টোলগের সঙ্গে জুটি আবার জমবে, আশায় পেন
ইএফএ-তে সই করেই দ্রুত রেসকোর্সের দিকে রওনা হলেন পেন ওরজি!
রেসকোর্সে তখন চলছে মহমেডানের অনুশীলন। সেখানে পৌঁছেই সবার আগে টোলগে ওজবেকে জড়িয়ে ধরলেন। সাদা-কালো জার্সি পরার জন্য নথিভুক্ত হওয়ার আগেই অবশ্য পেনের মুখ থেকে শোনা গেল,“টোলগে আর আমি ইস্টবেঙ্গলে খেলার সময় অনেক সাফল্য এনে দিয়েছিলাম, এ বার তার চেয়েও বেশি সাফল্য পেতে হবে। মনে হচ্ছে জুটিটা আবার জমবে।”
মঙ্গলবার দুপুরে আসা পেনকে দেখা গেল একেবারে নতুন সাজে। বদলে ফেলেছেন হেয়ার স্টাইল। চোখে বড় একটা চশমা। নীল জিনসের ওপর হলুদ গেঞ্জি। একটু যেন অন্যরকম। মজা করে বলছিলেন, “এ বার সব কিছুই নতুন। চুলের স্টাইল থেকে ক্লাব। পুরনো বলতে টোলগে আর আমার জুটি।”
ইয়ে দোস্তি...

ফের এক সঙ্গে সেই জুটি। তবে এ বার লাল-হলুদের বদলে সাদা-কালো জার্সি গায়ে।
মঙ্গলবার বিকেলে আইএফএ অফিসে সই সেরেই রেস কোর্সে ছুটলেন পেন।
সেখানেই শুভেচ্ছা বিনিময় অনুশীলনরত টোলগের সঙ্গে। —নিজস্ব চিত্র
নতুন কোচ আবদুল আজিজের সঙ্গে যখন দেখা হল, তখন সাদা-কালোর নাইজিরিয়ান মিডিও কিছুটা যেন নস্ট্যালজিক। চমকপ্রদ তথ্যও দিয়ে দিলেন। “নাইজিরিয়ার কাদুনাতে যখন আজিজ খেলতেন, তখন আমি অনেক ছোট। কাদুনাতেই আমরা থাকতাম সে সময়। কোচের খেলা দেখার সৌভাগ্যও আমার হয়েছিল। যখন শুনলাম সেই আজিজই আমাদের কোচ হচ্ছে, আমি খুব উচ্ছ্বসিত হয়েছিলাম।”
ভারতে এসে প্রথমে মহমেডানেই খেলা শুরু করেছিলেন পেন ওরজি। তারপর জেসিটি, ইস্টবেঙ্গল হয়ে আবার নিজের পুরনো ক্লাবে ফিরে এসেছেন। প্রথম বারের সঙ্গে এ বার পার্থক্যটা কোথায়? পেনের উত্তর, “আমি যখন মহমেডানে শুরু করেছিলাম, তখন আমাকে কেউ চিনত না। অনেক দিন এখানে আছি। আমাকে সবাই চেনে, জানে।”
টানা তিন বছর ইস্টবেঙ্গলে খেলেছেন। সাফল্যের সঙ্গে রয়েছে রাগ-অভিমানও। তবু ইস্টবেঙ্গল প্রসঙ্গ উঠলেই মুখে কুলুপ। জড়াতে চান না কোনও বিতর্কেও। “পুরনো কোনও কথাই আমার মনে নেই।” আজ বুধবার কোচ ছুটি দিয়েছেন সবাইকে। বৃহস্পতিবার থেকেই নতুন ক্লাবের জার্সিতে অভিযান শুরু পেনের। পুরো ছুটিতে আলাদা করে কোনও অনুশীলন করেননি। এখন আজিজের তত্ত্বাবধানে দ্রুত ফিট হয়ে উঠতে চান।

হারল সুব্রতর সাদার্ন
হারল সুব্রত ভট্টাচার্যের দল। আটকে গেল হোসে র‌্যামিরেজ ব্যারেটোর ক্লাবও। কলকাতা লিগে মঙ্গলবার কল্যাণীতে সুব্রত ভট্টাচার্যের সাদার্ন সমিতির সঙ্গে খেলা ছিল পুলিশ এ সি-র। যারা সদ্য এয়ারলাইন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেই পুলিশের কাছে ১-৩ গোলে হারে সাদার্ন। পাশাপাশি পিয়ারলেসের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল কার্লটন চ্যাপম্যানের ভবানীপুরকে। সই করলেও এখনও ফিট না হওয়ায় মাঠে নামেননি ব্যারেটো। শুরুতে ক্রিস্টোফারের পেনাল্টি গোলে ১-০ এগিয়ে যায় পিয়ারলেস। কিন্ত দু মিনিটের মধ্যেই নবিন হেলা গোল করে ১-১ করেন। এ দিন অবশ্য জয় পেল দুই কালীঘাট। জুয়েল ও কৃশানু দাসের গোলে কালীঘাট মিলন সংঘ ২-১ হারায় আর্মি একাদশকে। কালীঘাট ক্লাব ২-০ জেতে পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.