|
|
|
|
টুকরো খবর |
বধূকে গণধর্ষণ চুঁচুড়ায়, ধৃত দম্পতিকে জেরা
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
চুঁচুড়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ধৃত দম্পতিকে জেরা করেও বাকি অভিযুক্তদের খোঁজ মেলেনি। মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে ইমামবাড়া হাসপাতালে। গত মঙ্গলবার চুঁচুড়া স্টেশন-সংলগ্ন আনন্দমঠ এলাকায় ওই বধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই মহিলা পরিচারিকার কাজ করেন। পুলিশকে তিনি জানান, প্রতিবেশী মাধবী পাসোয়ান ওরফে পূজা নামে আর এক পরিচারিকা তাঁকে কারখানায় কাজ পাইয়ে দেবে বলেছিল। আনন্দমঠ এলাকায় একটি কারখানার সামনে তাঁকে নিয়ে যায় পূজা। সেখানে একটি গাড়িতে দুই যুবকের সঙ্গে অপেক্ষা করছিল পূজার স্বামী সন্দীপ। সে পেশায় দিনমজুর। মহিলার দাবি, দুই যুবকের সঙ্গে কথা বলতে বলে পূজা ও তার স্বামী চলে যায়। মহিলাকে জোর করে গাড়িতে তোলে দুই যুবক। নাকে কাপড় চেপে ধরে আচ্ছন্ন করে ফেলে। চন্দননগরের গঞ্জেরবাজারে একটি বাড়িতে নিয়ে গিয়ে দুই যুবক এবং গাড়ির চালক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতে মহিলাকে চুঁচুড়া স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে রেখে যায় দুর্বৃত্তেরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। বধূর স্বামী চুঁচুড়া থানায় পূজা ও সন্দীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শনিবারই ধরা পড়ে দম্পতি। রবিবার চুঁচুড়া আদালতের বিচারক তাদের পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
বিদ্যুত্স্পৃষ্ট, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্নানের সময়ে পুকুরের উপর দিয়ে যাওয়া একটি তার ছিঁড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার, সাঁতরাগাছির ফরিদপুর ব্লকে। মৃত নির্মল দে (৫৪) স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, নির্মলবাবুকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন শুভেন্দু দে নামে এক যুবকও। স্থানীয়েরা দু’জনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে নির্মলবাবুকে মৃত ঘোষণা করা হয়। শুভেন্দুকে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, অলোক দাস নামে এক ব্যক্তির বাড়ির মিটার বক্স পুকুরের অন্য পারে হওয়ায় পুকুরের উপর দিয়ে বিদ্যুতের তার আনা হয়েছিল। তা ছিঁড়েই দুর্ঘটনা। |
|
|
|
|
|