টুকরো খবর
সুপারফ্যানে মজে ওয়েঙ্গার
আট বছরের ট্রফি খরা আর্সেনালে। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের দলের জন্য খুদে ভক্তের এত আবেগ! আবেগের পরিমাণ এতটাই যে ভিয়েতনামে প্রাক-মরসুম সফরে যাওয়া আর্সেনালের তারকাদের উৎসাহ দিতে টিম বাসের পিছনে পনেরো মিনিট ধরে প্রায় মাইল খানেক দৌড়েছে সে। হ্যানয়ে প্যাগোডা দেখতে বেরিয়েছিল ওয়েঙ্গার অ্যান্ড কোম্পানি। সেখানেই এই ঘটনা। ভিয়েতনামি ভক্তের এই আকুতি দেখে বাসের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায় আর্সেনাল ফুটবলারদের মধ্যে।

ভক্তকে সন্তুষ্ট করছেন আর্সেনাল কোচ।
কেউ কেউ ছবি তুলতেও শুরু করে দেন। কেউ কেউ আবার রসিকতা করেন, “বেশ ফিট তো! নতুন মরসুমে ওকে সই করিয়ে নিলে কেমন হয়?” শেষ পর্যন্ত আর্সেনালের জার্সি পরা এই ভক্তের ভালবাসা বিফলে যায়নি। সকলের সম্মতিতে তাকে বাসে তুলে নেওয়া হয়। তাঁর পিঠেই অটোগ্রাফ দেন আর্সেন ওয়েঙ্গার-সহ দলের সব ফুটবলাররা। স্বপ্নের নায়কদের সই এবং সাক্ষাৎ পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা ওই আর্সেনাল ফ্যান। যাকে ইতিমধ্যেই ‘রানিং ম্যান’ বলে ডাকতে শুরু করেছে আন্তর্জাতিক প্রচারমাধ্যম।

সুনীলদের জট ছাড়ানোর সভা
ক্লাব জোটের সঙ্গে ফুটবল আই পি এলের বিরোধ মেটানোর সভায় থাকবেন ফেডারেশন কর্তারা। তবে সেটা সূত্রধরের ভূমিকায়। ফেডারেশন সচিব কুশল দাশ দিল্লি থেকে ফোনে বলেন, “সামনের সপ্তাহে মুম্বইয়ে ওই সভা হতে পারে বলে শুনছি। স্পনসররা ডাকলে আমি যাব। তবে ফুটবলার ছাড়া নিয়ে সমস্যা মেটাতে হবে আইএমজি-রিলায়ান্সকেই।” সুনীল ছেত্রী, রহিম নবি, গৌরমাঙ্গী সিংহ, নির্মল ছেত্রীরা ইতিমধ্যেই সই করে দিয়েছেন আই পি এলে। কিন্তু তাঁদের ক্লাবে সই করতে দেওয়া হবে না জানিয়ে দিয়েছে ক্লাব জোট। ফলে প্রশ্ন উঠেছে, তিন মাস আই পি এল খেলার পর বাকি নয় মাস সুনীল-নবিরা কী করবেন? সেই জট ছাড়াতেই সভা। বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলে একটি ফর্মুলা তৈরির চেষ্টা চালাচ্ছেন আই এম জি-র লোকজন। এ দিকে আই লিগে পৈলান অ্যারোজের খেলার সম্ভাবনা উজ্জ্বল বলে জানিয়েছেন ফেডারেশন সচিব।

আসাফাদের বিরুদ্ধে তদন্ত
ডোপ কেলেঙ্কারিতে জড়ানো জামাইকান স্প্রিন্টার আসাফা পাওয়েল আর শ্যারন সিম্পসন ও তাঁদের ফিজিওথেরাপিস্ট-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ। আগামী মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে ইতালিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন আসাফারা। দুই অ্যাথলিটই তাঁদের নতুন ফিজিওকেই দায়ী করেছেন ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য, এমনটাই জানিয়েছেন আসাফার এজেন্ট। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে ফিজিও ক্রিস জুয়েরেবের দেওয়া ফুড সাপ্লিমেন্টস থেকেই নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে আসাফাদের নমুনায়। রবিবার মার্কিন অ্যাথলিট টাইসন গে পৃথক ডোপ পরীক্ষায় ধরা পড়ার পর অলিম্পিকে সোনাজয়ী জামাইকার এই দুই অ্যাথলিটও একই কাণ্ডে জড়িয়ে যাওয়ায় বিশ্ব অ্যাথলেটিক্সে বিতর্কের ঝড় উঠেছে।

পুরনো খবর:

অ্যাসেজে সাত ভুল
প্রথম অ্যাসেজ টেস্টে সাতটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা স্বীকার করল আইসিসি। এর মধ্যে চারটি সিদ্ধান্ত ডিআরএসের ফলে সঠিক করা গেলেও তিনটি সিদ্ধান্ত ভুলই থেকে যায়। পাশাপাশি আরও জানানো হয়েছে আম্পায়াররা ট্রেন্টব্রিজে মোট ৭২টি সিদ্ধান্ত নিয়েছেন। যা একটি ডিআরএস টেস্টের আম্পায়ারদের ম্যাচপিছু গড় সিদ্ধান্ত (৪৯)-এর চেয়ে অনেক বেশি। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেন, “কঠিন পরিস্থিতিতে ভাল কাজ করেছেন আম্পায়াররা। এই বিশ্লেষণে আম্পায়ার দার, ধর্মসেনা আর এরাসমাসের দক্ষতাই প্রতিফলিত হয়েছে। তবে প্লেয়ারদের মতো আম্পায়ারদেরও খারাপ-ভাল দিন থাকে। ভুল হোক বা ঠিক আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।”

