ফের টোলগে কেলেঙ্কারি ময়দানে। চুক্তি বিতর্কে এ বার আই লিগে খেলা বাংলারই নামী ফুটবলার তিনি। শঙ্কর ওঁরাও।
ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এ মরসুমে তিনি সই করেছেন মোহনবাগানে। শুধু তাই নয়, দু’দিন ধরে সন্দীপ নন্দীদের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। অথচ ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য দাবি করছেন, “শঙ্করের সঙ্গে আমাদের এ মরসুমে চুক্তি রয়েছে।” স্বভাবতই এ বার শঙ্করকে নিয়ে মোহনবাগান আর ইউনাইটেড স্পোর্টসের মধ্যে বিরোধ চাড়া দিচ্ছে। টোলগে নিয়ে গত মরসুমে মোহন-ইস্টে যেমন লেগেছিল।
বুধবার দু’বেলা অনুশীলন করে মোহনবাগান। সকালে ইডেনের জিমে গিয়ে গা ঘামান ফুটবলাররা। বিকেলে নিজেদের মাঠে অনুশীলন করেন রোয়িলসনরা। কোনও অনুশীলনেই আসেননি শঙ্কর। খোঁজ করা হলে ক্লাবের তরফ থেকে প্রথমে জানানো হয়, শঙ্কর অসুস্থ। তাই অনুশীলনে আসতে পারেননি। পরে সচিব অঞ্জন মিত্র বলেন, “শঙ্করের সঙ্গে ইউনাইটেড স্পোর্টসের চুক্তি আছে কি না আমরা জানি না। ও আমাদের কিছু জানায়নি।” সঙ্গে তিনি যোগ করেন, ‘‘যে ক্লাব টাকা দিতে পারছে না, সেই ক্লাব ছেড়ে যদি কেউ বেরিয়ে আসতে চায়, তাতে কোনও অন্যায় নেই। শঙ্কর আমাদের অ্যাকাডেমির ছেলে। ওর পাশে আমরা সব সময় আছি।”
কিন্তু এক ক্লাবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও সেখান থেকে ‘রিলিজ অর্ডার’ না নিয়ে অন্য কোনও ক্লাবে সই করার নিয়ম কি ফুটবলের আইনে রয়েছে? এই প্রশ্ন ময়দানের। ইউনাইটেড কর্তা নবাব বললেন, “শঙ্কর যেটা করেছে সেটা অন্যায়। মোহনবাগানও কিছু জানায়নি। তবে আমরা কোনও ফুটবলারের জীবন নষ্ট করতে চাই না। শঙ্কর ক্ষমা চেয়ে চিঠি দিক, আমরা ভেবে দেখব।” এর মধ্যেই বিশ্বজিৎ সাহাকে ছেড়ে দিল মোহনবাগান।
|