মঙ্গলকোটের কুলশুনো, কাটোয়ার অর্জুনডিহি, কেতু্গ্রামের একটি বুথে ব্যালট পেপার ছিনতাইয়ের জন্য দুপুর থেকেই বন্ধ হয়ে যায় ভোট। বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেন ভোটকর্মীরা। আশায় থাকেন, গাড়ি আসবে তাঁদের নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গাড়ি আসেনি তখন। কারণ পাশের বুথগুলিতে ভোট শেষ হয়নি যে! তাই শেষ পর্যন্ত গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেই থাকতে হল তাঁদের।
|
জামুড়িয়ায় ভোটকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে অনুপ রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার জামুড়িয়ার ডাহুকা ভোটগ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনোহর রজকের সঙ্গে ওই ব্যক্তি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। মনোহরবাবুর অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
|
বেলা একটাতেও মহকুমাশাসক দফতর বা ব্লক দফতরে কার্যত কোনও কর্মী নেই। দফতরে কর্মী থাকবে কী করে? বেশির ভাগ কর্মীই গভীর রাতে বা ভোরে বাড়ি ফিরেছেন। তবে দুপুরের পর দফতরে আধিকারিক ও কর্মীদের একাংশকে দেখা গিয়েছে।
|
|
কাল পুনর্নির্বাচন |
|
|
ব্লক |
বুথ নম্বর, কেন্দ্র |
|
|
বারাবনি |
৬, বাঁশপাহাড়ি এফ পি স্কুল
|
|
|
বর্ধমান ১ |
১০৮,মল্লিরবাগান এফ পি স্কুল (২ নম্বর ঘর)
১০১, বাকলসা এফ পি স্কুল |
|
|
কেতুগ্রাম ১ |
১৮/১,মোরগ্রাম ড. জেড এইচ এম হাইমাদ্রাসা (১ নম্বর ঘর)
১৮/২, মোরগ্রাম ড. জেড এইচ এম হাইমাদ্রাসা (২ নম্বর ঘর)
|
|
|
মন্তেশ্বর |
১৬৬, গিরিগরনগর এফ পি স্কুল |
|
|
কেতুগ্রাম ২ |
২১,নিরোল হাই স্কুল (১ নম্বর ঘর)
২২, নিরোল হাই স্কুল (২ নম্বর ঘর) ৫৮/১, নারায়ণপুর এফ পি স্কুল
|
|
|
মঙ্গলকোট |
৯৪, শিমুলিয়া পূর্বপাড়া এফ পি স্কুল
১৪২, বঁইচি এফ পি স্কুল ১৪০/১, কুলসোনা ডিহিরপাড় এফ পি স্কুল (১ নম্বর ঘর) ১৪০/২, কুলসোনা ডিহিরপাড় এফ পি স্কুল (২ নম্বর ঘর)
|
|
|
আউশগ্রাম ২ |
১৯, মালিয়াড়া ডাকবাংলো (১ নম্বর ঘর) |
|
|
রায়না ১ |
১২৯/১, মেরাল এস সি পি ইনস্টিটিউশন (১ নম্বর ঘর)
১৩০/১, মেরাল এফ পি স্কুল (১ নম্বর ঘর)
১৩০/২, মেরাল এফ পি স্কুল (২ নম্বর ঘর)
|
|
|
কাটোয়া ২ |
৯৫, শিমুলগাছি এফ পি স্কুল |
|
|
কাটোয়া ১ |
৮৫, অর্জুনডিহি এফ পি স্কুল (১ নম্বর ঘর) |
|
|
গলসি ১ |
১০৮/১, রামপুর হাই স্কুল (১ নম্বর ঘর) |
|
|
জামুড়িয়া |
৩৬, ডাহুকা এফ পি স্কুল (১ নম্বর ঘর) |
|
|
১৮ জুলাই, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বুথগুলিতে
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে ভোট ফের নেওয়া হবে। |
|
|