ঢাকায় আজ শাস্তি ঘোষণা আরও এক জামাত মাথার
গোলাম আযমের পরে এ বার জামাতে ইসলামির আর এক শীর্ষ নেতা সেক্রেটারি জেনারেল আলি আহসান মহম্মদ মুজাহিদ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বুধবার তাঁর মামলার রায় দেবেন। বাংলাদেশ সরকার মুজাহিদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুঠপাটের সাতটি অভিযোগ এনেছে আন্তর্জাতিক এই আদালতে। বিচারের বিরোধিতা করে বুধবার সারা দেশে হরতাল ডেকেছে জামাত। অন্য দিকে, তাঁর ফাঁসির দাবি জানিয়ে অবস্থান শুরু হয়েছে ঢাকার শাহবাগ চত্বরে।
বাংলাদেশে একাত্তরের গণহত্যার নায়ক গোলাম আযমের ফাঁসির বদলে ৯০ বছরের কারাদণ্ডে অনেকেই হতাশ। সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এ দিন সংসদে বলেন, “উনি গণহত্যার সময়ে কিন্তু বয়সের বিচার করেননি। শিশু থেকে বৃদ্ধ সকলেই নির্বিচারে খুন হয়েছেন যাঁর নির্দেশে, বয়সের জন্য তিনি ছাড় পেতে পারেন না। সরকার ফাঁসির রায় চেয়ে আপিল করুক।” আওয়ামি লিগের যুগ্ম মহাসচিব মাহবুবুল হক হানিফও জানিয়েছেন, সরকার আযমের রায়ে সন্তুষ্ট নয়। আপিলের বিষয়টি বিবেচনা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন সংসদে জানিয়েছেন, এই আমলেই কয়েক জন যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর করা শুরু হবে। তিনি বলেন, “জাতির কলঙ্কমোচনে ৪২ বছর সময় লাগলো ঠিকই। কিন্তু এই সরকারই তো সে কাজ করে দেখাল। একাত্তরের সেই সব রাজাকাররা শাস্তি পাচ্ছে, এটা বিরাট বিষয়। আমাদের হাতে সময় কম। কিন্তু তার মধ্যেই আমরা কিছু শাস্তি কার্যকর করে যাব।”

পুরনো খবর:
সন্ধানী
গভীরে যাও। বহুমূল্য ডুবোজাহাজে চড়ে জলের তলে ঢুঁ মারছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিনল্যান্ড উপসাগরে ১৮৬৯ সালে ডুবে গিয়েছিল একটি যুদ্ধজাহাজ। গগল্যান্ড এবং সমর্স দ্বীপের মধ্যে জলের প্রায় ২০০ ফুট গভীরে পড়ে রয়েছে তার ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ দেখতেই আধ ঘণ্টার রোমাঞ্চকর সাবমেরিন-সফর বছর ষাটেকের রুশ প্রেসিডেন্টের। দেখে শুনে জানালেন, “প্রায় নিখুঁত আছে জাহাজটি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.