টুকরো খবর
গ্রেফতার আরও তিন অভিযুক্ত
ফরাসি তরুণীর উদ্দেশে কটূক্তি ও অভব্য আচরণের ঘটনায় মঙ্গলবার আরও তিন অভিযুক্ত গ্রেফতার হল। ধৃতদের নাম ছোটু হালদার, বুবাই হাজরা ও নেপাল সর্দার। সকলেরই বয়স ১৯ থেকে ২৯-এর মধ্যে। বাড়ি লেক থানা এলাকার রহিম ওস্তাগর লেনে। ঘটনায় কমল নস্কর নামে এক যুবক আগেই গ্রেফতার হয়েছে। অভিযুক্ত আরও এক যুবক পলাতক। পুলিশ জানায়, ফরাসি ওই তরুণ-তরুণী শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেন। রবিবার ভোরে লেক থানা এলাকায় ধৃতেরা ওই ফরাসি তরুণীকে উত্যক্ত করে বলে অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গেলে ওই তরুণীর সঙ্গীকেও মারধর করা হয় বলে লেক থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, এ দিন রহিম ওস্তাগর লেনের বাড়ি থেকেই ধরা হয় তিন অভিযুক্তকে। পুলিশ সূত্রের খবর, ছোটু বেসরকারি গাড়ি চালায়। বাকি দুই ধৃত ফুটবলার।

পুরনো খবর:
পুলকার উল্টে জখম পাঁচ
অফিস থেকে ফেরার পথে পুলকার উল্টে জখম হলেন পাঁচ জন। মঙ্গলবার, ভিআইপি রোডে কৈখালির হজ হাউসের কাছে। পুলিশ জানায়, সেক্টর ফাইভ থেকে আট জন অফিসযাত্রীকে নিয়ে ফেরার সময়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, আহতদের কারও হাতে লেগেছে, কারও পায়ে, কারও বা মাথায়। এক মহিলার নাক-মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। আহতদের স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে গেলে তিন জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জনকে কিছুক্ষণ পর্যবেক্ষণের জন্য রাখা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনায় মৃত্যু শিশুর
স্কুলবাসের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার, হেয়ার স্ট্রিট থানার কিরণশঙ্কর রায় রোড এবং স্ট্র্যান্ড রোডের মোড়ে। মৃত শিশুটির নাম মঙ্গল নস্কর (৪)। সে ফুটপাথে থাকত। পুলিশ জানায়, এ দিন শহরের একটি স্কুলের বাস ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকা মঙ্গল ছুটে রাস্তা পার হতে গেলে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক।

পালাল বন্দি
হাসপাতালের বাথরুমের জানলা গলে পালাল এক বিচারাধীন বন্দি। পুলিশ জানায়, দমদম জেলের বিচারাধীন বন্দি সুদীপ বসু ৯ জুলাই অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা নিয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হয়। পঞ্চায়েত নির্বাচনের জন্য পর্যাপ্ত পুলিশ না থাকায় তার জন্য পাহারায় দু’জন কারারক্ষী ছিলেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভিজিটিং আওয়ারে ভিড়ের সুযোগে বাথরুমের জানলা গলে পালিয়ে যায় সুদীপ। আইজি (কারা) রণবীর কুমার জানান, সুদীপের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ধৃত আরও এক
ধর্মতলার রেস্তোরাঁ মালিকের ছেলে অঙ্কুর সাউকে অপহরণ ও তাঁর গাড়ির চালক জিতেন্দ্রকুমার সাউকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজকুমার পাণ্ডে ওরফে টিঙ্কুকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গিরিডি থেকে ধরা পড়ল আরও এক জন। ধৃতের নাম রাকেশ পাণ্ডে ওরফে কিশোর। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল অঙ্কুরকে অপহরণ করা হয়। ছ’কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পুলিশ গিরিডির দেওরির জঙ্গলে তাদের অবস্থানের খোঁজ জানতে পারলে অপহরণকারীরা অঙ্কুরকে ফেলে পালিয়ে যায়। পাওয়া যায় জিতেন্দ্রর ক্ষতবিক্ষত দেহ।

যৌনকর্মীদের দাবি
যৌনকর্মীদের বিপিএলের আওতায় আনতে হবে এবং সেই অনুযায়ী তাঁদের সব সুযোগ-সুবিধা দিতে হবে। মঙ্গলবার কলকাতায় এক সমাবেশে এমনই দাবি জানাল যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতি। সংগঠনের পক্ষে স্মরজিৎ জানা জানান, ইন্দিরা আবাস যোজনায় যৌনকর্মীদের অগ্রাধিকার দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। স্মরজিৎবাবুর দাবি, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হিসেবে যৌনকর্মীদের মেনে নিয়েছে বেশ কিছু শ্রমিক সংগঠন। এ দিনের সমাবেশে প্রায় দু’হাজার যৌনকর্মী যোগ দেন বলে দুর্বারের তরফে দাবি করা হয়েছে।

ভাইঝিকে ধর্ষণ
নিজের তরুণী ভাইঝিকে ধর্ষণের অভিযোগে কাকাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ফিলিপ পল। মঙ্গলবার বিধাননগর এসিজেএম আদালত তাকে ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠায়। পুলিশ জানতে পারে, ফিলিপের কার্যকলাপ বিধাননগর পূর্ব থানা এলাকায়। আলিপুর আদালতের নির্দেশে বিধাননগর পূর্ব থানা তদন্তভার নেয়। বাবা-মা বিদেশে যাওয়ার আগে ওই তরুণীকে কাকা ফিলিপের কাছে রেখে যান। তরুণী পুলিশকে জানান, ছ’বছর ধরে কাকা তাঁকে ধর্ষণ করেছে।

ডলার-প্রতারণা
প্রতারণার অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম শেখ। বিশ্বনাথ সরকার নামে সল্টলেকের এক বাসিন্দার অভিযোগ, ওয়াসিম তাঁকে ২০০টি ২০ ডলারের নোট দেবে বলে কথা দিয়েছিল। তার কথামতো ১৫ মে বিডি ব্লকে গেলে ওয়াসিম জানায়, পিএনবি মোড়ে এক বন্ধু ডলার নিয়ে আসবে। এক অপরিচিত ব্যক্তি বিশ্বনাথবাবুকে ২০০টি ২০ ডলারের নোট দেয়। পরে তিনি দেখেন, প্রথম ও শেষ নোটটি ছাড়া বাকিগুলি ভুয়ো কাগজ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.