টুকরো খবর |
ধর্ষণের নালিশ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত সোহেল রানা ধুবুলিয়ার সোনাতলা এলাকার বাসিন্দা। পুলিশ ও পারিবারিক সূত্রের খবর, ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিল একাদশ শ্রেণির ছাত্র সোহেল রানা। অভিযোগ, সোমবার পড়ার শেষে অন্যান্য পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সোহেল। বাড়ি ফিরে ছাত্রীটি বাড়ির লোককে অত্যাচারের কথা জানায়। কৃষ্ণনগর সদর হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। ঘটনার দিন রাতেই শিশুটির পরিবারের তরফে ধুবুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। অন্য দিকে, দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ প্রতিবেশী একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে। ধৃত রাহুল রুদ্রের বাড়ি চাপড়ার বড় আন্দুলিয়ায়। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশের ঝোপে টেনে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সোমবার শিশুটির বাড়ির লোকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
|
সিপিএম-কংগ্রেস সংঘর্ষ, জখম
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ভোটের মুখে সিপিএম-কংগ্রেস সংঘর্ষে জখম হন দুজন। সোমবার রাতে লালগোলা থানার আইড়মারি পঞ্চায়েতের ভগবানপুর মোড়ে বোমাবাজি হয় বলে অভিযোগ। বোমার আঘাতে মহমম্দ হাফিজ রশিদ ও আখতার শেখ নামে সিপিএমের দুজন সমর্থক গুরুতর জখম হন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ, মুর্শিদাবাদ) মৃণাল মজুমদার বলেন, “ওই ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে।” লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি মহম্মদ সুজাউদ্দিন বলেন, “বচসা থেকে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে। বিবাদের জেরে দু’পক্ষই একে-অপরকে লক্ষ করে বোমা ছোড়ে। ওই বোমার আঘাতে কংগ্রেসেরও এক জন সমর্থক জখম হন।” লালগোলা জোনাল কমিটির সদস্য তথা লালগোলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সাজাহান আলি বলেন, “আমাদের কর্মী-সমর্থকরা ওই সন্ধ্যায় ইফতার করছিল। সেই সময়ে কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা পিছন থেকে বোমা ছোড়ে। আমাদের দু’জন সমর্থক গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
|
প্রার্থীকে মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সিপিএম ও তৃণমূলের মধ্যে ঝামেলায় উত্তেজনা ছড়াল কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর এলাকায়। শাসকদলের অভিযোগ, তাদের প্রার্থী তথা বিদায়ী প্রধান তাপস সিংহরায়কে সোমবার রাতে মারধর করা হয়। ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে। তাপসবাবু বলেন, “গোবিন্দপুর মুসলিমপাড়ার মোড়ে আমার গাড়ি ঘিরে ফেলে সিপিএমের লোকজন। গাড়ি থেকে নামতে না চাওয়ায় আমাকে মারধর করা হয়। গাড়ির কাচও ভাঙা হয়েছে। সিপিএম প্রার্থী নিজে আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করেছে।” অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের কৃষ্ণগঞ্জ জোনাল কমিটির সম্পাদক সুপ্রভাত দাসের দাবি, “আমাদের প্রার্থীকে তাপস সিংহরায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। তখন জনগনই প্রতিরোধ করে।” দু’পক্ষই কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করেছে।
|
বিরোধীদের তোপ শতাব্দীর
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
শ্যামপুরে শতাব্দী।— নিজস্ব চিত্র। |
পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল সাংসদ শতাব্দী রায় মঙ্গলবার কৃষ্ণনগরের শ্যামপুরে যান। তিনি বলেন, “সরকারকে হেনস্থা করার জন্যই নিজেদের দখলে থাকা পঞ্চায়েতগুলিতে কোনও উন্নয়ন করেনি বিরোধীরা।” তাঁর অভিযোগ, আমাদের দেওয়া অ্যাম্বুল্যান্সগুলি বিরোধী দলের প্রধানরা জনগণের কাজে ব্যবহার না করে বাড়ির সামনে ফেলে রেখেছিল। আর শালির বিয়ের বাজার করার কাজে ব্যবহার করা হয়েছিল সেগুলি। অভিনেত্রী সাংসদ জনগনের উদ্দেশে বলেন, “পরিবর্তন এক দিনে হয় না। সময় লাগে। পরিবর্তন মানে কিছু করার চেষ্টা। সরকারের দু’বছরের সময়কালে তা শুরু হয়েছে। সরকারের বয়স বাড়লে আরও কাজ হবে।”
|
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • সংবাদদাতা |
স্কুলের মধ্যে সপ্তম শ্রেণির দুই পড়ুয়ার মধ্যে গণ্ডগোল বেধেছিল। অভিযোগ, বিবাদমান এক ছাত্রের অভিভাবক মঙ্গলবার স্কুলে এসে অন্য পড়ুয়াকে পেটায়। প্রহৃত ছাত্রের অভিভাবকের তরফে এ ব্যাপারে ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সোমবার বেঞ্চে বসা নিয়ে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের দুই ছাত্রের মধ্যে মারামারি হয়। স্কুলের প্রধান শিক্ষক নুর মহম্মদ খান বলেন, “ওই অভিভাবক যা করেছেন তা নিন্দনীয়। শিক্ষকরা না ঠেকালে বড় কিছু ঘটতে পারত।”
|
খালাসিকে খুন করে লরি ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
খালাসিকে খুন করে লরি ছিনতাই করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। মৃতের নাম লালন মণ্ডল (২২)। বাড়ি রেজিনগর থানার তকিপুরে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে। ওই ঘটনায় লরির চালক আলাউদ্দিন মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই লরির চালকের কথায় পুলিশের সন্দেহ তৈরি হয়েছে। ফলে তাকে আটক করে জেরা চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।”
|
বরাদ্দ নিয়ে রাজ্যকে বিঁধলেন দীপা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পঞ্চায়েত ভোটের প্রচারে মঙ্গলবার বিকেলে নদিয়ার পায়রাডাঙায় যান কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি। সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে দীপাদেবী বলেন, “সারদা প্রশ্নে রাজ্য সরকার সিবিআই তদন্ত চাইছে না। কারণ স্পষ্ট। তদন্ত হলেই শাসক দলের অনেক নেতা-মন্ত্রীই ফেঁসে যাবেন।” তিনি জানান, রাজ্য সরকার দাবি করছে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না। অথচ বাস্তব হল কেন্দ্র বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে প্রচুর টাকা দিচ্ছে। রাজ্য সেই টাকায় উন্নয়নের পরিবর্তে উৎসব করছে।
|
খুন যুবক |
জমি নিয়ে গণ্ডগোলের জেরে খুন হলেন এক যুবক। মঙ্গলবার বিকালে ডোমকলের বর্তনাবাদের এই ঘটনায় মৃতের নাম মিজারুল মণ্ডল (৪০)। তিনি এলাকারই বাসিন্দা পুলিশ জানিয়েছে, ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। |
|