ক্যাম্পাস থেকে |
দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। গাঁ-গঞ্জের ছাত্র-যুবরা ঠিক কী ভাবে দেখছে এই নির্বাচন? ভবিষ্যতে তারা নিজেরা কি প্রার্থী হতে চায়? ক্যাম্পাসে রাজনীতি নিয়েই বা পড়ুয়াদের কী মত? জলঙ্গি মহাবিদ্যালয়ে তারই খোঁজ আনন্দবাজারের ।
|
|
রাজনীতির সংজ্ঞাটাই যেন বদলে গিয়েছে। এখন রাজনীতি মানে খুন, সন্ত্রাস আর সরকারি অর্থের নয়ছয়। ঠিক ব্যবস্থা থাকলেও জনপ্রতিনিধিরা তার অপব্যবহার করছে। এসব দেখে রাজনীতিতে আসার আমার ইচ্ছাও নেই।
|
সায়েফ আলি। প্রথম বর্ষের ছাত্র
|
নতুন কলেজ, তাই ছাত্র সংসদ নেই। তাই আশা করি তিনটে বছর সুন্দর কাটবে। কোনও দিন সুস্থ রাজনীতি হলে আমি তাকে সমর্থন করব। পারলে তাতে যোগদানও করার কথা ভাবব।
|
সামিমা খাতুন। প্রথম বর্ষের ছাত্রী
|
আমাদের এলাকায় রাজনীতি মানেই আতঙ্ক। ভোট এলেই ক’টা খুন হবে তার হিসেব হয়। আর ছাত্র সংসদ নির্বাচন মানেই বন্ধুর সঙ্গে শত্রুতা। এমন রাজনীতি না থাকলেই শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সুন্দর হত। |
মিজানুর রহমান। প্রথম বর্ষের ছাত্র
|
ভেবেছিলাম কলেজ থেকেই রাজনীতির শিক্ষা নেব। কিন্তু এখন জানি তা আর সম্ভব নয়। সমাজবিরোধী থেকে গুণ্ডাদের হাতে মানুষ রাজনীতিটা সঁপে দিয়েছে। |
তানজিলা খাতুন। প্রথম বর্ষের ছাত্রী |
|