‘ড্রেসিংরুমে এখন মেয়েদের নিয়েই আলোচনা বেশি’
তরুণ ফুটবলারদের বদলাতে চান আওয়েন
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে শেষ পর্যন্ত ওয়েন রুনি থাকবেন কি না তা নিয়ে যখন ইংল্যান্ডের ফুটবলে তুমুল জল্পনা, তখন ম্যান ইউ-য়ে রুনির প্রাক্তন সতীর্থ স্ট্রাইকার মাইকেল আওয়েন জানাচ্ছেন, অবসরোত্তর নিজের বাসনার কথা। আওয়েন ইংলিশ প্রিমিয়ার লিগের তরুণ ফুটবলারদের এজেন্ট হিসেবে কাজ করতে চান। ‘মাইকেল আওয়েন ম্যানেজমেন্ট’-এর মাধ্যমে।
বেছে বেছে তরুণ প্লেয়ারদেরই এজেন্ট হতে ইচ্ছুক কেন? আওয়েন বলছেন, “বর্তমান প্রজন্মের ফুটবলারদের হাবভাব, চিন্তাভাবনা আমাকে ভীত করে তুলেছে। আমার মতে কয়েকটা বিশেষ পরিস্থিতিতে ওদের মানসিকগত ভাবে সাহায্যের দরকার। সে কারণে আমি বিশেষ করে তরুণ ফুটবলারদের এজেন্ট হতে চাই।” কোনও রাখঢাক না করে আওয়েন এর পর যোগ করেছেন, “এখন ড্রেসিংরুমে ফুটবলারদের আলোচনার বিষয় আমাদের সময়ের তুলনায় অনেকটাই পাল্টে গিয়েছে। ভাষা পাল্টে গিয়েছে। এখন সতেরো-আঠারো বছরের ইংরেজ প্লেয়ারদের নিজেদের মধ্যে গল্পের বিষয়ই হল মেয়ে আর সেই মেয়েদের গাড়িতে চাপিয়ে কতটা বেশি হল্লাবাজি করেছে বা করবে সে সব। টিমের ম্যানেজার বা সেই ম্যানেজারের ট্যাকটিক্স নিয়ে ফুটবলারদের মধ্যে কথাবার্তা এখন আর ড্রেসিংরুমে বেশি শোনাটোনা যায় না। হয়তো সেগুলো আমাদের মতো পুরনো দিনের বুড়ো প্লেয়ারদের বিষয়। তরুণ প্রজন্মের কাছে নয়।”

ব্রিটিশ তরুণ ফুটবলারদের শুদ্ধকরণের চেষ্টায় আওয়েন।
তরুণ ফুটবলারদের চিন্তনকে তিনি এজেন্টের ভূমিকায় কী ভাবে বদলাতে চান সেটাও কবুল করেছেন আওয়েন। “খুব বেশি মানুষ রোলমডেল হওয়ার জন্য জন্মায় না। ভাগ্যই ব্যাপারটা তাদের ওপর চাপিয়ে দেয়। সে জন্য তাদের সবার আগে শিখতে হবে, বুঝতে হবে, কোন কোন ব্যাপারগুলো তাদের জীবনে সমস্যা তৈরি করতে পারে। সেগুলো থেকে তাদের দূরে থাকতে হবে।”
কোথা থেকে সমস্যা আসতে পারে, তার কথাও বলেছেন আওয়েন। যেমন, সোশ্যাল মিডিয়া। যেমন চার দিকে ছড়িয়ে থাকা আরও সব প্রলোভন। তরুণ ফুটবলারদের মধ্যে কী ভাবে পরিবর্তন আনতে চান, সেটা বলেছেন আওয়েন, “আপনি কাউকে চোখের পলকে কোটিপতি হওয়ার রাস্তা দেখাতে পারেন না। সেটা সম্ভবও নয়। মানুষের প্রাথমিক গুণগুলো মনের ভেতর জাগানো দরকার। তা হলে যে কেউ নিজেকে রোলমডেল হিসেবে গড়ে তুলতে পারবে। আমি তরুণ ব্রিটিশ ফুটবলারদের মধ্যে এই ব্যাপারটাই আনতে চাইব ওদের এজেন্ট হিসেবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.