সরকারকে বার্তা দেওয়ার ডাক গৌতমের
নিজস্ব সংবাদদাতা • বালি |
রাজ্য সরকারে রয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের পরেও তারা থাকবে। কিন্তু সরকার যাতে ভাল কাজ করতে পারে সে জন্য পঞ্চায়েত ভোটে তাদের হারানোর আবেদন জানালেন সিপিএম নেতা গৌতম দেব। নিজেদের উদাহরণ হিসেবে তুলে ধরে রাজ্য সরকারের ‘ভাল’র জন্য একই সঙ্গে তিনি জনগণকে সতর্কও করে দেন। রবিবার বালি-জগাছা ব্লকের সাঁপুইপাড়া এলাকায় এক নির্বাচনী সভায় প্রাক্তন আবাসনমন্ত্রী বলেন, “আমরা চাই রাজ্য সরকারে তৃণমূল থাকুক। পঞ্চায়েতে ক্ষমতায় আসুক সিপিএম। তা হলে সুস্থ প্রতিযোগিতা হবে। বোঝা যাবে কে কত কাজ করছে।” এর পরেই শ্রোতাদের উদ্দেশে তাঁর সতর্কবার্তা, “একটা ভোটও তৃণমূলকে দেবেন না। কারণ, মমতা দু’বছর ধরে যে ভুল করছে, তা ওঁকে শুধরোতে দিন। সেই জন্যই এই হারের ওঁর প্রয়োজন আছে। এই হার না হলে মমতা নিজের ভুল কোনও দিন বুঝতে পারবেন না। যে রকম আমরা এখন বুঝতে পেরেছি।”
|
প্রার্থীর মৃত্যু চণ্ডীতলায়
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
ভোটের আগের দিন হৃদরোগে মৃত্যু হল তৃণমূলের এক প্রার্থীর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চণ্ডীতলার ভগবতীপুর পঞ্চায়েতের কানাইডাঙায়। মৃতের নাম পিয়ার আলি মোল্লা (৪৬)। তিনি ওই পঞ্চায়েতের ১৫৯ নম্বর বুথে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন। প্রশাসন সূত্রের খবর, বেলা ৩টে নাগাদ বাড়ির অদূরে কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন পিয়ার। সে সময়ে হৃদরোগে আক্রান্ত হন। জেলা তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন আর সিপিএমের সাঁড়াশি আক্রমণের খেসারত দিতে হল আমাদের।” ঘটনার খবর পেয়ে মৃত তৃণমূল প্রার্থী বাড়িতে যান সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক ভক্তরাম পান। তৃণমূলের লোকজন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। ভক্তরামবাবু বলেন, “মৃত্যু দুঃখজনক। উনি আমাদের বিরোধী দলের প্রার্থী ছিলেন। সহমর্মী হয়েই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তৃণমূল শিষ্টাচার বিরোধী। তাই এমন ঘটনা থেকেও রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আপনারাই বলুন, আমরা চাপ সৃষ্টির অবস্থায় আছি?”
|
বাস থেকে উদ্ধার অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
রবিবার সন্ধ্যায়, দ্বিতীয় দফা পঞ্চায়েত ভোটের কয়েক ঘণ্টা আগে যাত্রিবোঝাই বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুরে। পুলিশ জানায়, বাসে মালপত্র রাখার জায়গা থেকে একটি ব্যাগে ১টি মাস্কেট, ১টি রিভলভার, ১টি পাইপগান এবং ১১ রাউন্ড গুলি রাখা ছিল। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান, ভোটে অশান্তি ছড়ানোর জন্য ওই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পাচারকারীদের কেউ ধরা পড়েনি। যে বাসটিতে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল সেটি নবদ্বীপ-তারকেশ্বর রুটের। ভোটে বাস কম থাকায় সেটি যাত্রী তুলে আরামবাগের দিকে যাচ্ছিল।
|
ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • বলাগড় |
নিয়ন্ত্রণ হারিয়ে বাস নয়ানজুলিতে পড়ে জখম হলেন ১০ জন ভোটকর্মী এবং দুই পুলিশকর্মী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে বলাগড়ের সোমড়া বাজারে। পুলিশ জানায়, জিরাটের বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় থেকে ভোটের জিনিস সংগ্রহ করে ভোটকর্মী ও পুলিশকর্মীরা আবদুল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। কলকাতা পুলিশের দুই কনস্টেবলকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
|
রবিবার হাওড়ার জয়পুরের উত্তরবাঁধে আসেন এআইসিসি-র প্রতিনিধি শাকিল আহমেদ খান। রাজনৈতিক গোলমালে দিন কয়েক আগে এলাকার ৪০টি বাড়িতে আগুন লাগানো হয়েছিল। গ্রামে ঢুকতে গেলে লাঠির আঘাতে মাথা ফাটে আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের। ক্ষতিগ্রস্ত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন শাকিল। বিধায়ককে মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিও জানান। |