কোনও কারণ না দেখিয়ে ভোটের কাজে যোগ না দেওয়ায় ৫০ জন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে বর্ধমান জেলা প্রশাসন। রবিবার বিকেল ৪টের মধ্যে ভোটকর্মীদের ডিসিআরসি-তে হাজির হয়ে ব্যালট বাক্স, ব্যালট পেপার-সহ নানা জিনিসপত্র নিয়ে বুথে পৌঁছে যাওয়ার কথা। জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গলকোট ও জামালপুর ব্লকে ৫০ জন কর্মী কোনও কারণ না দেখিয়ে অনুপস্থিত হন। সে কারণেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলকোট ডিসিআরসি-তে রবিবার যান জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। বিকেল ৪টে পর্যন্ত প্রায় একশো কর্মী অনুপস্থিত ছিলেন। জেলাশাসক অন্য ব্লক থেকে অতিরিক্ত কর্মীদের মঙ্গলকোট ও জামালপুরে ব্লকে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
|
রবিবার বিকেলের মধ্যেই বেশির ভাগ বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। প্রতিটি ব্লকের ডিস্ট্রিবিউশন সেন্টারে তাঁদের সাজ-সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। তার পরে এক ঘণ্টার একটি প্রশিক্ষণ শিবিরও হয়। সেখানে বোঝানো হয়, কমিশনের নির্দেশ কী ভাবে মেনে চলতে হবে। জেলা প্রশাসন জানায়, সাধারণত প্রতিটি পোলিং পার্টিতে থাকছেন এক জন প্রিসাইডিং অফিসার ও চার জন পোলিং অফিসার। তবে যে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, সেখানে এক জন করে পোলিং অফিসার কম থাকবেন।
|
ভারী বর্ষণ বিপত্তি বাধাতে পারে ভোটদানে। এই আশঙ্কায় জেলা প্রশাসন নানা ব্লকে আজ, সোমবার তৈরি রাখছে ১২৬টি ট্রাক্টর ও ৭৪টি নৌকা। তৈরি রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকেও। তবে আলাদা করে ব্লকে ব্লকে কোনও মেডিক্যাল টিম রাখা হচ্ছে না। প্রতিটি সরকারি হাসপাতাল, ব্লক থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। দরকার হলে তাঁরাই অ্যাম্বুল্যান্স ডেকে অসুস্থদের সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রে ভর্তি করাবেন।
|
কালনা ২ ব্লকে বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে রবিবার সকাল থেকে জড়ো হয়েছিলেন ব্লকের সমস্ত ভোটকর্মী। তাঁদের অভিযোগ, সকাল সকাল পৌঁছতে বলা হয়েছিল। কিন্তু বিকেল পর্যন্ত পর্যাপ্ত পুলিশ না মেলায় বুথের পথে পা বাড়ানো যায়নি। অপেক্ষা করতে করতে তাঁরা বিরক্ত হয়ে ওঠেন। ব্লক প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশও করেন। বিকেল সাড়ে ৩টে নাগাদ পুলিশকর্মীরা আসেন। পুলিশ সূত্রে খবর, দূর থেকে পুলিশ আনার কারণেই এমন ঘটনা।
|
গত দেড় মাসে জেলার গ্রামীণ এলাকা থেকে আটক করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৩১টি নানা রকম আগ্নেয়াস্ত্র, ২১৪টি বুলেট, ২১৪টি বোমা ও ১৭৫০ গ্রাম বোমার মশলা। অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া ৬৮টি মামলায় গ্রেফতার হয়েছেন ১৮৩ জন। এ ছাড়া বিনা অনুমতিতে মিছিল করার জন্য ধরা হয়েছে ১০ জনকে।
|
পূর্বস্থলী ২ ব্লকের বিলা পঞ্চায়েতের নতুনগ্রামে একটি বাসে করে ২৫ জন ভোটকর্মী গ্রামে যাচ্ছিলেন। রাস্তা সরু হওয়ায় বাস আটকে পড়ে। প্রায় ঘণ্টা তিনেক অপেক্ষা করতে হয় পাঁচটি বুথের পথে যাওয়া কর্মীদের। শেষে সরু রাস্তা দিয়েই কোনও রকমে বাসটি চালিয়ে নিয়ে যাওয়া হয়।
|
(সংকলন: রানা সেনগুপ্ত, সৌমেন দত্ত, কেদারনাথ ভট্টাচার্য)
|