সদ্যোজাতের ডিএনএ পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ন্যাশনাল মেডিক্যালে শৌচাগারের ভ্যাট থেকে উদ্ধার হওয়া সদ্যোজাতর ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ১৩ জুলাই ন্যাশনালের নার্সারি থেকে ৯ দিনের শিশুটি নিখোঁজ হয়। পুলিশি জেরায় শিশুটির মা অঞ্জুম বেগম স্বীকার করেন, তিনি-ই সদ্যোজাতকে দুধ খাওয়ানোর ছুতোয় ভ্যাটে ফেলে দিয়ে এসেছেন। দেড় ঘণ্টা পরে শিশুটিকে উদ্ধার করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির ওজন ছিল ৯০০ গ্রাম। অঞ্জুম বেগম সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও শিশুটি এখনও ভর্তি। অঞ্জুমের স্বামী শেখ মোজাহর রোজ তাকে দেখতে আসছেন। সুপার পার্থ প্রধান বলেন, “অঞ্জুম বেগম শিশুটিকে ভ্যাটে ফেলার আগে তাঁর ও শিশুর হাতের হাসপাতালের নম্বরের ট্যাগটি খুলে ফেলেন। ফলে আইনত শিশুটি পরিচয়বিহীন হয়ে যায়। এখন আবার বাচ্চা বাবা-মায়ের হাতে তুলে দিতে হলে ওই পরীক্ষা করাতে হবে।” পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে শিশু নিখোঁজের ডায়েরি হয়েছিল। ভ্যাট থেকে মেলা শিশুটিই যে সে, তা প্রমাণে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। শেখ মোজাহরের বক্তব্য, “আমার স্ত্রী মানসিক ভাবে বিধ্বস্ত, তাই এমন ভুল করেছে। সকাল-সন্ধে পুলিশের কাছে যাচ্ছি যাতে বাচ্চা আমার হাতে দেওয়া হয়। কিন্তু কেন ডিএনএ পরীক্ষা করতে হবে, বুঝতে পারছি না।”
পুরনো খবর: সদ্যোজাত শিশু উদ্ধার শৌচাগার থেকে
|
অন্তঃসত্ত্বাদের জন্য নতুন স্বাস্থ্য প্রকল্প
সংবাদসংস্থা • জয়পুর |
সারা দেশের অন্তঃসত্ত্বা মহিলাদের বিনামূল্যে চিকিৎসার জন্য নতুন স্বাস্থ্যকেন্দ্র খোলার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। জননী সুরক্ষা যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করছে বলে মঙ্গলবার জানান তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সন্তান প্রসব পর্যন্ত সব রকমের প্রয়োজনীয় চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। |