টুকরো খবর
২০১৫ বিশ্বকাপ উন্মোচনে আইসিসি-র আমন্ত্রণ সৌরভকে
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পোডিয়ামে তাঁকে ডাকা হয়েছিল টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং বোলারের পুরস্কার দিতে। এ বার ফের আইসিসি-র তরফ থেকে আমন্ত্রণ পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উপলক্ষ ২০১৫ বিশ্বকাপ উন্মোচন। ২০১১ বিশ্বকাপ ফাইনালের পরপরই ২০১৫ বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছিল। ২০১৫ ফেব্রুয়ারি এবং মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যুগ্ম ভাবে আয়োজিত হবে বিশ্বকাপ। যার ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হতে চলেছে ৩০ জুলাই, ওয়েলিংটনে। যে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আইসিসি-র আমন্ত্রণ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং তাঁর ঘনিষ্ঠমহলের খবর, আইসিসি-র অনুষ্ঠানে সম্ভবত থাকবেন সৌরভ। তবে ভারতীয় ক্রিকেট বা ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে নয়, সৌরভ-কে আমন্ত্রণ জানানো হয়েছে আইকন ক্রিকেটার হিসেবে। লর্ডসে আজ, বৃহস্পতিবার থেকে শুরু অ্যাসেজের দ্বিতীয় টেস্ট দেখার জন্য সৌরভকে আমন্ত্রণ জানিয়েছিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব। সৌরভ এখন লন্ডনেই। তাঁর ঘনিষ্ঠমহলের খবর, লন্ডন থেকে শহরে ফিরে তার পর নিউজিল্যান্ড যাবেন সৌরভ।

বিদেশে ট্রায়ালের ব্যবস্থা নবিদের
আইএমজি-রিলায়্যান্স পরিচালিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চুক্তিবদ্ধ নবি-নির্মল-গৌরমাঙ্গীরা আই-লিগে খেলার সুযোগ না পেলে তাঁদের বিদেশে ট্রায়াল ও ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আইএমজি-আর। মেজর লিগের ক্লাব ডি সি ইউনাইটেডে ট্রায়াল দিতে সেপ্টেম্বরেই রহিম নবি উড়ে যাচ্ছেন ওয়াশিংটনে। ইতিমধ্যেই আইএমজি কয়েকটি বিদেশি ক্লাবের সঙ্গেও কথাবার্তাও সেরে ফেলেছে। নিজেদের লিগের যে ব্লু-প্রিন্ট তৈরি করেছেন তাতে বিসিসিআইয়ের মতই খেলোয়াড়দের ‘গ্রেডেড পেমেন্টের’ ব্যবস্থা থাকছে। জাতীয় দল ও আই-লিগের সেরা ক্লাবগুলোর খেলোয়াড়দের রাখা হবে ‘এ’ গ্রেডে। বাকিদের ‘বি’ ও ‘সি’ গ্রেডে রাখা হবে। গ্রেড-এতে থাকছেন ভাইচুং, সুব্রত পাল, নবি, ইসফাক, গৌরমাঙ্গী, রেনেডি, প্রদীপ, সুশীল সিংহ, সঞ্জু, মেহরাজ, সন্দেশ, সুরকুমার, রফি, তোম্বা ও নির্মল ছেত্রী।

বোর্ডের বৈঠকে নেই শ্রীনিবাসন
আগামী ২৮ জুলাই ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক কলকাতায়। বোর্ডের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার শহরে। যে বৈঠকে যোগ দিতে আসছেন না এন শ্রীনিবাসন। তবে বোর্ডের বাকি কর্তারা বৈঠকে যোগ দিতে শহরে আসছেন। এ দিকে, ললিত মোদীর বিরুদ্ধে শৃঙ্খলারক্ষা কমিটির রিপোর্ট বোর্ডের কাছে জমা পড়েছে। কলকাতার বৈঠকেই অপসারিত আইপিএল চেয়ারম্যানের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। ডিআরএস নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে।

চেলসির রুনি-দাবি খারিজ
ওয়েন রুনি-যুদ্ধে হোসে মোরিনহো হেরে গেলেন ‘অদৃশ্য’ অ্যালেক্স ফার্গুসনের কাছে। মোয়েস নতুন ম্যান ইউ ম্যানেজার হলেও ফুটবল ডিরেক্টর ফার্গিই সর্বেসর্বা। যাঁর সঙ্গে মোরিনহোর দ্বন্দ্ব চিরদিনের। মোরিনহোর নতুন দল চেলসি এ মরসুমে রুনিকে পাওয়ার জন্য ম্যান ইউকে খোলা চিঠি দিয়েছিল। কিন্তু রুনি নিয়ে চেলসির প্রস্তাব খারিজ করে দিয়েছে ম্যাঞ্চেস্টার। যার পর মোরিনহোর মন্তব্য, “রুনির মতো ফুটবলার আমি পছন্দ করি। কিন্তু ও পুরোপুরি ইউনাইটেডের প্লেয়ার।” যা শুনে বিশেষজ্ঞদের ধারণা, ম্যান ইউ ছাড়তে চাইলেও শেষমেশ রুনি হয়তো পুরনো ক্লাবেই থেকে যাবেন।

পুরনো খবর:

