|
|
|
|
পাশের বুথের ব্যালট, নাম না-দেখেই ছাপ ভোটারদের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পাশের বুথের ব্যালটের একটা বান্ডিল চলে এসেছিল ভুল করে। শুধু প্রতীক দেখেই দিব্যি তাতে ছাপ দিচ্ছিলেন ভোটাররা। পরে এক ভোটারের নজরে আসে উপরে বুথের নাম আলাদা, প্রার্থীর নামও চেনা নয়। এরপরেই ভোটগ্রহণ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় পূর্ব মেদিনীপুরের রামনগর-২ ব্লকের সটিলাপুর পঞ্চায়েতের ২ নম্বর ঈশ্বরচন্দ্র জনচেতনা কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত স্বাভাবিক ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলার পর এক ভোটারের নজরে আসে তাঁকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তা পাশের উত্তরশীতলা গ্রামসভার। বিষয়টি ভোটকর্মীদের নজরে আনেন তিনি। প্রিসাইডিং অফিসার দেখেন উত্তর শীতলার ৫০টি ব্যালটের একটি বান্ডিল চলে এসেছে শুধু। বাকি ঠিকই আছে।
এ দিকে, ওই বান্ডিলের ৪০টি ব্যালটে ৪০ জন ইতিমধ্যে ভোট দিয়ে চলে গিয়েছিলেন। কী করণীয় বুঝতে না পেরে সাময়িক ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। খবর যায় সেক্টর ও বিডিও অফিসে। দ্রুত রামনগর-২-এর বিডিও সুকান্ত সাহা বুথে চলে আসেন। সুকান্তবাবু জানান, গ্রামসভা আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের সাগরিকা প্রধান ও সিপিএমের দীপালি শীটের লিখিত সম্মতি নিয়ে দ্বিতীয়বার ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগে ভোট দিয়ে যাওয়া ৪০ জন ভোটারকে শনাক্ত করে তাঁদের বাড়ি গিয়ে দ্বিতীয়বার ভোট দেওয়ার আবেদন জানানো হয়। তবে, অনেকেই আর ভোট দিতে বুথে দ্বিতীয়বার আসেননি। সুকান্তবাবু জানিয়েছেন, যাঁরা দ্বিতীয়বার ভোট দিয়েছেন, তাঁদের ব্যালট পেপার আলাদা করে রাখা হয়েছে। গণনার সময় সংশ্লিষ্ট বাক্স থেকে ওই ৪০টি ব্যালট বাছাই করে বাতিল করা হবে। সেই জায়গায় নতুন করে দ্বিতীয়বার ভোট নেওয়া ব্যালটগুলি যুক্ত করা হবে।
এ দিকে, রামনগর-১ ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের জুখি গ্রামের ৯ নম্বর বুথের সিপিএম প্রার্থীর পোলিং এজেন্ট ভোট চলাকালীন নিজেকে মহকুমা নির্বাচনী দফতরের মাইক্রো অবজার্ভার পরিচয় দিয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন। ক্যামেরা নিয়ে ছবিও তুলছিলেন স্বপন সাউ নামে ওই ব্যক্তি। স্থানীয় কিছু মানুষ তাঁকে চিনতে পেরে হইচই শুরু করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। রামনগর ১-এর বিডিও তমোজিৎ চক্রবর্তী জানান, ভূয়ো পরিচয়পত্র দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এই ছোটখাটো দু’একটি ঘটনা ছাড়া সোমবার কাঁথি মহকুমার ৮টি ব্লকেই শান্তিপূর্ণ ভাবে ত্রিস্তর পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছে। কাঁথি মহকুমায় প্রায় ৮৭ শতাংশের মতো ভোট পড়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। |
|
|
|
|
|