উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তের বিনিময়ে ১৫০০ টাকা দাবি করার অভিযোগ উঠল ব্লাড ব্যাঙ্কেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক চত্বরে। যদিও অভিযোগকারী অরুণ মল্লিক কোন কর্মী তাঁর কাছ থেকে ওই টাকা চেয়েছেন তা চিহ্নিত করতে পারেনননি। তবে রক্তের বদলে টাকা চাওয়ার ঘটনা অস্বীকার করেছেন ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃদুময় দাস। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দোষী কর্মীর শাস্তির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অনুপ রায়।
মৃদুময়বাবু বলেন, “আমরা এমন অভিযোগ শুনেছি। এক জন ব্যক্তি অভিযোগ তুললেও তিনি কাউকে চিহ্নিত করতে পারেননি। অভিযোগ প্রমাণ করতে হবে। না হলে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠবে।” একই বক্তব্য মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অনুপ রায়েরও। তিনি বলেন, “মৌখিক অভিযোগ করলে হবে না। লিখিত আকারে আমার কাছে দিলে আমি বিষয়টির তদন্তের আশ্বাস দিতে পারি।
যদিও নিজের দাবিতে অনড় অভিযোগকারী অরুণ মল্লিক। তিনি জানান, তাঁর আত্মীয় মঙ্গা মল্লিক গত বুধবার থেকে লিভারের অসুখে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে। এদিন মঙ্গাবাবুর তিন বোতল রক্ত লাগত। তার মধ্যে ২ বোতল ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বের করে দেওয়া হয়। কিন্তু তৃতীয় বোতল রক্তের জন্য ১৫০০ টাকা দাবি করা হয়। তিনি বলেন,“আমি তার প্রতিবাদ করলে আমাকে পুলিশের ভয় দেখানো হয়। আমাকে এলাকা ছাড়তেও বলা হয়।”
এর পরেই বিষয়টি নজরে পড়ে মৃদুময়বাবুর। তিনি নিজে উদ্যোগী হয়ে ব্লাড ব্যাঙ্কের কর্মীদের ডেকে জানতে চান কে টাকা চেয়েছিলেন? কিন্তু তাঁদের মধ্যে কাউকে চিহ্নিত করতে পারেননি অরুণবাবু। তবে ব্লাড ব্যাঙ্কে বর্তমানে রক্তের অভাব রয়েছে বলে স্বীকার করেছেন মৃদুময়বাবু। তিনি বলেন,“পঞ্চায়েত নির্বাচনের জন্য রক্তদান শিবির আয়োজন হচ্ছে না। ফলে রক্তের যোগান কম। এই চিত্র শুধু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের নয় সারা রাজ্যের চিত্র।” তবে তার জন্য কেউ অর্থ চাইবে তা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। |