হাসপাতালে সদ্যোজাত শিশু চুরির অভিযোগ ওঠার দেড় ঘণ্টার মধ্যে শৌচাগারের ভ্যাটে তাকে উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, ওই শিশুপুত্রটিকে তিনি নিজেই ফেলে দিয়েছিলেন বলে তার মা শেষ পর্যন্ত স্বীকার করেছেন। কেন ঘটল এমন ঘটনা? ডিসি (ইএসডি) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই প্রসূতি অঞ্জুম বেগম পুলিশের কাছে সব স্বীকার করেছেন। তিনি জানান, তাঁর নিজের শরীরের অবস্থা ভাল নয়। শিশুটিও রুগণ। তিনি ভেবেছিলেন, শিশুটিকে ঠিকঠাক যত্ন করতে পারবেন না। শেষপর্যন্ত শিশুটি মারা যাবে। তাই ভয়ের চোটে তাকে ভ্যাটে ফেলে আসেন।” তবে শিশুটিকে চুপিসারে ফেলে দেওয়ার পিছনে অন্য কোনও উদ্দেশ্য বা কোনও শিশু পাচার-চক্র আছে কি না পুলিশ তা-ও খতিয়ে দেখছে। মা ও শিশু দু’জনকে ওই হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা ভাল নেই।
|
কেউ তারিখ পেয়েছিলেন এক মাস আগে, কেউ দেড় মাস। হাসপাতালে এসে দেখেন, যার জন্য অপেক্ষা সেই ‘ট্রেড মিল টেস্ট’ (টিএমটি) যন্ত্রই খারাপ। এসএসকেএম হাসপাতালে শনিবার এই ঘটনায় প্রশ্ন ওঠে, এমন হাসপাতালে কেন একটি মাত্র টিএমটি যন্ত্র থাকবে? শেষে সোম ও মঙ্গলবার ওই রোগীদের পরবর্তী তারিখ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। |