নজরে ত্রি-স্তর

লড়াই যখন পতাকার।—নিজস্ব চিত্র।
গ্রাম পঞ্চায়েত
২০৭টি
পঞ্চায়েত সমিতি
১৮টি
মোট ভোটার
২৮ লক্ষ ৫৯ হাজার ৬৫২
মোট বুথ
৩১৯২টি
গ্রাম পঞ্চায়েত আসন
৩১৯২
পঞ্চায়েত সমিতির আসন
৬০৭
জেলা পরিষদের আসন
৫০
মোট প্রার্থী
গ্রাম পঞ্চায়েতে ৫৩৭৯
পঞ্চায়েত সমিতিতে ১০৮৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন
গ্রাম পঞ্চায়েতে ১২২১
পঞ্চায়েত সমিতিতে ২১৭
জেলা পরিষদে ৬

ক্যাম্পাস থেকে

বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের সঙ্গে হুগলিতেও পঞ্চায়েত ভোট। ছাত্র-যুবরা কী ভাবে
দেখছেন এই নির্বাচন? ভবিষ্যতে তাঁরা কি প্রার্থী হতে চান? ক্যাম্পাসে রাজনীতি
নিয়েই বা তাঁদের কী মত? খোঁজ নিচ্ছেন আনন্দবাজারের প্রতিনিধি প্রকাশ পাল।
রাজনীতি করি না। সমাজের ভালমন্দ দেখা যুব সমাজের অবশ্য কর্তব্য। কিন্তু তা রাজনীতির মাধ্যমে কতটা সম্ভব! আমার ধারণা রাজনীতি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে।
মধুমিতা খাঁ। বিএ প্রথম বর্ষ, হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়।
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এবং প্রকৃত উন্নয়ন ঘটাতে আমাদেরই তো
এগিয়ে যেতে হবে। তাই ভবিষ্যতে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার
চেষ্টা করব। তবে রাজনীতি যেন ব্যক্তিসম্পর্ক নষ্ট না করে।
ইন্দ্রজিৎ সাঁতরা । বিএ দ্বিতীয় বর্ষ, মশাট বিদ্যাসাগর মহাবিদ্যালয়।
মেয়েদের নিরাপত্তা কি কমছে! যা শুনছি, দেখছি রাস্তায়
বেরোতে ভয় করে। রাজনীতিতে ছাত্রছাত্রীদের যোগদান
অবশ্যই জরুরি। তবে সেই পথটা যেন মসৃণ হয়।
টুম্পা দাস। বিএ প্রথম বর্ষ, হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়।
গণতান্ত্রিক ব্যবস্থায় সমাজের উন্নতিসাধন করতে হলে তো
রাজনীতি করতেই হবে। শিক্ষিত ছেলেমেয়েরা আরও বেশি
করে রাজনীতিতে এলে, আরও বেশি উন্নয়ন করা যাবে।
সুখেন চল । বিএ দ্বিতীয় বর্ষ, মশাট বিদ্যাসাগর মহাবিদ্যালয়।


নজরে নিরাপত্তা
বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের সঙ্গে ভোট হুগলিতে। ২৮ শতাংশ বুথকে অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত
করেছে প্রশাসন। স্পর্শকাতর ২৫ শতাংশ। কম স্পর্শকাতর ১৮ শতাংশ এবং সাধারণ বুথ ২৯ শতাংশ।
আরামবাগ মহকুমা ছাড়াও তারকেশ্বর, হরিপাল, ধনেখালি, জাঙ্গিপাড়ায় বিশেষ নজরদারি।

তন্ময় রায়চৌধুরী,


কড়া নিরাপত্তা থাকছে।
রাস্তাঘাটেও টহলদারি
থাকবে। জেলার সীমানাও
নাকাবন্দি করা হবে।
তপন দাশগুপ্ত,


জেলায় শান্তির বাতাবরণ রয়েছে।
সিপিএম সাইনবোর্ড হয়ে গিয়েছে।
তাই চোরাগোপ্তা আক্রমণ করে আমাদের
বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।
মা-মাটি-মানুষই আমাদের হাতে
দায়িত্ব তুলে দিতে চাইছে।
সুদর্শন রায়চৌধুরী,


তৃণমূলের সন্ত্রাস চলছে। কেন্দ্রীয়
বাহিনী যেন প্রতি উত্তেজনাপ্রবণ
বুথে থাকে, মানুষ নিজেদের ভোট
নিজেরা দিতে পারেন। তা হলে
অনেক হিসেব উল্টে যাবে।
বিপদে পাশে কন্ট্রোল রুম: ২৬৮০-৪৭৩৯ এবং ২৬৮০-৪৬৮২।
জেলা পর্যবেক্ষক, বন্দনা বন্দ্যোপাধ্যায় - ৮৩৩৫০৫৮৪৩১ ।
জেলাশাসক, মনমীত নন্দা- ৯৪৩২০১৩৬৬২

বিভিন্ন বুথে যাওয়ার আগে। আরামবাগে মোহন দাসের তোলা ছবি।



First Page Calcutta State Uttarbanga Dakshinbanga Bardhaman Purulia Murshidabad Medinipur
National Foreign Business Sports Health Environment Editorial Today
Crossword Comics Feedback Archives About Us Advertisement Rates Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.