হার দিয়ে শুরু মোয়েসের ইনিংস |
এক বছরের মধ্যেই জীবন পাল্টে গিয়েছে তাঁর। এভার্টনের অন্তর্মুখী জীবন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহামঞ্চে উত্তরণ ঘটেছে তাঁর। স্যর অ্যলেক্স ফার্গুসনের সাতাশ বছরের সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর ঘাড়েই। তাঁকে ঘিরে অনেক প্রত্যাশা থাকলেও, ম্যান ইউ কোচ হিসাবে প্রথম ম্যাচ খুব একটা স্মরণীয় হল না ডেভিড মোয়েসের জন্য। ব্যাঙ্ককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে তাইল্যান্ড অল স্টার্সের বিরুদ্ধে প্রাক্ মরসুম ম্যাচে ১-০ হারল মোয়েসের ম্যাঞ্চেস্টার। |
চোটের কারণে রুনি ছিলেন না। আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য ছিলেন না গত মরসুমের সর্বোচ্চ গোলদাতা রবিন ফান পার্সি। তাই মাঝমাঠে ক্যারিক-ক্লেবারলি-গিগসকে রেখে তরুণ তারকা ড্যানি ওয়েলবেক-কে নিয়ে আক্রমণ সাজান মোয়েস। এ ছাড়া রক্ষণে জনি এভান্স-রিও ফার্দিনান্দকে প্রথম দলে রাখেন স্কটিশ কোচ। প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কোনও দল। কিন্ত দ্বিতীয়ার্ধের শুরুতে চমকপ্রদ ভাবে তিরাতিপ উইনোথাইয়ের গোলে ১-০ এগোয় তাইল্যান্ড। সতীথের্র সঙ্গে ওয়াল খেলে লো শটে গোল করেন উইনোথাই। পিছিয়ে পরলেও গোল করার অনেক সুযোগ পায় ম্যান ইউ। কিন্ত রুনি বা ফান পার্সির মতো বিশ্বমানের স্ট্রাইকার না থাকায় সুযোগের সদ্ব্যবহার করতে পারে না ম্যান ইউ। ম্যাচের শেষে ম্যান ইউর নতুন তারকা উইলফ্রেড জাহা দারুণ সুযোগ তৈরি করেন কার্লিং শট মেরে। কিন্তু লাভ হয়নি। ম্যাচ ১-০ শেষ হয়। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে তীব্র গরমের জন্য ম্যান ইউ হারলেও, মোয়েস যুগ শুরু হল হারের মুখ দেখেই। প্রাক মরসুমের ম্যাচ গুরুত্বপূর্ণ না হলেও, ব্রিটিশ প্রচারমাধ্যমের একটাই বার্তা ম্যান ইউর নতুন কোচের জন্য‘ওয়েলকাম টু দ্য বিগ লিগ!’ |