মহাবিতর্কের ক্রিকেট: ফাঁস করলেন বরখাস্ত অজি কোচ |
‘ওয়াটসন ক্যানসার’ বলেছিলেন ক্লার্ক
নিজস্ব প্রতিবেদন |
অ্যাসেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ঘাতকের নাম ছিল জিমি অ্যান্ডারসন। আর দ্বিতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া কট অ্যান্ড বোল্ড মিকি আর্থার!
মাইকেল ক্লার্কদের কোচের দায়িত্ব থেকে ছাঁটাই হওয়ার পর আর্থার যে অস্ট্রেলীয় বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন, সেটা পুরনো খবর। কিন্তু মামলার নথিপত্রে আর্থার যে সব অভিযোগ এনেছেন, তা অ্যান্ডারসনের আউট সুইংয়ের মতোই বিষাক্ত। লর্ডসের দ্বিতীয় টেস্টের আগে যে অভিযোগনামা প্রচারমাধ্যমে বেরিয়ে গিয়ে মহাবিতর্কের মুখে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। |
|
ঠিক কী অভিযোগ আর্থারের? ব্রিটিশ এবং অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী,
এক) ড্রেসিংরুমে একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ওয়াটসন। যা নিয়েই মাইকেল ক্লার্কের সঙ্গে ঝামেলা।
দুই) দু’জনের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ, যে ওয়াটসনকে ‘ক্যানসার’ পর্যন্ত বলেছেন ক্লার্ক।
তিন) ডেভিড ওয়ার্নার-জো রুটের মারামারির খবর ম্যানেজমেন্টের কানে তুলেছিলেন ওয়াটসনই।
চার) তিনি দক্ষিণ আফ্রিকান হওয়ার জন্যই নাকি ‘অস্ট্রেলীয় মানসিকতা’ বুঝতে পারতেন না, বলে অভিযোগ উঠত। যে জন্য আর্থারকে কখনওই কোচ হিসাবে মেনে নেওয়া হচ্ছিল না অস্ট্রেলিয়াতে।
ক্লার্ক বনাম ওয়াটসন দ্বন্দ্বটা সামনে চলে আসে গত ভারত সফরে যখন ওয়াটসন-সহ চার ক্রিকেটারকে এক টেস্টের জন্য সাসপেন্ড করা হয়। কিন্তু দু’জনের লড়াইটা কত দূর গড়িয়েছে, তা ফাঁস করলেন আর্থার।
|
|
আর্থারের মিসাইল |
• ড্রেসিংরুমে দুটো গ্রুপ হয়ে গিয়েছে।
একটার নেতৃত্বে ক্লার্ক, অন্যটার ওয়াটসন।
• ওয়াটসন ‘ক্যানসারের’ মতো বিষিয়ে দিয়েছে
ড্রেসিংরুমের পরিবেশ।
• ওয়ার্নার-রুটের ঘুষোঘুষির খবর ওয়াটসনই
ম্যানেজমেন্টের কাছে ফাঁস করেন। |
|
আর্থারের অভিযোগের কথা ছড়িয়ে পড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে অস্ট্রেলিয়া। ব্র্যাড হাডিন এ দিন সাংবাদিকদের বলেন, “অস্ট্রেলিয়া ড্রেসিংরুমে সব ঠিক আছে। আমাদের কোনও সমস্যা নেই।” শেন ওয়ার্নও প্রাক্তন কোচকে একহাত নিয়ে বলেছেন, “আর্থারের কথা শুনে আমার আঙুর ফল টকের কথা মনে হচ্ছে। ও যা করছে সেটা অত্যন্ত হতাশজনক।”
মামলায় তাঁর বিরুদ্ধে জাতিগত বিদ্বেষের অভিযোগও তুলেছেন আর্থার। তাঁর দাবি, হয় কোচের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, নয়তো ২৫ লক্ষ পাউন্ড খেসারত দেওয়া হোক। এরই মাঝে আবার ওয়ার্নার বিতর্কও তাড়া করছে অস্ট্রেলিয়াকে। অ্যাসেজের দল থেকে আপাতত বাদ দিয়ে ওয়ার্নারকে পাঠানো হচ্ছে ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায়, যেটা মেনে নিতে পারেননি অ্যালান বর্ডারের মতো প্রাক্তন ক্রিকেটাররা।
|
পুরনো খবর: ভারত সফরেই নির্বাসিত ৪ অস্ট্রেলীয় ক্রিকেটার |
|