|
|
|
|
ছোট গ্যাস সিলিন্ডার বন্ধে আরও কঠোর বিহার |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ছোট আকারের গ্যাস সিলিন্ডারের ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে বিহারে। কিন্তু, মহাবোধি মহাবিহারে জঙ্গি হামলায় ব্যবহৃত হয় সে গুলিই। তদন্তে সে কথা প্রকাশ্যে আসার পরই এ নিয়ে আরও কঠোর মনোভাব নিল রাজ্য সরকার।
গত সন্ধ্যায় পটনা জেলা প্রশাসন, তিনটি গ্যাস সংস্থার প্রতিনিধির সঙ্গে জরুরি বৈঠকে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী শ্যাম রজক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছোট আকারের সিলিন্ডারের উপর সরকারি নিষেধাজ্ঞা ঠিকমতো পালন করা হচ্ছে কি না, সে দিকে সবাইকেই নজর রাখতে হবে। কেউ আইন ভাঙলে কঠোর শাস্তির মুখে পড়বেন বলেও জানিয়ে দেন খ্যদ্যমন্ত্রী। প্রশাসনিক নিষেধাজ্ঞা না-মেনে এতদিন ওই সিলিন্ডার রমরমিয়ে বিক্রি করা হলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? মন্ত্রীর বক্তব্য, “এ বার থেকে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। সমস্ত থানাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনও বাজার, দোকানে ওই সিলিন্ডার বিক্রি হতে দেখা গেলে সংশ্লিষ্ট থানার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার।” তদন্তকারীরা জানিয়েছিলেন, বুদ্ধগয়ার মহাবোধি মহাবিহারে ধারাবাহিক বিস্ফোরণে আড়াই কিলোগ্রাম ওজনের ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছিল। স্থানীয় কোনও দোকান-বাজার থেকেই সে গুলি কেনা হয়। প্রাথমিক তদন্তে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতেই ছোট সিলিন্ডার নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য। প্রশাসনিক সূত্রের খবর, খাদ্যমন্ত্রীর বৈঠকে ঠিক হয়েছে, কোনও বিক্রেতার কাছে ওই সিলিন্ডার মিললে সরবরাহকারী এজেন্ট এবং বিক্রেতা— দু’জনকেই গ্রেফতার করা হবে। রেহাই পাবেন না ক্রেতারাও। খাদ্যমন্ত্রী জানিয়েছে, এই সংক্রান্ত নির্দেশিকা প্রত্যেকটি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। |
পুরনো খবর: বুদ্ধগয়ায় বিস্ফোরণ, আহত ২ সন্ন্যাসী |
|
|
|
|
|