টুকরো খবর
মোহনবাগানকে ১৮ গোল
ফেডারেশনের অনুর্ধ্ব-১৫ দল ১৮ গোল দিল মোহনবাগানের অনুর্ধ্ব-১৮ ‘গোলজ প্রজেক্টে’র দলকে। অনুর্ধ্ব-১৬ সাফ কাপের প্রস্তুতি হিসেবে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচেই প্রথমার্ধে ৯ গোল করে ফেডারেশনের দলটি। দ্বিতীয়ার্ধে বাকি ৯টি গোল হয়। উল্টো দিকে মোহনবাগান গোলের মুখই খুলতে পারেনি। ২০ জুলাই থেকে নেপালে অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে।

শুটিংয়ে সোনা
জুনিয়র জাতীয় শুটিংয়ে একাধিক সোনাজয়ী প্রতিভাবান ভারতীয় শুটার কিনান চেনাই সিঙ্গাপুর ওপেন শুটিংয়ে সোনা জিতলেন। ২০০৮ কমনওয়েলথ যুব গেমসে সোনাজয়ী ২২ বছর বয়সি চেন্নাইয়ের শুটার সিঙ্গাপুরে ট্র্যাপ ইভেন্টে চূড়ান্ত রাউন্ডে ১০ স্কোর করে তিন পয়েন্টে ছিটকে দেন স্থানীয় শুটার জাইন আমাতকে। সাত স্কোর করেন আমাত ফাইনাল রাউন্ডে। ১২১ স্কোর করে সেমিফাইনালে ওঠেন কিনান। ১৫-র মধ্যে ১৪ স্কোর করে ওঠেন ফাইনালে। ভাল সাঁতারু হিসেবেও নাম রয়েছে কিনানের।

প্রয়াত বারিদবরণ
বার্ধক্যজনিত কারণে রবিবার আশি বছর বয়সে মারা গেলেন সিএবি-র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বারিদবরণ সরকার। ময়দানের গ্রিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি। নানাবিধ খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

ক্রুদ্ধ গিলক্রিস্ট
তাঁর টুইটার অ্যাকাউন্টই নেই। অথচ অ্যাসেজে প্রথম টেস্টে স্টুয়ার্ট ব্রডের বিতর্কিত ক্যাচ নিয়ে তাঁর টুইট নিয়ে ঝড় বয়ে গিয়েছে। এতে ব্যাপক ক্রুদ্ধ অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তড়িঘড়ি জানিয়ে দেন, “আমার নামে নকল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম টেস্টে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ নিয়ে মন্তব্য করা হচ্ছে এটা আমার নজরে এসেছে। সোশাল মিডিয়ার গুরুত্বের কথা মাথায় রেখেই বলছি, আমি টুইটারে নেই আর এই বিষয়ে কোনও মন্তব্য করিনি।” গিলির নকল অ্যাকাউন্টের টুইট ছিল, “অনেকে বলেন আম্পায়ারের উপর ভরসা করতে। আমি বলি, না নিজের সততার উপর বিশ্বাস রাখো। পমস (স্টুয়ার্ট ব্রড)-এর জন্য হতাশ। যদি আউট হয়ে থাকো-তা হলে মাঠ ছেড়ে হাঁটা লাগাও।” নিজের কেরিয়ারে গিলি বিখ্যাত হন আম্পায়ারের সিদ্ধান্তের পরোয়া না করে আউট মনে হলে তাঁর ‘ওয়াক’ এর জন্য।

ধোনির মতো
প্রাক্তন, বর্তমান সব ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত অধিনায়কের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ। এ বার মহেন্দ্র সিংহ ধোনিকে প্রশংসায় ভাসালেন জুনিয়র টিমের ক্যাপ্টেন। সদ্য অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ জয়ী ভারতের অনূর্ধ্ব ১৯ টিমের ক্যাপ্টেন বিজয় জোল বলেন, “আমি ধোনির মানসিকতার ফ্যান। যদি ধোনির অর্ধেকও কখনও হতে পারি, আমার পক্ষে সেটাই যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজে ফাইনালে এমএসডি যে ভাবে খেলেছেন, সেটা প্রত্যেক অধিনায়কের শেখার।”

