তৃণমূল তাঁকে খুনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। পাশাপাশি ধনেখালিতে পুলিশ লকআপে নিহত তৃণমূলকর্মী কাজী নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবিকেও খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মান্নানের অভিযোগ।
কিছুদিন আগেই তাঁর নিরাপত্তারক্ষীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে মান্নান আগেই অভিযোগ করেছিলেন। সেই অভিযোগেরই পুনরাবৃত্তি করে সোমবার মান্নান বলেন, “ধনেখালি কাণ্ডে সরব হওয়ার পরেই আমার নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন হুগলির পুলিশ সুপার। বিভিন্ন সময়ে আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তারক্ষী সরানো বা হত্যার হুমকি সবটাই ধনেখালি-কাণ্ডের প্রেক্ষিতে, সেটা বুঝতে পারছি।”
ধনেখালি-কাণ্ডের পর স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধে পুলিশকে প্রভাবিত করার অভিযোগ ওঠে। ওই ঘটনার সিবিআই তদন্ত দাবি করে কংগ্রেস। আদালতের নির্দেশে এখন সিবিআই তদন্ত চলছে নাসিরুদ্দিন-কাণ্ডে। নাসিরুদ্দিনের মৃত্যু নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই নানা ভাবে মান্নানকে হেনস্থা করার চেষ্টা চলছে বলে কংগ্রেসের অভিযোগ। এ দিনও মান্নান অভিযোগ করেন, “পুলিশের সামনে আমাকে এবং মানুজাকে তৃণমূল অকথ্য গালিগালাজ করছে ও হত্যার হুমকি দিচ্ছে। আমার বা মানুজার কিছু হলে মুখ্যমন্ত্রী, হুগলির পুলিশ সুপার এবং অসীমা দায়ী থাকবেন।”
|