দেশের উন্নয়নই যদি রাজনীতির লক্ষ্য হয়, তা হলে এত খুন, সন্ত্রাস কেন? এই সব দূর করতে কড়া আইন প্রণয়ন প্রয়োজন। সত্য ও ন্যায়কে পাথেয় করে নতুন রাজনৈতিক আদর্শ নিয়ে আমাদেরই এগিয়ে আসতে হবে। |
সুযোগ সন্ধানীরা রাজনীতির পরিভাষা বদলে দিয়েছে। হানাহানি বাড়ছে। এতে রাজনীতির প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে যুবসমাজের মনে। এই পরিভাষার বদল হলে ভোটে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে। |
উন্নয়নের সিকি ভাগ কাজ না করে নিজেদের মধ্যে আকচা-আকচিতে ব্যস্ত নির্বাচিত প্রতিনিধিরা। কলেজের রাজনীতি বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরাচ্ছে। এই সবে জড়াতে চাই না নিজেকে। |
এখন রাজনীতিতে ‘লাস্ট বেঞ্চে’র ছাত্ররাই বেশি। ফলে রাজনীতির ভাষা নিম্ন রুচির হয়ে যাচ্ছে। শিক্ষাব্যবস্থাতেও সমাজবিরোধীদের দাপট। যতদিন না সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ততদিন ভোটাধিকারের গুরুত্ব নেই আমার কাছে। |