টুকরো খবর
নাবালিকার দেহ ঘিরে রহস্য
এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্য দানা বাঁধছে। শিলিগুড়ির কাওয়াখালির নিমতলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। নিমতলার বাসিন্দা ওই নাবালিকাকে ওই দিন বিকেলে গলায় দড়ি পেঁচানো অবস্থায় বাড়ির ছাদের বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশের ধারণা ঘটনাটি আত্মহত্যাই। যদিও পুলিশের সঙ্গে একমত নন মেয়েটির বাবা, মা ও এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে এবং সম্ভবত ধর্ষণও করা হয়ে থাকতে পারে। যদিও এখনও তাঁরা কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের ভূমিকায় তাঁদের ক্ষোভ রয়েছে বলে জানিয়েছেন পরিজনেরা। সোমবার দুপুরে মাটিগাড়া থানার পুলিশ চিকিৎসক নিয়ে যায় মৃতার বাড়িতে। তাঁরা ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর সম্ভাব্য কারণ খতিয়ে দেখেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামণ বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনাটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আমরা চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। তিনিও একই কথা বলেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।” বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের একটি সূত্রের দাবি। যদিও মৃতার বাবার দাবি,“আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাঁকে খুন করা হয়েছে। আমরা এই ঘটনার বিস্তারিত তদন্ত চাইছি।” এলাকার বাসিন্দা ও তৃণমূলের স্থানীয় নেতা রমেশ সরকার বলেন, “আমরা বিষয়টি নিয়ে আরও তদন্তের দাবি জানাচ্ছি। শীঘ্রই সমাধান না হলে আমরা পথ অবরোধ করব।” বিষয়টি নিয়ে ধন্দে রয়েছেন এলাকার সিপিএম পঞ্চায়েত সদস্য কেশব সিংহও। তিনি বলেন,“১১ বছরের মেয়ে আত্মহত্যা করবে বলে মনে হচ্ছে না। পুলিশ দেখছে। তারা যা করার করবে।” শনিবার দুপুরে নাবালিকার বাবা কাজে গিয়েছিলেন। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর স্ত্রীও পুজো দিতে গিয়েছিলেন। ভাইও দুপুরে বাইরে খেলতে যায়। সে প্রথমে সাড়ে ৩ টা নাগাদ বাড়ি এসে দিদিকে গলায় দড়ি দিয়ে হাঁটু গেড়ে পড়ে থাকতে দেখে। দড়িটি ছাদের বাঁশের সঙ্গে আটকানো ছিল। পরে পুলিশের উপস্থিতিতে দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যান পরিজনেরা। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

কলেজ তহবিলের অর্থ খরচে বিতর্ক
দিল্লির এক বেসরকারি সংস্থার তরফে দেওয়া ‘বিদ্যারত্ন পুরস্কার’ পেতে কলেজের তহবিলের অর্থ খরচের অনুমোদন দেওয়া নিয়ে হইচই পড়েছে। শিলিগুড়ি কলেজের ঘটনা। কলেজের কয়েকজন শিক্ষক এ ব্যাপারে অভিযোগ তোলায় তা খতিয়ে দেখতে সোমবার কলেজে আসেন জলপাইগুড়ির ডেপুটি রিজিওনাল এডুকেশন অফিসের দুই প্রতিনিধি। ওই অফিস থেকে কলেজের শিক্ষকদের বেতন-সহ খরচের কয়েকটি বিষয় দেখভাল করা হয়। অভিযোগ, কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই গত ২৯ এপ্রিল দিল্লিতে ওই পুরস্কার আনতে যান। অভিযোগ, কলেজের পরিচালন সমিতিকে ভুল বুঝিয়ে তিনি ওই পুরস্কারের জন্য মনোনয়ন পেতে আবেদন পাঠানোর ফি এবং যাতায়াতের খরচ কলেজের তহবিল থেকে নিয়েছেন। অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। পরিচালন সমিতিকে বিষয়টি জানিয়েছিলাম। তারা আমাকে অভিনন্দন জানিয়ে ওই খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখনও তহবিল থেকে আমি সেই টাকা নিইনি।” এ দিন ডেপুটি রিজিওনাল এডুকেশন অফিসার দেবজিৎ ঝাঁ এবং তাঁর দফতরের অপর আধিকারিক শান্তনু চক্রবর্তী বিষয়টি খতিয়ে দেখতে আসেন। কলেজের টাকা যে কোনও খাতে খরচ করতে সরকারি অনুমোদন দরকার বলে পরিচালন সমিতির সদস্যদের একাংশ দাবি করেন। তাঁদের অন্যতম প্রদীপ কুমার দত্ত বলেন, “সভাপতিকে ভুল বুঝিয়ে অধ্যক্ষ কলেজ তহবিল থেকে তাঁর পুরস্কার আনতে যাতায়াত খরচ, রেজিস্ট্রেশন ফি নেওয়ার সম্মতি আদায় করেছেন। তা ছাড়া জন্য তাঁর মনোনয়নের বিষয়টি পরিচালন সমিতি জানত না।”

