টুকরো খবর
হাইকোর্ট সায় দিলে জট খুলবে আজই
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমঝোতা প্রস্তাবে হাইকোর্ট সন্তুষ্ট হলে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নতুন পাঠ্যপুস্তক পাওয়া নিয়ে জট আজ, সোমবারই কাটতে চলেছে। একাদশ শ্রেণির বই ছাপার বরাত নিয়ে অনিয়মের অভিযোগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে মামলা করেছে একটি প্রকাশনা সংস্থা। ওই সংস্থার সঙ্গে আলোচনায় একটি সমাধানসূত্র মিলেছে বলে সংসদ সূত্রে জানানো হয়েছে। আজ, সোমবার আদালতে সেই প্রস্তাব জানানো হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যদি প্রস্তাবের সঙ্গে সহমত হন, তা হলে মঙ্গলবার থেকেই ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক সংগ্রহ করতে পারবেন বলে হাইকোর্ট সূত্রের খবর। ওই সূত্রটি বলেন, প্রস্তাবিত রফাসূত্র অনুযায়ী আবেদনকারী প্রকাশনা সংস্থা আগামী বছর এই পাঠ্যপুস্তক ছাপা ও বিক্রি করার অনুমতি পাবে। এ বার যে প্রকাশনা সংস্থা বই ছেপেছে, চলতি শিক্ষাবর্ষের জন্য তাদের সেই বই বিক্রি করতে কোনও বাধা থাকবে না। ছাত্রছাত্রীদের মুখ চেয়ে কলকাতা হাইকোর্ট এই প্রস্তাবে সম্মত হলেও এই মামলাকে ঘিরে অন্য একটি প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। সংসদ কেন ৫ কোটি টাকা লোকসান করেও সর্বোচ্চ দরদাতাকে বই ছাপার অনুমতি দিল না, কেনই বা ১০ শতাংশ কম রয়্যালটি দেওয়া প্রকাশনা সংস্থাকে বরাত দেওয়া হল সেই সব অভিযোগের মীমাংসা কিন্তু হয়নি। আবেদনকারী প্রকাশনা সংস্থা ৩৫ শতাংশ হারে রয়্যালটি দিতে চেয়ে টেন্ডারে অংশগ্রহণ করেছিল বলে দাবি। তারাই ছিল সর্বোচ্চ দরদাতা। টেন্ডার খোলার দিন তাদের সর্বোচ্চ দরদাতা হিসাবে ঘোষণাও করা হয়। কিন্তু তার পর কম দরদাতা একটি প্রকাশনা সংস্থার হাতে সংসদ বই ছাপার বরাত তুলে দেওয়া হয় বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে কোন যুক্তিতে সংসদ এই বরাত দিয়েছিল। ছাত্রছাত্রীদের স্বার্থে পাঠ্যপুস্তক সরবরাহের কাজ চালু হলেও সংসদের কর্মপদ্ধতির বিচার আলাদা ভাবে চলতেই পারে বলে মনে করছেন আদালতের সূত্রটি।

পুরনো খবর:

শালতোড়া ও সবংয়ে নির্বিঘ্নে পুনর্নির্বাচন
কড়া নিরাপত্তায় নির্বিঘ্নেই মিটল পুনর্নির্বাচন পর্ব। রবিবার বাঁকুড়ার শালতোড়ার একটি বুথে এবং পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তিনটি বুথে ফের ভোট নেওয়া হয়। শালতোড়ায় ভোট পড়েছে ৮৬.৩৩ শতাংশ। সবংয়ে ভোটের হার প্রায় ৮৫ শতাংশ। বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী বলেন, “শান্তিপূর্ণ ভাবেই ভোট মিটেছে।” সবংয়ের বিডিও কৌশিক চট্টোপাধ্যায়েরও বক্তব্য, “এ দিন গোলমালের কোনও ঘটনা ঘটেনি।” তবে শালতোড়ায় সিপিএম কর্মী-সমর্থকদের ভোট না দেওয়ার জন্য এ দিনও তৃণমূলের লোকজন শাসিয়েছে বলে অভিযোগ করেছেন সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্র। এ নিয়ে কোনও অভিযোগ পাননি বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার। গত বৃহস্পতিবার প্রথম দফা ভোটের দিন শালতোড়া ও সবং-এ অশান্তি বাধে। শালতোড়া ব্লকের ঢেকিয়া গ্রাম পঞ্চায়েতের গোসাইডি প্রাথমিক বিদ্যালয়ের বুথে ঢুকে কিছু দুষ্কৃতী ভোটকর্মীদের মারধর করে বাক্স ভেঙে ব্যালট পেপার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। যাওয়ার সময় ভোটকর্মীদের তালা মেরে চলে যায় তারা। সবংয়ের বুড়াল এলাকার ওই তিনটি বুথেও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ওঠে।

আজ, নন্দীগ্রাম সিঙ্গুরে ভোট
দ্বিতীয় দফায় আজ, সোমবার ভোটগ্রহণ হবে পূর্ব মেদিনীপুর, হুগলি ও বর্ধমান জেলায়।
কমিশন জানিয়েছে, ৩ জেলায় ভোটার ৯৬ লক্ষ ২৫ হাজার ২১২ জন। মোট আসন ১২ হাজার ৮৬৯টি, যার ২৭৯৯টিতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতে গিয়েছেন। এমন প্রার্থীর সংখ্যা সর্বাধিক হুগলিতে। কমিশন-সূত্রের খবর: এই জেলায় গ্রাম পঞ্চায়েতের ১২২০ জন, পঞ্চায়েত সমিতিতে ২১৭ জন এবং জেলা পরিষদে ৬ জন প্রার্থী বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন। বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৮১১ জন, পঞ্চায়েত সমিতিতে ১২৭ জন। পূর্ব মেদিনীপুরে সংখ্যাটা যথাক্রমে ৩৬২ ও ৫৬। এ দফায় অন্যতম আকর্ষণ নন্দীগ্রাম ও সিঙ্গুর। দু’জায়গার জমি আন্দোলনই বাম সরকারের বিরুদ্ধে মমতাকে অস্ত্র জুগিয়েছিল। নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে আগ্রহ সেই কারণেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.