স্পনসর এল
ময়দানের বড়-ছোট অনেক ক্লাব স্পনসর না পেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার ক্লাব কালীঘাট এমএস স্পনসর হিসেবে ঘোষণা করল জার্মানির এক তালা কোম্পানির নাম। গত মরসুমে টাকার অভাবে ফুটবলারদের বেতন দিতে পারেনি কালীঘাট। এ বার এখনও সে ভাবে দলই গড়তে পারেনি কালীঘাট। তবে স্পনসর পেয়ে যাওয়ায় ফুটবলারদের বকেয়া বেতন মেটানোর পাশাপাশি এ বার ভাল দল গড়ার প্রতিশ্রুতি দিলেন কর্তারা। এ দিন কালীঘাট এমএসের জার্সিও উদ্বোধন করা হয়।

২৬ ঘণ্টা ব্যাটিং
টানা ২৬ ঘণ্টা ব্যাটিং করে সাড়া ফেলে দিয়েছেন ইংল্যান্ডের অ্যালবি শেল। গিনেস বুকে নাম তোলার পাশাপাশি ২২ বছর বয়সি শেলের এই প্রয়াস এক স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করার জন্য। এর আগে ২৫ ঘণ্টা এক নাগাড়ে ব্যাটিং করে বিশ্বরেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার জেড চাইল্ড-এর। গিনেস বুক নিশ্চিত করলেই শেল সেই রেকর্ড ভেঙে দেবেন।

আজ ফালোপার ইনিংস শুরু
ইস্টবেঙ্গলের নতুন কোচ মার্কোস ফালোপা আজ বুধবার লাল-হলুদে ইনিংস শুরু করছেন। তাঁর ছেলে আমেরিকো-ই দলের গোলকিপার কোচ কাম ফিজিও। প্রথম অনুশীলনে সুয়েকা ছাড়া বাকি তিন বিদেশিকে পাবেন না ফালোপা। চিডি, মোগা, ওপারারা শহরে পৌঁছননি। ক্লাব তাঁদের ভিসার কাগজ পাঠিয়েছে। প্রথম অনুশীলনের সিলেবাসে থাকছে ফিজিক্যাল ট্রেনিং এবং প্লেয়ারদের মেডিক্যাল টেস্ট।

লাজুক মারে
উইম্বলডন জেতার পর বিজয়ীর পুরস্কার অর্থ থেকে লজ্জায় পড়ে গিয়েছেন অ্যান্ডি মারে। ২০১৩ উইম্বলডন চ্যাম্পিয়ন প্রায় সাড়ে ১৪ কোটি টাকা পাওয়ার পর বলেন, “একটা টেনিস টুর্নামেন্ট জিতে এত অর্থ পাওয়াটা হাস্যকর।” স্কটিশ তারকা লোভনীয় ব্যবসায়ীক চুক্তির জালে জড়িয়ে ফোকাস নষ্ট করবেন না। আগামী মাসে টানা দ্বিতীয় ইউএস ওপেন খেতাব জয়ের চ্যালেঞ্জে নামার আগে বিশ্বের দু’নম্বর বলেন, “চেষ্টা করব পরের গ্র্যান্ড স্ল্যামটাও জেতার।”

ফাব্রেগাস বার্সায়
জোর ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বার্সেলোনার মিডফিল্ডার সেস ফাব্রেগাস-এর জন্য ২৬ মিলিয়ন পাউন্ডের ঝুলি নিয়ে অপেক্ষা করলেও ডেভিড মোয়েসদের হতাশ করে তিনি ন্যু কাম্প না ছাড়ার সিদ্ধান্ত নিলেন। বার্সার বস টিটো ভিলানোভা এই ঘোষণা করে জানান, “ফাব্রেগাসের সঙ্গে কথা হয়েছে। ওর কাছে অন্য ক্লাব থেকে প্রস্তাব আছে। তবে বার্সাতে ও খুশি। তাই ওর ক্লাব ছাড়ার কোনও চান্স নেই।”

আইবিএলে সহারা
আইপিএল থেকে টিম তুলে নিলেও আইবিএলে নতুন টিম কিনল সহারা ইন্ডিয়া পরিবার। প্রথম ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে অংশ নেওয়া ছ’টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লখনউ টিম কিনল সহারা। লখনউ ছাড়া অন্য পাঁচটি টিম মুম্বই, পুণে, হায়দরাবাদ, দিল্লি, বেঙ্গালুরু। টুর্নামেন্ট শুরু ১৪ অগস্ট।

আর্সেনালের ফুটবলার
আর্সেনালে খেলা জন জনসন-কে সই করাল আই লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি জেএসডব্লিউ। ইপিএলে খেলা জন বলেছেন, “আই লিগ নিয়ে খোঁজ খবর নেওয়ার পরই সই করেছি।” জন ছাড়া কেনিয়ার ডিফেন্ডার ওসানোকে সই করিয়েছে বেঙ্গালুরুর ক্লাবটি। শেষ মরসুমে ওসানো খেলেছেন এএফসি উইম্বলডনের হয়ে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.