টুকরো খবর
এডিএমের বাড়ি থেকে আটক সম্পত্তি
২০ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ সম্পত্তি আটক করা হল ভাগলপুরের অতিরিক্ত জেলাশাসক জয়শ্রী ঠাকুরের বাড়ি থেকে। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা ছাড়াও প্রায় ৫০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে। এ ছাড়া তিনি নিজের নামে ও বিভিন্ন আত্মীয়ের নামে প্রায় দু’কোটি টাকার জমি কিনে রেখেছেন রাজ্যের বিভিন্ন জায়গায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত জেলাশাসক হওয়ার পর থেকে এ পর্যন্ত তাঁর মোট আয় ৫৫ লক্ষ টাকার কাছাকাছি। তাঁর স্বামী ২০০৮ থেকে একটি কলেজে শিক্ষকতা করছেন। তাঁদের আয় ও সম্পত্তির পরিমাণের মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে।

সাঁওতাল জঙ্গি ধৃত
তিন সাঁওতাল জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। কোকরাঝাড়ের গোসাইগাঁও-এর ধেমধেমা গ্রাম থেকে। ওই এলাকায় কয়েকজন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। গত রাতে সিআরপি বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালায় পুলিশ। ধেমধেমার এক গ্রামবাসীর বাড়িতে আশ্রয় নিয়েছিল ‘ন্যাশনাল সাঁওতালি লিবারেশন আর্মি’র তিন জঙ্গি। ধৃতদের নাম বুধিরাম সোরেন, সুনীল হেমব্রম এবং হাবলু টুডু। জঙ্গিদের কাছ থেকে একটি রাইফেল, দুটি পিস্তল, কার্তুজ, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়।

জঙ্গি হানায় নিহত পুলিশ
জম্মু-কাশ্মীরে দু’টি জঙ্গি হানায় নিহত হলেন এক পুলিশকর্মী। আহত হয়েছেন আরও এক জন। শনিবার বিকেলে হরদুনা এলাকার প্রধান কনস্টেবল সোনাউল্লা জারগার কাছেই একটি জঙ্গলে গিয়েছিলেন জ্বালানি সংগ্রহ করতে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও। সেখানেই এক দল জঙ্গি হঠাৎ আক্রমণ করে তাঁদের। স্ত্রী-কে ছেড়ে দিলেও, ওই কনস্টেবলকে খুন করে তারা। বদগামের ক্রেমশোর গ্রামে আর এক জন পুলিশ অফিসার মহম্মদ মকবুলকে গুলি করে জঙ্গিরা।

উত্তরাখণ্ড নিয়ে রিপোর্ট তলব
তীর্থক্ষেত্র কেদারনাথ যেন এখন একটি ‘ভুতুড়ে জনপদ’। তাই সুপ্রিম কোর্ট জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে দু’সপ্তাহের মধ্যে বন্যা বিধ্বস্ত কেদারনাথের বর্তমান অবস্থা এখন কেমন তা জানতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি এ কে পট্টনায়ক ও এম ওয়াই ইকবালের ডিভিশন বেঞ্চ।

উদ্বিগ্ন কাটজু
জেলবন্দি জনপ্রতিনিধিদের নির্বাচনে দাঁড়ানোয় নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। সম্প্রতি এই বিষয়ে একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন বিচারপতি কাটজুর মতে, আইন তৈরি করার ক্ষমতা আদালতের নেই। তাই এই রায় পুনর্বিবেচনা করা উচিত।

জখম ৮ শিশু
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৮টি শিশুকে ধাক্কা মারল গাড়ি। গুরুতর জখম ওই শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে নগাঁও জেলায় ভকতগাঁওয়ের কাছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দুটি শিশুর অবস্থা সংকটজনক।

ধর্ষণের চেষ্টা করে গায়ে আগুন
এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদপুর গ্রামের ওই নাবালিকার সঙ্গে অভিযুক্ত যুবক মিন্টুর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। তার পর কোনও কারণে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হলে মিন্টু বারবার চাপ দিতে থাকে বিয়ের জন্য। শুক্রবার মিন্টু তার দুই বন্ধুকে নিয়ে ওই নাবালিকার বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করতে শুরু করলে তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় যুবকটি। পরে জেলা হাসপাতালে মারা যায় ওই নাবালিকা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.