আক্রান্ত স্বামী
স্ত্রীর উপর অত্যাচার করার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার শিলিগুড়ির বাগডোগরার ভুজিয়াপানিতে ঘটনাটি ঘটেছে। জখম ব্যক্তির নাম মঙ্গু সিংহ। পেশায় গাড়ি চালক ওই ব্যক্তির বাড়ি পঞ্জাবের পাতিয়ালার বানানুরে। তিনি ডুয়ার্সে বানারহাট থানার নাথুয়াতে থাকেন। তাঁর অভিযোগ, শিশু ছেলেকে নিয়ে স্ত্রী রানু বিশ্বাস তাকে ছেড়ে চলে আসেন। রানুদেবী ভুজিয়াপানিতে তাঁর মায়ের কাছে থাকেন। ওই দিন মঙ্গুবাবু ছেলেকে দেখতে গেলে স্ত্রী, দুই শ্যালক এবং শাশুড়িরা মিলে তাঁকে ধরে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ ক্ষতবিক্ষত করে দেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে গেলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি। সোমবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মঙ্গুবাবুকে ছুটি দেওয়া হয়েছে।

সনিয়াকে ফ্যাক্স পাঠাল মোর্চা
পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবির সমর্থন চেয়ে সনিয়া গাঁধীর কাছে ফ্যাক্স পাঠালেন মোর্চা নেতৃত্ব। সোমবার গোর্খা রঙ্গমঞ্চ ভবনে এক বৈঠকের পর ফ্যাক্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় মোর্চার পক্ষ থেকে। কংগ্রেস কার্যকরী কমিটির সভানেত্রী হিসেবে এই ফ্যাক্স পাঠানো হয়েছে। এক পাতার ফ্যাক্সে তেলেঙ্গানা নিয়ে কংগ্রেসের সমর্থনের প্রসঙ্গ উল্লেখ করে গোর্খাল্যান্ড নিয়ে মোর্চার দাবিকে সমর্থনের আহ্বান জানানো হয়। মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গের সই করা এই ফ্যাক্স পাঠিয়ে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তিনি বলেন, “কংগ্রেস তেলেঙ্গানা নিয়ে যেভাবে উদ্যোগী হচ্ছে, তাতে আমরা উৎসাহিত বোধ করছি। তাঁদের কাছে আমাদের গোর্খাল্যান্ড নিয়েও একই রকম উদ্যোগ আশা করছি। সে কারণেই আজকের এই ফ্যাক্স বার্তা পাঠানো হল।” এদিন দুপুর দুটোয় বৈঠকে বসেন মোর্চা কেন্দ্রীয় কমিটির মোট ১২ জন সদস্য। উপস্থিত ছিলেন বিমল, রোশন ছাড়াও ত্রিলোক দেওয়ান বলে মোর্চা সূত্রে জানা গিয়েছে।

বৈষম্যের অভিযোগ
পঞ্চায়েত নির্বাচনে নিযুক্ত পোলিং অফিসারদের প্রশিক্ষণের পারিশ্রমিক দেওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা প্রসাশনের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ, অন্য এলাকায় এবং পাশের কোচবিহার জেলায় ৮০০ টাকা দেওয়া হলেও আলিপুরদুয়ারে দেওয়া হয়েছে ৬২৫ টাকা। সোমবার পুরসভার কর্মচারীরা এই বৈষম্যের বিরুদ্ধে আলিপুরদুয়ার মহকুমাশাসক, জেলাশাসক, নির্বাচন কমিশনের কাছে অভিযোগপত্র পেশ করেছেন। আন্দোলনকারীদের পক্ষে সুব্রত সরকার এই দিন জানিয়েছেন, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামা হয়েছে। এ প্রসঙ্গে জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র এ দিন বলেছেন, “দু’দফায় প্রশিক্ষণের জন্য ৮০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এক দফায় ৬২৫ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকাটা দ্বিতীয় দফার প্রশিক্ষণের পর তাঁদের হাতে দেওয়া হবে।”

গাঁজা পাচারে ধৃত
কোটি টাকার বেশি মূল্যের গাঁজা সহ পাচারকারী সন্দেহে ২ জনকে গ্রেফতার করল বিএসএফ ও কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে ঘোষপুকুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। ‘অন আর্মি ডিউটি’ লাগানো ট্রাকে আসবাবপত্রের আড়ালে পাচার হচ্ছিল। মোট ২৩৩০ কেজি গাঁজা ১১৬ টি প্যাকেটে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিএসএফ সূত্রের খবর। ট্রাকটির চালক রাকেশ শর্মা ও তাঁর সহকারী চন্দন মণ্ডলকে ধরে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়।

দল বদল
তৃণমূল ছেড়ে গোর্খা জনমুক্তি মোর্চা যোগ দিলেন দুই নেতা। সোমবার ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অনুষ্ঠানে বাগরাকোট অঞ্চল তৃণমূল নেতা এসকে খেরকা ও পঞ্চায়েত সদস্য অনিত বিশ্বকর্মা তাঁদের দলে যোগ দেন বলে মোর্চার কেন্দ্রীয় কমিটি সদস্য বাগরাকোটের নেতা বিনোদ ঘাতানি জানান, তৃণমূল জানায়, এতে দলে প্রভাব পড়বে না।

কলেজে বিক্ষোভ
বি এড পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তার অভিযোগে চার ঘণ্টা শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন শতাধিক ছাত্রছাত্রী। সোমবার ফালাকাটা বি এড কলেজের ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.