টুকরো খবর
রাজনৈতিক সংঘর্ষে দিনভর উত্তপ্ত বসিরহাট
সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর, রাস্তা অবরোধ, বিক্ষোভের মতো ঘটনায় সোমবার দিনভর উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট মহকুমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ হাড়োয়ার সোনারপুর-শঙ্কারপুর পঞ্চায়েতের নজরনগর গ্রামের ওক্তেরপুকুর এলাকায় সিপিএম প্রচার করছিল। সে সময় তৃণমূলের কয়েকজন মোটরসাইকেলে করে এসে তাঁদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। গুলি ও বোমা ছুঁড়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়। অন্যদিকে, রবিবার পানীয় জলের কল পোঁতাকে কেন্দ্র করে বাদুড়িয়ার শায়েস্তানগরের কাহার পাড়ায় দু’পক্ষে সংঘর্ষ হয়। তৃণমূলের তিন জনকে গুরুতর আহত অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। অন্যদিকে, হিঙ্গলগঞ্জের কালিতলায় চুরির অভিযোগে একজনকে ধরা হলে সোমবার সকাল থেকে হেমনগর উপকূলবর্তী থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সিপিএম। পুলিশের অভিযোগ, ওই অভিযুক্তকে ধরতে গেলে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। শেষে বসিরহাটের এসডিপিও বিশাল বাহিনী নিয়ে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন। সোমবার সন্ধ্যায় বসিরহাটের বাঁশঝাড়ি তৃণমূলের সফিকুল নামে এক ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। হাসনাবাদের ভবানীপুর-২ পঞ্চায়েতে গৌতম দেবের সভায় যোগ দিতে আসা এক সিপিএম কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পেলেই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিবু যাদব জেল হাজতেই
ব্যারাকপুরের সদরবাজার ও মণিরামপুরে হাঙ্গামার ঘটনায় ধৃত শিবু যাদবের জামিনের আবেদন গ্রাহ্য করেছে আদালত। তবে বেআইনি অস্ত্র রাখার মামলায় জামিন না হওয়ায় শিবু জেল হেফাজতেই থাকছে। ৬ জুন ব্যারাকপুরের সদরবাজারে রাতে খুন হন জিতুলাল তাঁতি নামে এক যুবক। এই ঘটনা ঘিরে শিবু যাদবের দলবল ব্যারাকপুরের ওই এলাকায় রাতেই এক দফা হাঙ্গামা করে। পরদিন ভোর থেকে প্রায় চার ঘণ্টা ধরে সদরবাজার ও মণিরামপুরে ভাঙচুর, পথচারীদের মারধর, দোকানপাট বন্ধ করে প্রায় চার ঘণ্টা ধরে তাণ্ডব চালায় শিবুর শ’দেড়েক শাগরেদ। ছবি তুলতে গেলে দুই চিত্র সাংবাদিক ওই বাহিনীর হাতে প্রহৃত হন। এর পরেই শিবু ব্যারাকপুর থেকে পালায়। পরে বিহার পুলিশের হাতে ৮ সঙ্গী-সহ ধরা পড়ে। তাকে আনা হয় ব্যারাকপুরে। আদালতের নির্দেশেই শিবু জেল হাজতে ছিল। এ দিন ব্যারাকপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের আদালতে শিবু ও তার ৮ সঙ্গীকে ফের হাজির করানো হলে তিনি ব্যারাকপুরের ঘটনায় তাদের জামিন দেন। তবে অস্ত্র মামলায় শিবুর জামিন গ্রাহ্য করেনি আদালত। ফলে শিবু ছাড়া তার ৮ সঙ্গী আপাতত জামিনে মুক্তি পেয়েছে।

পুরনো খবর:
তৃণমূলের মিছিলে বোমা, জখম ১
বোমার আঘাতে জখম হলেন এক তৃণমূল কর্মী। সোমবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। জখম মসলেম মোল্লা নামে গ্রামট্যাংরা এলাকার ওই বাসিন্দাকে প্রথমে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এ দিন, রাতে এলাকায় তৃণমূলের নির্বাচনী মিছিল বের হয়। ওই মিছিল লক্ষ্য করে কে বা কারা বোমা ছোড়ে। রাজনৈতিক কারণে এই হামলা চালানো হয়েছে বলে দাবি জখমের পরিবারের। বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‌ দাসের দাবি, “সিপিএম পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।” অবশ্য সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছে।

মন্ত্রীর অনুদান
ক্রীড়াসংস্থার পরে ক্রীড়া ও পরিবহণমন্ত্রীর অনুদানের তালিকায় এ বার নাট্য উত্সব কমিটি। সোমবার কামারহাটির নজরুল মঞ্চে একটি নাট্যোত্সবে যোগ দিয়ে উত্সব কমিটিকে ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র। দশ দিন ব্যাপী ওই নাট্যোত্সবে সোমবার ওই অনুদানের কথা ঘোষণা করেন মন্ত্রী। যদিও কোন খাত থেকে তিনি ওই অর্থ দেবেন, তা বলেননি।

জলে নিখোঁজ
স্নান করতে নেমে ডুবে গেলেন এক ব্যক্তি। সোমবার পশ্চিমবন্দর থানা এলাকার বজবজের কাছে কালীবাড়ি ঘাটে। পুলিশ জানায়, ভাস্কর মণ্ডল (৪৩) নামে ওই ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার উত্তর বাওয়ালির বাসিন্দা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.