্সের ওয়ার্ন। বিগ ব্যাশ থেকে অবসরে ওয়ার্ন সমস্ত ধরনের ক্রিকেটেই বিদায় জানালেন। “আমার মতে এই সময়টাই ঠিক অবসর নেওয়ার জন্য। সারা জীবন ক্রিকেটকে ভালবেসেছি। এ বার কাজ শুধু ক্রিকেট দেখে যাওয়া,” বলেছেন ওয়ার্ন।

পূজারা ছ’য়ে
সদ্যপ্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে ছ’নম্বরে উঠে এলেন চেতেশ্বর পূজারা। প্রথম কুড়ি ব্যাটসম্যানের মধ্যে একমাত্র ভারতীয় পূজারাই। অন্য দিকে বোলারদের তালিকায় দশ নম্বরে প্রজ্ঞান ওঝা উঠে এলেও চোটের জন্য অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা জাহির খান নেমে গিয়েছেন সতেরো নম্বরে। দ্বিতীয় অ্যাসেজ টেস্টের সেরা জো রুট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ উঠে ছাব্বিশ নম্বরে রয়েছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.