এশিয়ান অ্যাথলেটিক্স মিটে রুপো জয়ী আশা রায়কে ইংল্যান্ডে ট্রেনিং দিতে চান তাঁর কোচ তরুণ সাহা। বুধবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানে সফল এই সাই কোচ বললেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লিখেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচু জায়গায় আশাদের ট্রেনিং দরকার।”
এ দিন আশা-সহ মিটে যোগ দেওয়া বাংলার বাকি অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়, প্রিয়াঙ্কা মণ্ডল ও মল্লিকা মণ্ডলকে সংবর্ধিত করা হল রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার পক্ষ থেকে। দেওয়া হয় আর্থিক পুরস্কার। কিন্তু অভিনব, চার অ্যাথলিটের পাশাপাশি তাঁদের কোচ ও বাবা-মায়ের হাতেও তুলে দেওয়া হয় উপহার। |
বাবা-মা’র সঙ্গে আশা। রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার দেওয়া সংবর্ধনায়। |
বর্তমান কোচ ছাড়াও আশার ছোটবেলার কোচ প্রবীর চন্দ, সুস্মিতার কোচ কুন্তল রায়, প্রিয়াঙ্কার কোচ সুভাষ সরকার, মল্লিকার কোচ সুশান্ত সিংহ স্বীকৃতি পেয়ে আপ্লুত। আশা বললেন, “আমার পরের লক্ষ্য কমনওয়েলথ গেমস এবং এশিয়াড।” বিদেশে ট্রেনিং না নিলে সাফল্য পাবেন? আশা বললেন, “সেটা কোচ জানেন। আরও পরিশ্রম করতে হবে।” পুরসভা নির্বাচনীবিধি থাকায় অনুষ্ঠানে আসেননি ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। পরে বললেন, “চেক তৈরি। কিন্তু নির্বাচন চলছে। এখন দিলে সমস্যা হতে পারে। ৩০ জুলাই আশার সঙ্গে সুস্মিতা-মল্লিকাদেরও সংবর্ধনা দেওয়ার ইচ্ছে আছে রাজ্য সরকারের।”
|