বেলপাহাড়িতেও কাল পুনর্নির্বাচন
বেলপাহাড়ি ব্লকের এড়গোদা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে আগামী বৃহস্পতিবার পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে এই সংক্রান্ত নির্দেশ জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে। ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এড়গোদা গ্রাম পঞ্চায়েতের রাজপাড়া শিশুশিক্ষা কেন্দ্রের ১২৭ নম্বর বুথে কেবলমাত্র ওই গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর আসনের জন্য পুনরায় ভোট গ্রহণ করা হবে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন দু’টির ক্ষেত্রে অবশ্য ওই বুথের ভোটারদের পুনরায় ভোট দিতে হবে না।
গত ১১ জুলাই সন্ধ্যার মুখে ভোট চলাকালীন কিছু বহিরাগত জোর করে বুথে ঢুকে ১৭টি ব্যালট পেপার কেড়ে নিয়ে চম্পট দিয়েছিল বলে রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করেছিলেন ওই বুথের প্রিসাইডিং অফিসার সত্যজিৎ ঘোষ। সিপিএম, ঝাড়খণ্ড পাটি (নরেন) এবং এক নির্দল প্রার্থীর তরফে নির্বাচনী পর্যবেক্ষক ও কমিশনের কাছে অভিযোগ করা হয়েছিল যে, ওই বুথে রাত পর্যন্ত ভোটগ্রহণ চলেছিল। রাত সাড়ে ৮টা নাগাদ বিদ্যুতের জাম্পার নামিয়ে বুথের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তৃণমূলের লোকজন। এরপর বুথে ঢুকে ফাস্ট পোলিং অফিসারের হাত থেকে বেশ কিছু ব্যালট পেপার কেড়ে নিয়ে তারা ছাপ্পা ভোট দিয়েছিল বলে অভিযোগ। ভোটারদের একাংশ ‘প্রতিবাদ’ ও ‘প্রতিরোধ’ করায় শাসক দলের কর্মীরা বাদবাকি ব্যালট পেপারগুলি ছড়িয়ে-ছিটিয়ে ফেলে চম্পট দেয়। রিটার্নিং অফিসার ও ব্লক-পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতেই এড়গোদা গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর আসনটিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। রাজপাড়া শিশু শিক্ষা কেন্দ্র বুথের মোট ভোটার সংখ্যা ১০১৩। গত ১১ জুলাই ভোট পড়েছিল ৮৬৭টি। এড়গোদা গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর আসনটিতে চারজন (তৃণমূল, সিপিএম, ঝাড়খণ্ড পাটি-নরেন এবং নির্দল) প্রার্থী রয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.