|
|
|
|
ভগবানপুরে সিপিএম প্রার্থীকে মারধর |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর পঞ্চায়েতের খাগা বুথের সিপিএম প্রার্থী যুগলকিশোর কালি-সহ দলীয় সমর্থকরা বুথ স্লিপ বিলি করে ফিরছিলেন যখন, তখন হামলা চালায় তৃণমূলের লোকেরা। সিপিএমের দুই কর্মী ভরত প্রধান ও ভাকুলাল ঘাঁটাকে মারধর করা হয়। পরে পুলিশ ওই দু’জনকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। মহম্মদপুর ২ পঞ্চায়েতের দুর্বাচাকড়ি ও মহম্মদপুর বুথে তৃণমূলের বাইকবাহিনীর হাতে সিপিএম সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে।
পটাশপুর ২ ব্লকের মথুরা পঞ্চায়েত এলাকার চন্দনখালি গ্রামে শুক্রবার রাতে তৃণমূলের বাইকবাহিনী তাণ্ডব চালালে সিপিএম সমর্থকরা একজোট হয়ে তা প্রতিরোধ করেন। সিপিএমের অভিযোগ, শনিবার রাতে তৃণমূলী বাইকবাহিনী ফের বোমা, বন্দুক নিয়ে এসে বাড়ি বাড়ি হুমকি, ভাঙচুর ও লুঠপাট চালায়। অভিযোগ, প্রায় পঞ্চাশ জন সিপিএম সমর্থকের ভোটার পরিচয়পত্রও কেড়ে নেওয়া হয়। সিপিএমের চন্দনখালি শাখা কমিটির অফিসও ভেঙে দেওয়া হয়। ওই ঘটনায় আহত সাত জনকে রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাল্যগোবিন্দপুরে আটকান তৃণমূল সমর্থকরা। অভিযোগ সেখানে আহতদের ফের মারধর করা হয়। প্রহৃত হন সিপিএমের স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রার্থী কানাইলাল বর্মন। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে আহতদের উদ্ধার করে পটাশপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
পটাশপুর ১ ব্লকেও কংগ্রেস ও সিপিএম সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। গোপালপুর পঞ্চায়েতের সেলমাবাদ গ্রামে শনিবার রাতে কংগ্রেস কর্মী রামপদ হাজরা, রামপদ সাঁতরা ও টোকেন মান্নাকে মারধর করা হয়। ওই রাতেই মারধর করা হয় মনসাতলার কংগ্রেস কর্মী গণেশ মাইতিকেও। বুলাকিপুর গ্রামের কংগ্রেস কর্মী রূপকুমার পাল ও শঙ্কর পড়িয়ার বাড়িতে তৃণমূলের বাইকবাহিনী হামলা চালায় বলে অভিযোগ। সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, বিভিন্ন এলাকায় তৃণমূল বিরোধীরা জোট বেঁধে নির্দল প্রার্থী দেওয়ায় হারের আশঙ্কায় প্রার্থীদের মারধর করার ঘটনা ঘটছে। চিস্তিপুর ২ পঞ্চায়েত এলাকার কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী শেখ জিয়াউল হোসেন, চিস্তিপুর ১ পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী সৌমেন ঘড়াইকেও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার গোপালপুর পঞ্চায়েতের টেপরপাড়ায় কংগ্রেস কর্মী কমলাকান্ত জানা ও বাসুদেব দাস এবং সেলমাবাদে কংগ্রেস কর্মী সুধাংশু মাইতিকে মারধর করা হয়।
সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। |
|
|
|
|
|