মানার রেকর্ড
তিন দিনে দু’বার স্ট্যান্ডিং ওভেশন। মানা পটেলকে রোখা যাচ্ছে না। জুনিয়র জাতীয় সাঁতারে গুজরাতের ১৩ বছর বয়সি সাঁতারু ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর এ বার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। হায়দরাবাদের গাচ্চিবৌলি স্পোর্টস কমপ্লেক্সে মানা শুক্রবার কাব্য ভান্ডেকরের চার বছরের পুরনো জাতীয় রেকর্ড (৩২.২৮ সেকেন্ড) ভেঙে দেন (৩০.৭৪ সেকেন্ড)। সিনিয়র জাতীয় সাঁতারের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের রেকর্ডও (২০০৯-এ ফারিয়া জামান ৩১.২২ সেকেন্ড) একই সঙ্গে ভেঙে দিয়েছেন মানা। এর আগে ১০০ মিটার ব্রেস্ট্রস্ট্রোকেও ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙেন মানা। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত দুটো সোনা জেতার পরই মানাকে ২০১৪ এশিয়ান গেমসের দলে সুযোগ দেওয়ার কথাও ভাবা শুরু হয়ে গিয়েছে।

হারল ম্যান সিটি
ডেভিড মোয়েসের মতো তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশি ম্যাঞ্চেস্টার সিটির নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও হার দিয়ে শুরু করলেন। প্রাক্ মরসুম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়া শহরে সুপারস্পোর্ট ইউনাইটেডের কাছে ০-২ হারল সিটি। নিজের প্রথম ম্যাচে মাঝমাঠে নতুন সই করা ফার্নান্দিনহোকে রেখে নাসরি,জেকো-কে নিয়ে আক্রমণ সাজান পেলেগ্রিনি। অনেক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোল করতে পারেনি ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে চমকপ্রদ ভাবে নিয়াং-এর গোলে ১-০ এগিয়ে যায় সুপারস্পোর্ট। ইয়াইয়া তোরে, মিলনারের মতো অভিজ্ঞ ফুটবলার পরিবর্তে নেমেও সমতা ফেরাতে ব্যর্থ হন। যার সুযোগ নিয়ে ৮২ মিনিটে এরাসমাস গোল করে ২-০ করেন। শেষের দিকে ম্যান সিটি বল দখলে দাপট বজায় রাখলেও ম্যাচ ২-০ শেষ হয়।

বিশ্বজয়ী ফ্রান্স
সাম্প্রতিক কালে বিশ্বফুটবলের মঞ্চে অনেক ব্যর্থতার সম্মুখীন হলেও, ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে ৪-১ হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ফ্রান্স। জুভেন্তাসের নতুন তারকা পওল পগবা ও আর্সেনালে নতুন সই করা ইয়াইয়া সানোগো ফ্রান্সের দলে থাকলেও, প্রথমার্ধে গোল করতে পারেননি তরুণ তারকারা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবি পাল্টায়নি। বরং খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিট পরেও গোল না হওয়ায় টাইব্রেকার যায় ম্যাচ। পেনাল্টিতে নিজেদের দাপটের নজির রাখে ফ্রান্স। একটা স্পট-কিক ছাড়া বাকি সব মিস করে উরুগুয়ে। দিমিত্রি ফলকিয়ারের গোলে ১৯৯৯ সালে স্পেনের পরে ফের বিশ্বকাপ উঠল আর এক ইউরোপিয়ান দেশের হাতে। ইতিহাস গড়ে ফ্রান্স কোচ পিয়েরে মানকাউস্কি বলেন, “ভাবতে পারছি না বিশ্বকাপ জিতেছি। এই রাত কোনও দিন ভুলব না।”

ডোপ কেলেঙ্কারিতে টাইসন গে
বড় ধাক্কা আমেরিকার অ্যাথলেটিক্স মহলে। ২০০৭ ট্রিপল বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন গে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। আগামী মাসে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এই কারণে নামও তুলে নিচ্ছেন গে। চলতি বছরে ১৬ মে ডোপ পরীক্ষার জন্য তাঁর যে নমুনা নেওয়া হয়েছিল তাতে নিষিদ্ধ ড্রাগ পেয়েছে মার্কিন ডোপ বিরোধী সংস্থা। তাঁর ‘বি’ নমুনা দ্রুত পরীক্ষা করা হবে। ঠিক কোন নিষিদ্ধ ড্রাগ তাঁর নমুনায় পাওয়া গিয়েছে তা জানাননি গে। তবে কেউ তাঁকে ঠকিয়েছেন বলে দাবি লন্ডন অলিম্পিকে ৪ x ১০০ মিটার রিলেতে রুপোজয়ী অ্যাথলিটের।

অন্য খেলা
• টিটাগড় টাটাগেট আনন্দতীর্থ স্পোর্টিং ক্লাবের দু’দিনের নৈশালোক ফুটবল ২০-২১ জুলাই।

• ইন্ডিয়ান অয়েল-সিএলটি টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ২৭-৩০ জুলাই অবন মহলে। তিনশোর বেশি খুদে প্রতিযোগী অংশ নেবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.