অর্থনীতি নিয়ে হতাশার ছবি সত্ত্বেও সাত সপ্তাহ পরে ২০ হাজারের মুখ দেখল সেনসেক্স।
গত শুক্রবার বাজার বন্ধের পরে প্রকাশিত হয় শিল্পোত্পাদন কমে আরও তলানিতে নেমে আসার পরিসংখ্যান। পাশাপাশি, বাজারের আশঙ্কায় ইন্ধন জোগায় খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ১০ শতাংশের দিকে আরও এগিয়ে আসার খবর। তার প্রভাবে সোমবার সকালে ১৯,৮৮৩.১৯ পয়েন্টে নেমেও যায় সেনসেক্স। কিন্তু পরের দিকে লোকসান কাটিয়ে উঠে বাড়তে থাকে সূচক। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে তা ৭৬ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ২০,০৩৪.৪৮ পয়েন্টে। এ নিয়ে পরপর তিন দিন বাড়ল সেনসেক্স।
শেয়ার বাজার চাঙ্গা থাকা সত্ত্বেও সোমবার ডলারে টাকার দাম পড়েছে ৩৩ পয়সা। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৯.৮৯ টাকা। টাকা এ দিন ঘোরাফেরা করে ৫৯.৭৭ থেকে ৬০.০৭-এর মধ্যে। যার জেরে উদ্বিগ্ন রিজার্ভ ব্যাঙ্ক সোমবারই টাকার হাল ফেরাতে বেশি রাতে ঘোষণা করল একগুচ্ছ ব্যবস্থা। মূলত বাণিজ্যিক ব্যাঙ্কের নগদ সংগ্রহের খরচ বাড়িয়ে তার জোগানে রাশ টানতে চায় শীর্ষ ব্যাঙ্ক। পাশাপাশি, সরকারি ঋণপত্র বিক্রি করে গোটা অর্থনীতিতে টাকার জোগান কমিয়ে আনাই লক্ষ্য তাদের। বিশেষজ্ঞদের মতে এর প্রভাবে ডলারে টাকার সরবরাহ কিছুটা কমলে তা টাকার দাম বাড়াতে সাহায্য করবে।
এ দিন সেনসেক্সের ‘ম্যাজিক’ অঙ্ক ২০ হাজার ছোঁয়ার পেছনে বাজার বিশেষজ্ঞরা যে-সমস্ত কারণ চিহ্নিত করেছেন, তার মধ্যে রয়েছে:
• পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসেব করা মূল্যবৃদ্ধির হার জুনে বাড়লেও তা ৫ শতাংশের নীচে থাকা।
• প্রথম সারির শিল্প সংস্থাগুলির কাছ থেকে ভাল আর্থিক ফলের আশা।
• এশীয় ও ইউরোপীয় শেয়ার বাজারে চাঙ্গা ভাব।
• বিদেশি লগ্নিকারীদের ভারতের বাজারে ফিরে আসা।
চার মাস ধরে কমার পর জুনে সার্বিক মূল্যবৃদ্ধির হার বেড়ে ছুঁয়েছে ৪.৮৬ শতাংশ। মে মাসের হার ৪.৭০ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই তা ঊর্ধ্বমুখী বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। আলাদা করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ৯.৭৪ শতাংশ। পেঁয়াজ, চাল ইত্যাদির চড়া দামই টেনে তুলেছে মূল্যবৃদ্ধিকে। শুধু শাক-সব্জির দামই বেড়েছে ১৬.৪৭ শতাংশ। মে মাসে তা ছিল মাত্র ৪.৮৫ শতাংশ। পেঁয়াজের দাম জুনে বেড়েছে ১১৪%। মে মাসে তা ছিল ৯৭.৪০%। কিন্তু এই নেতিবাচক পরিসংখ্যানও দমিয়ে রাখেনি শেয়ার বাজারকে। বিশেষজ্ঞদের মতে, তার কারণ, চড়া মূল্যবৃদ্ধির হাত থেকে যে এখনই নিস্তার নেই, সেটা বাজারের প্রত্যাশিতই ছিল। বরং তা ৫ শতাংশের নীচে থাকাতেই সন্তুষ্ট তারা। অন্য দিকে খুব শীঘ্রই ইনফোসিসের মতো ভাল ফলাফল প্রকাশ করবে অন্যান্য সংস্থা, এই আশাতেই এ দিন ২০ হাজারের বাধা টপকে যায় সূচক। তবে সেনসেক্স এই উত্থান আপাতত ধরে রাখতে পারে কি না, সেটাই এখন চিন্তা বিনিয়োগকারীদের।
|