গোর্খা লিগ নেতা মদন তামাং হত্যাকাণ্ডের বিচারকার্যের উপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। দার্জিলিং আদালতে এই মামলার শুনানি চলছিল। কিন্তু অভিযোগ উঠেছে, সিবিআই বারবার আদালতে শুনানির দিন অনুপস্থিত থাকছে। তাই অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করা হচ্ছে না। এই দিন প্রধান বিচারপতি আলতামাস কবির, বিচারপতি এফ এম আই কলিফুল্লা এবং বিক্রমজিৎ সেনের ডিভিশন বেঞ্চ মামলার বিচারকার্যের উপরে এই স্থগিতাদেশের সিদ্ধান্ত জানিয়েছেন। সেই সঙ্গেই আদালত সিবিআইকে তিন সপ্তাহের মধ্যে শুনানির সময়ে আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার কারণ জানাতে বলেছেন। মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাংয়ের আইনজীবী মুকুল রোহতগি বলেন, “মামলাটি চার্জ গঠনের স্তরে রয়েছে বলে এই স্থগিতাদেশ জরুরি।”
অখিল ভারতীয় গোর্খা লিগের সাধারণ সম্পাদক প্রতাপ খাতির দাবি, “সিবিআই-র তরফে মামলার তদন্তে বেশ কিছু অবহেলা বা গাফিলতি রয়েছে বলে বিচারক মনে করেছেন। সেই সঙ্গেই সিবিআই-কে তিন সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি লিখিত ভাবে কোর্টে জানাতে বলা হয়েছে।” গোর্খা লিগের সভানেত্রী ভারতীদেবী বলেন, “সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে আমরা খুশি।” তিনি বলেন, “প্রথমে পুলিশ, সিআইডি তার পরে সিবিআই। ঘটনার ঠিকঠাক তদন্ত হচ্ছিল না বলে আমাদের আশঙ্কা। তাই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের জন্য সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেছি।”
এই মামলার শুনানি অসমে করার জন্য আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। সর্ব্বোচ্চ আদালতে তাঁর আবেদনে মুকুল বলেন, “স্থানীয় আদালত চার্জ গঠনে তাড়াহুড়ো করছে।” ২০১০-এর ২১ মে দার্জিলিঙে অখিল ভারতীয় গোর্খা লিগের প্রেসিডেন্ট মদন তামাং খুন হন। তিনি একটি সভার প্রস্তুতির
তদারকি করছিলেন। সেখানে পুলিশও ছিল। পুলিশের সামনেই গোর্খা জনমুক্তি মোর্চার বহু সমর্থক অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়ে তাঁকে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ।
|