জুলিয়েন ডে-পিয়ারসন গাঁটছড়া
ক্লাসের পড়ায় মন ফেরাতে নয়া প্রযুক্তি
ক্লাসরুমের দেওয়ালে ডিজিটাল বোর্ড। তাতে পাঠ্য সংক্রান্ত লেখার পাশাপাশি ফুটে উঠছে ছবি, গ্রাফ। ফলে বোঝার সুবিধার পাশাপাশি কাটছে একঘেয়েমিও।
স্কুলে যাওয়া হয়নি? ফোন করে বন্ধুদের থেকে জানতে চাওয়ার দরকার নেই। স্কুলের ওয়েবসাইটেই দেওয়া থাকবে ক্লাসে কী পড়ানো হল, তার খুঁটিনাটি। বাড়ি থেকে দেখে নিলেই হল।
ক্লাসরুমের পড়াশোনাকে আকর্ষণীয় করতে এ ভাবেই নিজেদের প্রযুক্তিতে মুড়ে ফেলতে উদ্যোগী হয়েছে জুলিয়েন ডে স্কুল। এ জন্য তারা গাঁটছড়া বাঁধছে পিয়ারসন এডুকেশন সার্ভিসেসের সঙ্গে। ক্লাসরুমের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পঠনপাঠনের উদ্দেশ্য নিয়েই স্মার্ট ক্লাসের ব্যবস্থা করবে তারা। তবে স্কুলের নাম কিংবা ট্রাস্টিতে কোনও পরিবর্তন আনা হবে না।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে পিয়ারসন এডুকেশন সার্ভিসেস, ইন্ডিয়ার চিফ এগ্জিকিউটিভ অফিসার শ্রীকান্ত বি আইয়ার জানান, জুলিয়েন ডে আইসিএসই বোর্ড অনুমোদিত স্কুল। সেটির সিলেবাসে কোনও পরিবর্তন করা হবে না। ক্লাসে একটানা পড়ানো শুনতে শুনতে পড়ুয়ারা অনেকেই ক্লাসরুমের পড়ানোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। ডিজিটাল বোর্ডের প্রযুক্তি এনে সেই আগ্রহ ফিরিয়ে আনাই পিয়ারসন এডুকেশনের মূল লক্ষ্য। শ্রীকান্ত বলেন, “আমরা স্কুলকে আধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করব। ওই প্রযুক্তি ব্যবহার করে পড়ানোর জন্য শিক্ষক, শিক্ষিকাদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হবে।”
এর পাশাপাশি পড়াশোনা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সব মিলিয়ে পড়ুয়ারা কেমন ফল করছে, আধুনিক প্রযুক্তিতে অভিভাবকদের তা জানানোর ব্যবস্থাও করা হচ্ছে। প্রত্যেক পড়ুয়ার নামে থাকবে আলাদা আইডি-পাসওয়ার্ড। যা দিয়ে স্কুলের ওয়েবসাইট থেকেই অভিভাবকেরা জেনে নিতে পারবেন ছেলেমেয়ের পারফর্ম্যান্সের হালচাল।
জুলিয়েন ডে স্কুলের ম্যানেজিং ট্রাস্টি, শীলা ইভলিন ব্রটন বলেন, “স্কুলের নাম বা ট্রাস্ট্রির কোনও পরিবর্তন হচ্ছে না। আমরা শুধু আধুনিক প্রযুক্তির মাধ্যমে পড়াশোনাকে আরও আর্কষণীয় করে বিশ্বমানের করতে চাইছি। শুধু দেশেই নয়, বিভিন্ন দেশেই পিয়ারসন এডুকেশনের প্রযুক্তির মাধ্যমে পড়িয়ে অনেকেই লাভবান হয়েছে।”
দেশে বিভিন্ন স্কুলের সঙ্গে পিয়ারসন এডুকেশন সম্মিলিত ভাবে কাজ শুরু করলেও, পূর্ব-ভারতে জুলিয়েন ডে স্কুলই প্রথম, যাদের সঙ্গে তারা যৌথ উদ্যোগে পড়াশোনার মান ও পদ্ধতিতে আধুনিকতা আনতে চলেছে। বিশ্বের ২৭টি শহরে এই প্রযুক্তিতে পড়াচ্ছে পিয়ারসন এডুকেশন সার্ভিসেস।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.