এগারো বছর ধরে খুনের মামলা চলার পরে ধৃত তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন আসানসোলের অতিরিক্ত জেলা দায়রা বিচারক আশিস কুমার শিকদার। মঙ্গলবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালতের হেফাজতে নেওয়া হয়। আজ, বুধবার ওই তিন জনের সাজা ঘোষণা হওয়ার কথা। এই মামলার প্রধান সরকারী আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০০২ সালের ২৭ এপ্রিল রাতে বালতোড়িয়া থেকে মহম্মদ নাসিম নামে এক ব্যক্তিকে খুনের দায়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ হায়দার আলি, ছোট্টু আনসারি ও আমজাদ আনসারি। আদালত সূত্র থেকে জানা গিয়েছে, ওই বছরের ২৩ এপ্রিল দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রতিবেশী এক যুবকের সঙ্গে নিজের ছেলের ঝগড়া থামাতে গিয়েছিলেন মহম্মদ নাসিম। তখনই অতর্কিতে প্রতিবেশী যুবকটির ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত ওই তিন ব্যক্তি নাসিমকে আক্রমন করে। লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয় বলেও অভিযোগ। মহম্মদ নাসিমকে গুরুতর জখম অবস্থায় প্রথমে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ২৭ এপ্রিল তিনি মারা যান। এরপরেই তাঁর পরিবারের তরফে কুলটি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। ১১ বছর ধরে এই মামলা চলছিল। সরকারি আইনজীবী নিজের স্বপক্ষে ১২ জন স্বাক্ষী হাজির করেন।
|
দু’টি ভিন্ন চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বার্নপুরের কাকরডাঙা এলাকার বাসিন্দা গোবর্ধন বাউড়ি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। মঙ্গলবার তাকে তিনদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আসানসোলের এসিজেএম। গত ১৯ জুন বার্নপুরের রিভারসাইড এলাকার একটি ইস্কো আবাসনের দরজা ভেঙে বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় অভিযুক্ত ছিলেন গোবর্ধন। ওই আবাসনের গৃহকর্তা রাজেন সেন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই দিনই আজাদ আলি নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ২৩ জুন আসানসোল দক্ষিণ থানার ওয়েস্ট আপকার গার্ডেন এলাকার বাসিন্দা, কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুনাভ দাশগুপ্তের বাড়ির তালা ভেঙে নগদ টাকা অলঙ্কার-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়। পুলিশের দাবি, এই চুরির ঘটনাতেই জড়িত আজাদ আলি।
|
দীর্ঘদিন ধরে কাউন্সিলরবিহীন অবস্থায় পড়ে থাকা ওয়ার্ডগুলির উপনির্বাচন সেরে ফেলা হবে বলে জানিয়েছেন আসানসোল পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৩টি পুরসভা নির্বাচনের সঙ্গে এই ওয়ার্ডগুলিরও উপনির্বাচন করিয়ে দেওয়া হবে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। আসানসোলের তিনটি ওয়ার্ড বর্তমানে কাউন্সিলরবিহীন অবস্থায় রয়েছে। ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাজি মারা যাওয়ায় ২০১১ সালের ১৭ মে থেকে এটি খালি। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনয় সরকার ২০১১ এর ৪ জুলাই মারা যান। তারপর থেকে ওই ওয়ার্ডটিও খালি। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা গিয়েছেন এ বছরের ৫ মে। তবে পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৬ ও ৪৭ নম্বর ওয়ার্ড দু’টির উপনির্বাচন মোটামুটি ঠিক হলেও ১ নম্বর ওয়ার্ডে ভোট হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
|
দুর্গাপুর
রথযাত্রা উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোগ: রথযাত্রা উত্সব ও সমাজকল্যাণ সমিতি।
ফুটবল। নেহেরু স্টেডিয়াম। বিকাল ৪টা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
ফুটবল। ট্রাঙ্ক রোড। বিকাল সাড়ে তিনটে।
আসানসোল
ফুটবল প্রতিযোগিতা। আসানসোল স্টেডিয়াম। বিকাল ৪টা। |