আইপিএলই জাতীয় দলে সুযোগ করে দিল, বলছেন মোহিত
‘জিম্বাবোয়েতে নিজের চেষ্টায় সৎ থাকব, বাকিটা নিয়তি’
ইপিএল সিক্সের ফাইনালে উঠলে কী হবে, টুর্নামেন্ট থেকে চেন্নাই সুপার কিংসের মনে রাখার তেমন কিছু নেই। কিন্তু সিএসকে-র এক ক্রিকেটারের আছে। তিনি—পেসার মোহিত শর্মা। আইপিএল সিক্সের আবিষ্কার তো তিনি বটেই, একই সঙ্গে টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স জাতীয় দলের দরজাও খুলে দিয়েছে প্রায় সঙ্গে সঙ্গে।
আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন মোহিত। তার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাক্টিসের ফাঁকে ফোনে বলে দিলেন, “ভারতীয় স্কোয়াডে নিজের নামটা দেখে অসম্ভব খুশি লাগছে। হরিয়ানার হয়ে আমি ঘরোয়া টুর্নামেন্টে বেশ ভাল খেলেছিলাম। কিন্তু আইপিএলে ভাল পারফর্ম করায় সবার নজরে পড়ে গেলাম। সব মিলিয়ে যে অবস্থায় এখন আছি, সেটাকে বেশ ভালই বলতে হবে।” গত মরসুমে হরিয়ানার হয়ে আটটি রঞ্জি ম্যাচে ৩৭ উইকেট পান মোহিত। তার পরই তাঁকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। “ঘটনা হচ্ছে আইপিএল সম্পূর্ণ একটা অন্য জিনিস। রঞ্জিতে আমরা তিনটে ফর্ম্যাটেই খেলি। কিন্তু ওখানে জেটগতিতে কিছু হয় না। মরসুমটা আস্তে-ধীরে এগোয়। কিন্তু আইপিএলে আবার ব্রেক বলে কিছু থাকে না। ঝড়ের গতিতে সব কিছু হতে থাকে। আইপিএলের ফর্ম্যাটটা ছোট। ছোট স্পেলে বল করতে হয়। ম্যাচও খুব গায়ে গায়ে থাকে,” বলে দিচ্ছেন মোহিত। সঙ্গে যোগ করেছেন, “কিন্তু আমার মতো তরুণদের কাছে আইপিএলের সবচেয়ে বড় সুবিধাটা হল, এখানে মঞ্চটা অনেক বড়। পারফর্ম করতে পারলে অনেকের নজরে পড়া যায়। তাই আইপিএল আমরা যখন খেলি, একটা মারাত্মক চাপ থাকে পারফর্ম করার।”
সিএসকে-র হয়ে মোহিত
ম্যাচ ১৫
উইকেট ২০
সেরা বোলিং ৩-১০
ইকনমি রেট ৬.৪৩
কে মোহিত শর্মা?
হরিয়ানার বল্লবগড়ে জন্ম।
২৪ বছর বয়সি এই পেসার গত বছর
হরিয়ানাকে রঞ্জি সেমিফাইনালে তুলেছিলেন।
আট ম্যাচে পান ৩৭ উইকেট।
তারপরেই নজরে পড়ে যান সিএসকে-র।
আইপিএল সিক্সে ২০-টা উইকেট পেয়েছেন। এবং মোহিত অভিভূত মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে। সিএসকে অধিনায়ককে নিয়ে তাঁর বক্তব্য, “ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছি, এটা বলাটা খুব সহজ। কিন্তু এটাই সত্যি। আমি ওর কাছে শিখেছি কী ভাবে বিভিন্ন পরিস্থিতি সামলাতে হয়। সবচেয়ে বড় কথা, ওকে দেখে শিখতে পেরেছি কী ভাবে বিভিন্ন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। আর সত্যি বলতে, ও রকম কঠিন সব পরিস্থিতি সামলানোর মতো মানসিক কাঠিন্য আমার মধ্যে এসে গিয়েছে। যেটা নতুন।’’
সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলের সৌজন্যে সব দুঁদে ব্যাটসম্যানের বিরুদ্ধেই বল করার অভিজ্ঞতা হয়েছে। বল হাতে ওই মুহূর্তে কী ভাবতেন? মোহিত বলছেন, “কাকে বল করছি সেটা না ভাবার চেষ্টা করতাম। কোনও সন্দেহ নেই ওঁরা অসাধারণ সব ব্যাটসম্যান। কিন্তু আমি যত পারতাম মন থেকে বিপক্ষ ব্যাটসম্যান নিয়ে ভাবনাচিন্তা সরিয়ে রাখার চেষ্টা করতাম। মাথাটাকে ফাঁকা করে দিতাম। চেষ্টা করতাম নিজে যেটা ভাল পারি, সেই লাইন লেংথের উপর বেশি জোর দিতে। এত দিন তো সেটাই করে এসেছি।”
তা হলে জিম্বাবোয়ে সফরে নিজের কাছে কী প্রত্যাশা থাকবে?
“কোনও প্রত্যাশাই রাখছি না। এত দিন শুধু নিজের কাজটা করে এসেছি, ফলাফল নিয়ে কখনও ভাবিনি। দেখছি, সেই ব্যাপারটা কাজেও দিচ্ছে। আমি জিম্বাবোয়েতেও সেটা করব। নিজের চেষ্টাটা সৎ যাতে থাকে, দেখব। বাকিটা কপাল আর নিয়তির উপর,” সাফ জবাব হরিয়ানার নতুন ‘সেনসেশনের’।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.