পাকিস্তানের হার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৩৭ রানে হারল পাকিস্তান। প্রথম ওভারে ক্রিস গেইল ফিরে গেলেও ব্র্যাভো ভাইদের মরিয়া লড়াইয়ে ২৩২ তোলে ক্যারিবিয়ানরা। ড্যারেন ব্র্যাভো ৫৪ ও ডোয়েন ব্রাভো ৪৩ ন.আ.। জবাবে ব্যাট করতে নেমে ১৯৫ অলআউট হয়ে যায় পাকিস্তান। নাসির জামশেদ (৫৪) আর উমর আকমল (৫০) ছাড়া ভাল রান পাননি কেউ। ম্যাচের সেরা সুনীল নারিন (৪-২৬)। পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১।

ধোনির বন্ধু মারা গেলেন
মহেন্দ্র সিংহ ধোনির হেলিকপ্টার শটের স্রষ্টা ও ভারত অধিনায়কের বন্ধু সন্তোষ লাল এ দিন মারা গেলেন। প্যানক্রিয়াটাইটিস রোগে অসুস্থ ৩২ বছরের এই প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে ঝাড়খণ্ড থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। ধোনি নিজেও বন্ধুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

পুরনো খবর:

ফিজিওর পাল্টা জবাব
আসাফা পাওয়েল আর শেরন সিম্পসন ডোপ পরীক্ষায় ধরা পড়ার পর তাঁদের তোলা অভিযোগ উড়িয়ে দিলেন ফিজিও ক্রিস জুয়োরেব। সংবাদমাধ্যমে ই-মেল পাঠিয়ে ক্রিস দাবি করেছেন, আসাফা বা শেরনকে তিনি নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট দেননি। আসাফারাই হয়তো তাঁকে না জানিয়ে অন্য সাপ্লিমেন্ট নেওয়ায় পরীক্ষায় ধরা পড়েছেন। আসাফার এজেন্ট বলেন, ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পিছনে কয়েক মাস আগে আসাফাদের সঙ্গে কাজ শুরু করা ফিজিও জুয়েরেবই দায়ী। ইতালি পুলিশ আসাফা, সিম্পসন ও জুয়েরেবের বিরুদ্ধে ডোপ কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে।

পুরনো খবর:

বেকসের শো
ব্রিটেনের তরুণ-তরুণীদের খেলাধুলোর দিকে টেনে আনতে টিভি শো করছেন তারকা ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যাম। কিংবদন্তি ফুটবল তারকা ছাড়াও ব্রিটেনের অ্যাথলিট জেসিকা এনিস, স্প্রিন্টার ড্যারেন ক্যাম্পবেল, হুইলচেয়ার রাগবি ক্যাপ্টেন স্টিভ ব্রাউনের মতো তারকারা থাকবেন ব্রিটেনের এই টিভি শো ‘মাস্টারক্লাস’-এ। এই প্রসঙ্গে বেকহ্যাম বলেছেন, “আগামী দিনে আরও বেশি করে তরুণ-তরুণী যাতে সব রকমের খেলাধুলোতে আরও বেশি করে উৎসাহ পায় সেটাই আমার উদ্দেশ্য। গ্রেট অ্যাথলিট গ্রুপের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমার নিজেরও দারুণ লাগছে।”

ঘুষের দায়ে বার্নি
ঘুষ দেওয়ার দায়ে অভিযুক্ত হলেন ফর্মুলা ওয়ান বস বার্নি একলেস্টোন। ২০০৬-এ এফ ওয়ানের স্বত্ত্ব বেচাকেনার সময় একলেস্টোন জার্মান ব্যাঙ্কার জেরার্ড গ্রিবকোওস্কিকে চার কোটি চল্লিশ লক্ষ ডলার ঘুষ দেন বলে অভিযোগ। ব্রিটেনের কর ফাঁকি দিতেই তিনি নাকি ঘুষ দিয়েছিলেন। মিউনিখের পুলিশ বিরাশি বছরের মোটরস্পোর্টস কিংবদন্তির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। তবে একলেস্টোন দাবি করে এসেছেন তিনি কাউকে ঘুষ দেননি।

মস্কোতে নেই ব্লেক
হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় মস্কোর আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালেন ইয়োহান ব্লেক। একটি অলিম্পিক সোনা ও দু’টি রুপো ছাড়াও একশো মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন, তেইশ বছরের জামাইকান তারকা গত এপ্রিল থেকে চোটে ভুগছিলেন। জামাইকার ট্রায়ালেও নামতে পারেননি।

ভারতের নেতৃত্বে পঙ্কজ
অক্টোবরে দিল্লিতে স্নুকারের বিশ্ব র‌্যাঙ্কিং টুর্নামেন্ট। ভারতে এই প্রথম বসছে স্নুকারের এত বড় মাপের আসর। তিন লক্ষ পাউন্ড পুরস্কার মূল্যের এই টুর্নামেন্টে আসছেন বিশ্বের সেরারা। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন পঙ্কজ আডবাণী।

আজ শহরে টোলগে
নতুন লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার শহরে ফিরছেন টোলগে ওজবে। ২০ জুলাই থেকে সেন্ট্রাল পার্কে অনুশীলন শুরু করবে মহমেডান। পেন ওরজি আসবেন ২৩ জুলাই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.