ভোটের আগের রাতে বুথে গিয়ে ভোটকর্মীদের কাছে সই করা ফাঁকা ব্যালট চাওয়ার অভিযোগ উঠল বর্ধমানের বারাবনিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ মোটরবাইকে চড়ে ১০-১২ জন দুষ্কৃতী বারাবনির নুনি পঞ্চায়েতের একটি বুথে গিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে ১০০টা ফাঁকা ব্যালট পেপার চায়। ওই অফিসার ঘটনার প্রতিবাদ করে বিষয়টি সঙ্গেসঙ্গে বারাবনির বিডিওকে জানান। বিডিও-র কাছ থেকে খবর পেয়ে বারাবনি থানার ওসি বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই দলটি ওখান থেকে পালিয়ে যায়। বুথটি এখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিডিও উজ্জ্বল বিশ্বাস বলেন, “এরকম ঘটনার খবর আমিও বিভিন্ন মারফত জানতে পেরেছি। এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।”
|
তৃণমূল কর্মীর গলায় খুর চালানোর অভিযোগে ধৃত পাঁচ সিপিএম নেতা-কর্মীকে রবিবার আট দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মিত্র জানান, শনিবার রাতে তাঁদের কর্মী রতন চক্রবর্তী পলাশবনে পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময়ে সিপিএম নেতা বাবলু মণ্ডল, মলয় বসুরায়, বিষণদেব নুনিয়া এবং সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য পরেশ মণ্ডলের নেতৃত্বে তাঁর গলায় খুর চালিয়ে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।
|
কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানাল ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদ আসানসোল শাখা। রবিবার আসানসোলে রবীন্দ্রভবনে ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার ও কৃষিমন্ত্রী মলয় ঘটক। আসানসোল পুর এলাকার ২৫টি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ১৬৫ জন কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানানো হয়। আয়োজক সংস্থার সম্পাদক অশোক রুদ্র জানান, এই নিয়ে তাঁদের অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পড়ল। পরেও তাঁরা এমন অনুষ্ঠান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
|
পথদুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক খনিকর্মী। শনিবার রাত ৯টা নাগাদ জামুড়িয়া-রানিগঞ্জ রাস্তার মিঠাপুর মোড়ের ঘটনা। পুলিশ জানায়, বালানপুরের বাসিন্দা খনি কর্মী তপন সিংহ স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন। তখন একটি লরি তাঁকে ধাক্কা মারে।
|
বিজেপির ফ্লেক্স খুলে নিজেদের ব্যানার লাগানোর অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অন্ডাল রেল শহরের ঘটনা। বিজেপি নেতা প্রসন্ন ভট্টাচার্য অন্ডাল থানায় লিখিত অভিযোগ করেন। কংগ্রেস নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। |