টুকরো খবর |
ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। রবিবার বিকেলে মহিষাদলের মায়াচরের পশ্চিমপল্লিতে ঘটনাটি ঘটে। রবিবার ওই তরুণীর পরিবার শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করে। মঙ্গলবার তমলুক জেলা হাসপাতালে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। অভিযুক্ত যুবক দেবাশিস ঘড়াই ওই তরুণীর গ্রামেই থাকেন। ওই যুবকের সৎ মা ও বৌদি দু’জনকে ঘরের মধ্যে অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে তরুণীর বাড়িতে সব জানায়। তরুণীর দাদা বলেন, “দেবাশিসের মা ও দাদা আমাদের ডেকে নিয়ে যায়। বোনও পরে একই কথা বলেছে। আমরা বোনের ধর্ষকের শাস্তির জন্য যতদূর যেতে হয় যাবো।” রবিবার বিকেলে ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানার পুলিশ ওই যুবককে আটক করে। মায়াচর মহিষাদল থানার অর্ন্তগত হওয়ায় সোমবার ওই যুবককে মহিষাদল থানার পুলিশ ধরে।
|
দাসপুরে দাপট বাইক বাহিনীর
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পুনর্নির্বাচনেও বাইক বাহিনীর দাপট চলছে দাসপুর থানার সীমানা গ্রামে। সিপিএমের অভিযোগ, দিন ঘোষণার পর থেকেই বাইক বাহিনী নিয়ে স্থানীয় তৃণমূলের লোকজন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনা ঘটায় দাসপুর-১ ব্লকে সীমানা প্রাথমিক বিদ্যালয় বুথে আগামী ১৮ জুলাই পুনর্নিবার্চন হবে। ইতিমধ্যেই পুলিশ-প্রশাসন প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সিপিএমের জেলা কমিটির সদস্য সুনীল অধিকারীর অভিযোগ, “ভোট দিলে তৃণমূলেই দিতে হবে বলে হুমকি দিচ্ছে ওরা। না হলে ঘরে থাকতে বলছে।” যদিও সিপিএমের এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্র বলেন, “ ওই বুথে আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতে আসনে জয়ী হয়েছেন। ভোট হবে শুধু জেলা পরিষদের আসনে। হুমকি, ফতোয়ার প্রশ্নই নেই।”
|
অর্থলগ্নি সংস্থার ম্যানেজার ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও লগ্নিকারীকে টাকা দিতে না পারায় গ্রেফতার হলেন হলদিয়ার একটি অর্থলগ্নি সংস্থার ম্যানেজার। মঙ্গলবার হলদিয়ার পেট্রোকেমিক্যাল লিঙ্ক রোডে ওই সংস্থার অফিস থেকে তাঁকে গ্রেফতার করে দুর্গাচক থানার পুলিশ। ধৃত ম্যানেজার হেমন্ত বিশ্বাসের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শহরে। লগ্নিকারীদের চড়া সুদে অর্থ ফেরতের প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। সোমবার বিকেলে সুতাহাটার বাসিন্দা আব্দুল হামিদ দুর্গাচক থানায় হেমন্তবাবুর নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন।
|
তড়িদাহত হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পঞ্চায়েত ভোট আর দেওয়া হল না কলকাতা পুলিশের কর্মী জেহাদ আলি খানের (৪৬)। ভোট দেবেন বলে কাঁথি-১ ব্লকের বাধিয়ায় গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। কিন্তু ভোটের দিন সকালে নিজের বাড়িতে আলো-পাখা চালাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাঁর। কাঁথি থানার পুলিশ মৃতদেহটি ময়না-তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। |
|