যুক্তরাষ্ট্র বিরোধী দুই বামপন্থী রাষ্ট্রনেতার ঘনিষ্ঠ হওয়ার মূল্য চোকাতে হল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তিকে! ফিদেল কাস্ত্রো ও উগো চাভেজের বন্ধু দিয়েগো মারাদোনাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিল না বারাক হুসেন ওবামার প্রশাসন।
নাতি বেঞ্জামিনকে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড দেখাবেন বলে সপরিবারে আমেরিকা যাওয়া ঠিক করে ফেলেছিলেন মারাদোনা। ম্যাঞ্চেস্টার সিটি তারকা সের্জিও আগেরো ও নিজের ছোট মেয়ে জিয়ানিনার চার বছরের ছেলে বেঞ্জামিনের জন্য ছুটিটা অনেক উৎসাহ নিয়ে সাজিয়েছিলেন দাদু। বড় মেয়ে দালমা ছাড়াও ডিজনি ওয়ার্ল্ডে বাহান্ন বছরের মারাদোনার সঙ্গী হওয়ার কথা ছিল তাঁর সাম্প্রতিকতম বান্ধবী, সদ্য তেইশে পড়া ফুটবলার রোসিও অলিভার। মঙ্গলবার রাতে মারাদোনা রীতিমতো ধুমধামের সঙ্গে যাঁর জন্মদিন পালন করেন। যার পরের দিনই তাঁর সব পরিকল্পনা এক ধাক্কায় ভেস্তে গেল ভিসা মঞ্জুর না হওয়ায়।
|
মারাদোনা ইদানীং দুবাইবাসী। সেখানকার ফুটবল অ্যাকাডেমির দায়িত্বে থাকার পাশাপাশি দুবাইয়ের সাম্মানিক ক্রীড়াদূতও। দুবাইয়ের মার্কিন দূতাবাসে ভিসার আবেদন জানাতে মারাদোনা নিজে গিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভিসা মঞ্জুর হয়নি। একটি সূত্রে সাফ জানানো হয়েছে, মার্কিন মুলুকে মারাদোনাকে এই প্রবেশাধিকার না দেওয়ার পিছনে আসল কারণ একটাই। আর সেটা রাজনৈতিক।
ওই সূত্রের কথায়, “কাস্ত্রো আর চাভেজের মতো আমেরিকার শত্রুদের সঙ্গে মারাদোনার বন্ধুত্বটা হোয়াইট হাউস কখনওই ভাল চোখে দেখেনি। এর আগেও মারাদোনাকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি এই কারণে।” এ বারের ভিসা না মঞ্জুর হওয়াটা অবশ্য মারাদোনাকে অনেক বেশি বিঁধছে বলে তাঁর ঘনিষ্ঠমহলের দাবি। এক ঘনিষ্ঠের কথায়, “আগেরো এবং জিয়ানিনার বিয়ে ভেঙে যাওয়ার পর নাতিকে একটা দারুণ ছুটি উপহার দিতে চেয়েছিলেন মারাদোনা।”
কিন্তু রূপকথার রাজ্য ডিজনি ওয়ার্ল্ডে রূপকথার ছুটির স্বপ্নটা চুরমার হয়ে গেল ভিসার ফেরে! |