বিদেশের মাঠে ভারতের দ্বিমুকুট জয় দেখে তিনি অনেকটাই নিশ্চিন্ত। শুধু ওয়ান ডে ক্রিকেট বা সীমিত ওভারের বিশ্ব নয়, শিল্পী হায়দরাবাদির মনে হচ্ছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে মহেন্দ্র সিংহ ধোনির এই তরুণ টিমের উপর ভরসা না রাখার কোনও কারণ নেই। নিজের প্রিয় মাঠ ইডেনের শহরে পা দিয়ে এমনটাই বলে রাখলেন ভিভিএস লক্ষ্মণ।
রবিবাসরীয় কলকাতায় এসেছিলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান উপলক্ষে। সেখানেই লক্ষ্মণ বলছিলেন, “মনে রাখবেন ধোনির এই তরুণ টিমই কিন্তু অস্ট্রেলিয়াকে দেশের মাঠে ৪-০ উড়িয়েছে। এরা যথেষ্ট পরিণত। তাই আমার মনে হয় দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ধোনিদের কোনও অসুবিধে হবে না।” সঙ্গে তাঁর সংযোজন, “আরও সুবিধে হচ্ছে ভারত ‘এ’ দল ধোনিরা যাওয়ার আগেই দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবে। ওখানকার পরিবেশ কী রকম, পিচ কী রকম হতে পারে, একটা আগাম আন্দাজ পাওয়া যাবে। তা ছাড়া যদি ওই ‘এ’ টিম থেকে কেউ জাতীয় দলে থাকে, তা হলে তো সে আগেই জেনে রাখবে স্টেইনদের দেশে কী ভাবে খেলতে হবে।” |
তাঁর প্রিয় শহরে ইডেনের বাদশা। রবিবার
কলকাতায় ভিভিএস লক্ষ্মণ। ছবি: শঙ্কর নাগ দাস |
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট টিম যেমন মহাপরীক্ষায় বসবে, ঠিক তেমনই সচিন তেন্ডুলকর ক্রিকেটজীবনের আরও একটা মাইলস্টোন ছুঁতে চলেছেন। প্রোটিয়াদের দেশেই তাঁর দুশোতম টেস্ট। সচিনকে কি স্বমেজাজে দেখা যাবে সেখানে? এই প্রসঙ্গে লক্ষ্মণের উত্তর, “সচিনই প্রথম ক্রিকেটার যে কি না দুশো টেস্ট খেলতে যাচ্ছে। ওর এত দিনের ক্রিকেট কেরিয়ারে এটাও একটা বিরাট মাইলস্টোন। আশা করছি সচিন সফল হবে। ওর জন্য আমার শুভেচ্ছা রইল।”
ইডেনের বাদশা উচ্ছ্বসিত মহেন্দ্র সিংহ ধোনি নিয়েও। বলছেন, “দীর্ঘ দিন আমি ওর সঙ্গে খেলেছি। তাই জানি লোয়ার অর্ডারে নেমে ও কী রকম মাথা ঠান্ডা রেখে ম্যাচ ফিনিশ করে আসতে পারে।” শুধু ভারত অধিনায়ক নন, তাঁর দুই সহ-যোদ্ধাকে নিয়েও সপ্রশংস লক্ষ্মণ। এঁরা রবীন্দ্র জাডেজা এবং শিখর ধবন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর লক্ষ্মণ তাঁর টিমের ওপেনার নিয়ে বলছেন, “ধবনের মধ্যে একটা অকুতোভয় ব্যাপার আছে। নেট হোক বা ম্যাচ, কোথাওই আমি ওকে ভয় পেতে দেখিনি।” আর জাডেজাকে তাঁর সার্টিফিকেট, “অসম্ভব প্রতিভাবান। এবং অল্প সময়েই যথেষ্ট পরিণত।”
|
ফিরলেন রোহিতরা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মিশন সাকসেসফুল। দীর্ঘ জেট ল্যাগ, সফরের ক্লান্তি তাই যেন উধাও জোড়া ট্রফির আনন্দে, সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায়। ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠেই ফাইনালে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর ওয়েস্ট ইন্ডিজে নাটকীয় চিত্রনাট্যে ভরপুর ত্রিদেশীয় সিরিজ জিতে ভারতীয় টিম রবিবার দেশে ফিরল। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ছুটি কাটাচ্ছেন বিদেশে। টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা তাই ক্যাপ্টেনকে ছাড়াই ফিরলেন দেশে। তবে দীর্ঘ বিদেশ সফরের পরও ‘সুইট হোম’-এর কথা মনে করেই দারুণ খুশি রোহিত শর্মা থেকে ইশান্ত শর্মা সকলেই। “অবশেষে মুম্বইয়ে পা রাখলাম। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পেলাম। সবার মুখে হাসি দেখে দারুণ লাগছে। দুর্দান্ত কাটল এই দু’মাস,” টুইট রোহিত শর্মার। শহরে ফেরার পথে ইশান্ত শর্মার আবার টুইট, “দু’মাস পর বাড়ি ফিরছি। দারুণ লাগছে। কিন্তু টাইমিং অ্যাডজাস্ট করতে খুব সমস্যা হচ্ছে।” ধোনির তরুণ তুর্কিদের নিয়ে এই উচ্ছ্বাসের পাশাপাশি আবার উঠে আসছে বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীরদের নিয়ে কিরণ মোরের মতো প্রাক্তন ক্রিকেটারদের চিন্তাও। এ দিনই মোরে সংবাদসংস্থাকে বলেন, “ভারতীয় দলে ঢোকার প্রতিযোগিতা ভাল লক্ষণ। একটা সুস্থ প্রতিযোগিতা চলছে। বর্তমান টিমের কেউ আনফিট হলে গম্ভীর, সহবাগ বা জাহির দলে আসতে পারে। গম্ভীর-সহবাগকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কঠিন ট্যুরে কিন্তু অভিজ্ঞতা খুব কাজে লাগে।” |