ওডাফার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন অ্যান্টনি সোহম দে • কলকাতা |
ওডাফা ওকোলির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন অ্যান্টনি পেরিরা। পাশাপাশি কলকাতা ডার্বিতেও ভাল কিছু করার জন্য মরিয়া সবুজ-মেরুনের নতুন তারকা।
ডেম্পোকে চার বার আই লিগ দেওয়া মিডিও মঙ্গলবার অনুশীলনের শেষে বললেন, “ওডাফার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। ভারতে সেরা স্ট্রাইকারদের মধ্যে ওডাফা একজন।” সঙ্গে তাঁর মন্তব্য, “ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভাল খেলতেই হবে। শুনেছি ওই ম্যাচেই সবাই নিজেকে চেনায়।”
|
অ্যান্টনি নেমে পড়েছেন প্র্যাক্টিসে। ছবি: নিজস্ব চিত্র |
জুলাইয়ের ছাব্বিশ তারিখের আগে অবশ্য অ্যান্টনির সঙ্গে দেখা হবে না মোহনবাগান অধিনায়কের। ওই দিন রাতেই শহরে আসছেন ওডাফা। তবে দু’জনে একসঙ্গে মাঠে নামবেন সম্ভবত দুর্গাপুরের আবাসিক শিবিরেই। এক সঙ্গে খেলতে আরও মাসখানেক লাগবে। সম্ভবত বেঙ্গল কাপে বা কলকাতা লিগে। এ দিন পায়ে ফোস্কা পড়ে যাওয়ায় শেষ দিকে কিছুক্ষণ খালি পায়ে অনুশীলন করতে দেখা গেল অ্যান্টনিকে। জাতীয় দলের এই নামী তারকা জানিয়ে দিলেন, আগের ক্লাব ডেম্পোর সঙ্গে চার বার আই লিগ জিতে মোহনবাগানের ট্রফি খরা কাটাতে চান। “এই মরসুমে আই লিগ জেতাই আসল লক্ষ্য। মোহনবাগানকে ট্রফি জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করব।”
গোয়া থেকে কলকাতায় এসে অ্যালভিটো ডি’কুনহার মতো দু’একজন ছাড়া কেউই সে ভাবে সফল হননি। দু’টো উইংয়েই খেলতে পারেন অ্যান্টনি। তিনি সফল হবেন কি না সময় বলবে। গোয়া থেকে কিন্তু এই শহরে এসে বেশ উত্তেজিত তিনি। বলছিলেন, “কলকাতা খুব ভাল লাগছে। এখানে ফুটবলের প্রতি সমর্থকদের উচ্ছ্বাস দেখার মতো। গোয়াতে যা পাইনি।” |
ওডাফা এখনও নাইজিরিয়ায় পরিবারের সঙ্গে। ছবি: ফেসবুক |
অ্যান্টনির চোখ যখন ডার্বির দিকে তখন কলকাতা শহর চিনতে ইস্টবেঙ্গলের সই করা স্বদেশীয় সুয়েকার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন মোহনবাগানের জাপানি মিডিও কাতসুমি। বলছিলেন, “সুয়েকা আমার থেকে বড় হলেও, খুব ভাল বন্ধু। নতুন শহরে ও আমাকে অনেক জায়গা চেনাচ্ছে। বিশেষ করে সাউথ সিটি। ভারতীয় ফুটবলের ব্যাপারে অনেক পরামর্শ নিচ্ছি সুয়েকার থেকে। ও তো এখানে আগে খেলে গিয়েছে।”
কলকাতার রাস্তায় ‘হাত ধরাধরি’ করে ঘুরে বেড়ানো দুই জাপানি অবশ্য অন্য ভাবে দেখছেন কলকাতার ফুটবলকে। সুয়েকা-কাতসুমি মাঠে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হলেও বাগান মিডিও কিন্তু বললেন, “ভারতের দুই বড় ক্লাবে আমরা দু’জন থাকা মানে জাপান ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন।” |
|