|
|
|
|
ভোট মিটতেই জনসংখ্যা দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন করা হল পশ্চিম মেদিনীপুরে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে মেদিনীপুরে এক পদযাত্রা বেরোয়। নাসির্ং ছাত্রী, এনসিসির ছাত্রী থেকে স্বাস্থ্যকর্মী, সকলেই পা মেলান। পরে শহরের বিদ্যাসাগর হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা, প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র, উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, নিমাইচন্দ্র মণ্ডল প্রমুখ। জনসংখ্যা নিয়ন্ত্রণে উপস্থিত সকলকে সচেতন করতে ম্যাজিক শো- এরও আয়োজন করা হয়।
প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। তবে, এ বার ওই দিন পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচন ছিল। ফলে, স্বাস্থ্য দফতর দিনটি উদ্যাপন করতে পারেনি। বদলে মঙ্গলবার দিনটি উদ্যাপন করা হয়। ‘জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্রবাবু বলেন, “জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে পরিবেশই ধ্বংস হচ্ছে। আগামী দিনে মানুষের জীবন সঙ্কটে পড়বে।”
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এই পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, জনসংখ্যা নিয়ন্ত্রণে ইতিমধ্যে এ জেলায় কিছু কর্মসূচি শুরু হয়েছে। রাজ্য থেকে কিছু নির্দেশ এসেছে। সেই মতো কাজ চলছে। দু’টি ভাগে কর্মসূচি হচ্ছে। একটি ‘দম্পতি সম্পর্ক পক্ষ’। অন্যটি ‘জনসংখ্যা স্থিরতা পক্ষ’। প্রথম ভাগের কর্মসূচি শুরু হয়েছিল ২৭ জুন থেকে। শেষ হয় ১০ জুলাই। দ্বিতীয় ভাগের কর্মসূচি শুরু হয়েছে ১১ জুলাই। চলবে ২৪ জুলাই পর্যন্ত। এই বিশেষ প্রচার কর্মসূচি উপলক্ষে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ‘ছোট পরিবার, সুখী পরিবার,’ এই স্লোগান সামনে রেখেই চলছে প্রচার। নতুন দম্পত্তিকে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বোঝানো হচ্ছে। ব্লকে ব্লকে চলছে স্বাস্থ্য শিবির। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, “জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিগুলো সুষ্ঠু ভাবেই হচ্ছে।” |
|
|
|
|
|