টুকরো খবর |
আইআইটির শিক্ষকদের দাবি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
অধ্যাপক পার্থপ্রতিম চক্রবর্তীকে স্থায়ী ডিরেক্টর হিসেবে নিয়োগ করার দাবিতে আন্দোলনে নামল খড়্গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের প্রায় ৪০০ সদস্য বুকে কালো ব্যাজ পরে আন্দোলনে সামিল হন। ১৭ জুলাই সদস্যরা অনশন করবেন বলেও অ্যাসোসিয়েশন সূত্রে খবর। গত অগস্ট থেকে খড়্গপুর আইআইটিতে স্থায়ী ডিরেক্টর নেই। ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে কাজ চালাচ্ছেন অধ্যাপক শঙ্করকুমার সোম। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছেও পার্থপ্রতিমবাবুকে ডিরেক্টর হিসেবে নিয়োগের দাবি জানিয়েছে টিচার্স অ্যাসোসিয়েশন। বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ জন তবে আন্দোলনের প্রভাব পঠনপাঠনে পড়েনি। অ্যাসোসিয়েশনের সদস্য তথা আইআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুদর্শন নিয়োগী বলেন, “দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।” পরবর্তী ডিরেক্টর হিসেবে অধ্যাপক পার্থপ্রতিম চক্রবর্তীর দায়িত্বভার নেওয়ার কথা। তাও কেন তিনি নিয়োগপত্র পাচ্ছেন না, সেটাই প্রশ্ন।
|
পিস্তল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পুকুর থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করল পুলিশ। চন্দ্রকোনা থানার ছত্রগঞ্জের ঘটনা। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ওই গ্রামের ফিয়াদ আলির পুকুরে মাছ ধরার সঙ্গে সঙ্গে পাম্প চালিয়ে জল তুলে জমিতে দেওয়া হচ্ছিল। জল কমতে থাকায় স্থানীয় বাসিন্দারাও পুকুরে নেমে মাছ ধরছিলেন। একজনের মাছ ধরার জালে ওই পিস্তলটি ওঠে। পিস্তল উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে সব গ্রামবাসীরা পুকুর থেকে উঠে পড়েন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। |
|