টুকরো খবর
বিজেপির সঙ্গে সর্ম্পক রাখছেন মমতা, প্রদীপ
বসিরহাটে নির্বাচনী জনসভায় প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য।—নিজস্ব চিত্র।
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিপিএম নেতাদের টাকার হদিসের প্রসঙ্গ টেনে সিপিএমকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি কেনাকেও ব্যঙ্গ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। এ দিন বসিরহাটের পিঁফা তেঁতুলতলায় এক নির্বাচনী জনসভায় প্রদীপবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেস করতেন বলে ওঁনার লজ্জা করে। এই কংগ্রেসের সাহায্য নিয়েই উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ক্ষমতা থাকলে লোকসভায় একা লড়ে জিতে দেখান। লোকসভায় সিপিএম কিংবা তৃণমূল কারোও সঙ্গেই থাকবে না কংগ্রেস।” তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেন, “সিপিএম ও তৃণমূল বিজেপিকে মদত দিচ্ছে। তাঁরা এক হয়ে লোকসভায় খাদ্য সুরক্ষা বিল পাশ করতে দিচ্ছে না। এ রাজ্যর মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গোপন সর্ম্পক তৈরি করেছেন। তাই বিজেপি সর্ম্পকে কিছু বলেন না।” প্রদীপবাবু এ দিন তৃণমূলকে ‘বেইমান’ বলে উল্লেখ করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের টাকা রাজ্যের কোন ব্লকে কত খরচ হয়েছে তার তদন্তও চান। সভায় প্রদীপবাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অসিত মজুমদার, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

পাথরপ্রতিমায় সিপিএমকে কটাক্ষ শুভেন্দুর
পঞ্চায়েত ভোটের প্রচারে দক্ষিণ ২৪ পরগনায় এসে সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। রবিবার কাকদ্বীপ ও পাথরপ্রতিমায় দু’টি সভা করেন তিনি। পাথরপ্রতিমার সভায় শুভেন্দুবাবু বলেন, “সুশান্ত ঘোষ, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো সিপিএম নেতারা খুনের রাজনীতি করে পশ্চিমবঙ্গকে নরকঙ্কাল বানিয়েছে। এই সভা থেকে সিপিএম ৩৪ বছরের কাজের থেকে নতুন সরকার বেশি কাজ করেছে বলে জানান তিনি। তৃণমূল সাংসদের দাবি, “নির্বাচন কমিশন, সিপিএম, কংগ্রেস ও বিজেপির অশুভ আঁতাতকে আমরা জবাব দেব সাত থেকে আট মাস পরে।” এরপর পাথরপ্রতিমায় একটি স্কুলের মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের বাহিনী না থাকলে কী রাজ্যে ভোট সম্ভব হত না?” নতুন সরকার প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও জানান তিনি।

কামারহাটিতে অবরোধ, তুলতে গিয়েজখম ৫ পুলিশ
অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হামলায় জখম হলেন খড়দহ থানার আইসি-সহ ৫ জন পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কমিশনারেটের কামারহাটি এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কামারহাটি মোড় এবং ফাঁড়ি অবরোধ করে। খবর পেয়ে খড়দহ থানার আইসি সোমনাথ দাস বাহিনী নিয়ে অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীরা তাঁদের উপরে চড়াও হয়। অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে মাথায় আঘাত পান আইসি। আহত হন তাঁর গাড়ির চালকও। চালক ও এক পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ব্যারাকপুরের কমিশনার সঞ্জয় সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পথ দুর্ঘটনায় মৃত
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বাদুড়িয়ার চাতরা ঘোষপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম যোগেশ মুন্সি (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ একটি অটো রিকশাতে করে স্থানীয় মছলন্দপুর রোড দিয়ে যাওয়ায় সময় উল্টো দিক থেকে একটি লরি অটো রিকশায় ধাক্কা মারলে পড়ে যান যোগেশবাবু। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আরএসপি-তৃণমূল সংঘর্ষ, আহত ২০
আরএসপি-তৃণমূলের সংঘর্ষে জখম হলেন ২০ জন। রবিবার সন্ধ্যায় বাসন্তীর ধুঁড়ির ঘটনা। আহতদের ভর্তি করা হয়েছে বাসন্তী ব্লক হাসপাতালে। আরএসপির দাবি, তৃণমূলের মারে তাঁদের দলীয় কর্মী মজিদ কয়াল-সহ পাঁচ জন জখম হয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবি, আরএসপির মারে তাঁদের ১৪ জন কর্মী জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, রাত অবধি কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি।

দেহ উদ্ধার
রবিবার ভোরে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হল ক্যানিং রেলগেটের কাছে রেললাইন থেকে। রেল পুলিশের অনুমান, রাতের কোনও ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বছর ত্রিশের ওই যুবকের। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.