এসএমএসে ‘মাওবাদীদের’ হুমকি মদনকে
দু’দিন আগে তিনি দাবি করেছিলেন, নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলঘরিয়া এলাকায় মাওবাদীরা ঘাঁটি গেড়ে মহাকরণ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হামলা ও নাশকতার ছক কষছে। আর সোমবার রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র সোজাসুজি অভিযোগ করলেন, মাওবাদীরা এসএমএস করে তাঁকে ভয় দেখাচ্ছে। রবিবার রাতে তিনি ওই এসএমএস পান বলে জানান মন্ত্রী। এসএমএসের বিষয়টি নিয়ে তিনি কলকাতা পুলিশকেও জানিয়েছেন বলে মন্ত্রী জানান। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-ও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এসএমএস করে মন্ত্রীকে কী বলা হয়েছে? মদনবাবু জানান, তাঁর মোবাইলে আসা এসএমএসটি এই রকম: ‘এক মদনের মদতে তৃণমূল-বিরোধী যে কোনও ব্যক্তিকে মাওবাদী বলে চিহ্নিত করা হচ্ছে। ‘গেস্টাপো’ বাহিনীও তৈরি করা হচ্ছে। শেষের সেই দিন বড় ভয়ঙ্কর। —ভাই রূপচাঁদ।’ প্রেরক হিসেবে একটি সংগঠনের নামও দেওয়া হয়েছে ওই এসএমএসের সঙ্গে। সংগঠনটি অতি বাম রাজনীতি ও মানবাধিকার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত বলে রাজ্যে পরিচিত। মদনবাবু অবশ্য দাবি করেন, “ওটি নকশালপন্থী সংগঠন। বিভিন্ন লোককে হুমকি দেওয়াই ওদের কাজ।” মন্ত্রী জানান, এসএমএসটি যে নম্বর থেকে এসেছে, সেটি তিনি কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থকে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন মন্ত্রী।
শনিবারই পরিবহণমন্ত্রী দাবি করেন, বেলঘরিয়ায় ঘাঁটি গেড়ে মাওবাদীরা গোটা রাজ্যে নাশকতার ছক কষছে। তিনি জানান, প্রতি দিন বিকেলে বেলঘরিয়া স্টেশন চত্বরে মাওবাদীরা জড়ো হচ্ছে, বৈঠক করার পর সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তারা। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ ওই দিনই জানিয়েছিল, এমন খবর তাঁদের কাছে নেই। রাজ্য গোয়েন্দা শাখারও (ইনটেলিজেন্স ব্রাঞ্চ) বক্তব্য, বেলঘরিয়ায় মাওবাদীদের ঘাঁটি গাড়ার খবর তাদের কাছে নেই। কিন্তু গোয়েন্দাদের বক্তব্য, মাওবাদীদের কয়েকটি প্রকাশ্য সংগঠনের সদস্য-সমর্থকেরা বেলঘরিয়া-সহ উত্তর শহরতলির বিভিন্ন জায়গায় বৈঠক করছে, বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কাজ করছে।
মহাকরণে এ দিন ওই এসএমএসের প্রসঙ্গে মদনবাবু বলেন, “সাহস থাকলে মাওবাদীরা প্রকাশ্যে রাস্তায় নেমে লড়াই করুক। আমরা তৈরি, জনগণ জবাব দেবে। লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কেন?” এ দিনও মদনবাবু অভিযোগ করেন, সিপিএম এবং মাওবাদীরা এক হয়ে হামলার ছক করছে।
মহাকরণে পরিবহণমন্ত্রী জানান, পুলিশ কমিশনার মোবাইল নম্বরটি নিয়ে তদন্ত শুরু করেছেন। মন্ত্রীর কথায়, “আমরা গোটা বিষয়ের উপর নজর রাখছি। ওরা আসলে (মাওবাদীরা) ভয় পেয়ে হুমকি দিচ্ছে।” রাজ্য পুলিশের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, দমদম এবং বারাসত এলাকায় নজরদারি শুরু করা হয়েছে।
কলকাতা পুলিশের এক শীর্ষকর্তা বলেন, “মন্ত্রী মদন মিত্র এসএমএসের বিষয়টি জানানোর পরেই আমরা খোঁজখবর নিতে শুরু করেছি। দেখা হচ্ছে, কে বা কারা, কী উদ্দেশ্যে ওই এসএমএস পাঠিয়েছে। প্রয়োজনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত কিংবা অভিযুক্তদের গ্রেফতারও করা হবে।”

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.