টুকরো খবর |
বধূর অপমৃত্যু, ধৃত স্বামী-শ্বশুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক গৃহবধূর অপমৃত্যুর ঘটনায় তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ হয়। ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের খরিদা ছত্রিশপাড়ায়। শনিবার সকালে ঘর থেকেই ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম আশা বাজপেয়ী (২৪)। তাঁর বাপের বাড়ির লোক পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই আশার স্বামী জীবন, শ্বশুর রাজু এবং শাশুড়ি মুন্নি বাজপেয়ীকে গ্রেফতার করা হয়।
|
বীতশোক স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বীতশোক ভট্টাচার্যের প্রয়াণের পর গোটা একটি বছর পেরিয়ে গেল। প্রয়াত সাহিত্যিকের স্মরণে এক অনুষ্ঠান হল মেদিনীপুর কলেজে। মেদিনীপুর লিটল ম্যাগাজিন আকাদেমির উদ্যোগে ও মেদিনীপুর কলেজের সহযোগিতায় রবিবার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিন্ময় দাস। ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ, ধীমান দাশগুপ্ত-সহ শহরের সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। বীতশোকবাবুর বিভিন্ন সত্ত্বা যেমন সহকর্মী বীতশোক, অধ্যাপক বীতশোক, মানুষ বীতশোক, সর্বোপরি কবি বীতশোককে স্মরণ করেন তাঁরা।
|
উদ্বোধন অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সুইমিং ক্লাবে ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে’র উদ্বোধন হল রবিবার। এই উপলক্ষে বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে শহরে এক র্যালি বেরোয়। সুইমিং ক্লাবের সম্পাদক হিমাদ্রিশেখর কর জানান, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ব্যয় হয়েছে প্রায় ৪৭ লক্ষ টাকা। অর্থ সাহায্য করেছে রাজ্য সরকারও। |
|