তৃণমূলের মহিলা প্রার্থীর বাড়িতে হামলা গোঘাটে |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট ও চণ্ডীতলা |
পঞ্চায়েত ভোটের ঠিক আগেও গোঘাটে গোষ্ঠীদ্বন্দ্ব পিছু ছাড়ল না তৃণমূলের। প্রচারে বাধা দেওয়ার জন্য এই এলাকার বালি পঞ্চায়েতের এক মহিলা দলীয় প্রার্থীকে শনিবার দিনভর কার্যত গৃহবন্দি করে রেখে রাতে দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি প্রভাত অধিকারীর বিরুদ্ধে। প্রভাতবাবু অভিযোগ অস্বীকার করেছেন।
আজ, সোমবার হুগলিতে পঞ্চায়েত ভোট। শনিবার ছিল প্রচারের শেষ দিন। দামোদরপুর গ্রামের বাসিন্দা আরতি মাজি নামে ওই প্রার্থীকে এ দিন প্রচারে দেখা যায়নি। রাতে তিনি আরামবাগ জেলা পরিষদ বাংলোয় গিয়ে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের কাছে প্রভাতবাবু ও তাঁর দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পর্যবেক্ষক দোষীদের বিরুদ্ধে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাতেই পুলিশি নিরাপত্তা দিয়ে আরতিকে বাড়ি পাঠানো হয়।
তাঁর অভিযোগ, “ভোটের টিকিট পাওয়া নিয়ে দলে অশান্তি হওয়ায় রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করেন। তা সত্ত্বেও দলের একটি অংশ আমার বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে। প্রভাতবাবুর নেতৃত্বে এ বার আমার বাড়িতে হামলা হল। আমাকে হুমকিও দেওয়া হয়। ওরা সব লাঠি নিয়ে ঢুকেছিল।”
প্রভাতবাবুর অবশ্য দাবি, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। দলীয় প্রার্থীর বাড়িতে কেন হামলা করতে যাব?”
অন্য দিকে, গোঘাট-২ ব্লকের কামারপুকুর পঞ্চায়েত এলাকার শ্রীপুর গ্রামের বাসিন্দা, জেলা পরিষদের ৪৪ নম্বর আসনের তৃণমূল প্রার্থী লীনা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে শনিবার রাতে বোমাবাজি হয়। বোমার আঘাতে তাঁর বাড়ির দরজা-জানলার ক্ষতি হয়েছে।
চণ্ডীতলায় আবার এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। ঠাকুরদাস ঘোষ নামে ওই ব্যক্তিকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। |