সিঙ্গুর আর শিল্পসভা, দুই নিয়েই নীরব সাইরাস
সোমবার কলকাতা দু’টি প্রশ্নের মুখোমুখি হলেন টাটা গোষ্ঠীর নতুন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। এক, সিঙ্গুর নিয়ে টাটাদের ভাবনা কী? দুই, আগামী মাসে মুম্বইতে মুখ্যমন্ত্রীর ডাকা শিল্প সম্মেলনে কি তিনি উপস্থিত থাকবেন? দু’টি প্রশ্নেই নিরুত্তর রইলেন রতন টাটার উত্তরসূরি।
এ দিন সিঙ্গুরে পঞ্চায়েত ভোট শুরুর কয়েক ঘণ্টা পরেই শহরে টাটা গ্লোবাল বেভারেজেস-এর (আগের টাটা টি) ৫০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের মুখোমুখি হয়েছিলেন সাইরাস মিস্ত্রি।
টাটা গ্লোবাল বেভারেজেস-এর সভায় যাওয়ার পথে টাটা
গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। ছবি: সুমন বল্লভ
সংস্থাটির সঙ্গে সিঙ্গুরের কোনও যোগসূত্র না থাকলেও সুপ্রিম কোর্টের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানকার জমি নিয়ে টাটাদের ভাবনার কথা জানতে চান একাধিক শেয়ারহোল্ডার। গত বছর রতন টাটা এই সভাতেই প্রশ্নের জবাবে বলেছিলেন, সিঙ্গুরের ঘটনা তাঁর মনে কোনও উষ্মার উদ্রেক করে না। বরং দুঃখের অনুভূতি জাগায়। সাইরাস অবশ্য এ দিন সিঙ্গুর প্রসঙ্গে রা কাড়েননি। সভার পরে ফের এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই মুহূর্তে বিষয়টি আদালতের বিচারাধীন। তাই এ নিয়ে কোনও মন্তব্য করতে পারব না।” সাইরাস একই ভাবে এড়িয়ে গিয়েছেন মুম্বইয়ের শিল্প সম্মেলনের প্রসঙ্গ। মহাকরণ সূত্রের খবর, টাটা গোষ্ঠীর কর্ণধার হিসেবে সাইরাসকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা, সেই প্রশ্নের জবাব এ দিন সাইরাস দেননি।
তবে এ দিনের সভায় এ রাজ্য নিয়ে টাটাদের সার্বিক ভাবনা সম্পর্কিত প্রশ্নের জবাবে মিস্ত্রি বলেন, “টাটা-রা কখনও পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যায়নি। যাবেও না।” তাঁর এই মন্তব্যের কোনও ব্যাখ্যা খুঁজতে অবশ্য শিল্পমহলের অনেকেই নারাজ। বস্তুত, গত বছরের সভায় রতন টাটাও বলেছিলেন, শিল্পগোষ্ঠী হিসেবে বা ব্যক্তিগত ভাবে রাজ্য থেকে চলে যাওয়ার কোনও ইচ্ছে তাঁদের নেই। শুধু তা-ই নয়, রাজনৈতিক স্তরে বন্ধুত্বপূর্ণ পরিবেশ পেলে টাটা মোটরস-ও ভবিষ্যতে রাজ্যে লগ্নি করতে পারে। সাইরাস এ দিন জানিয়েছেন, টাটা গ্লোবাল বেভারেজেস-এর সদর দফতর কলকাতা থেকে সরানোর কোনও ভাবনাও তাঁদের নেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.